গ্রাহকদের অব্যবহৃত অর্থকে আরও লাভজনক করতে অভিনব উদ্যোগ আনছে Jio Payments Bank (JPB)। ব্যাংকটি শিগগিরই চালু করতে চলেছে ‘Savings Pro’ নামে নতুন একটি সেভিংস অ্যাকাউন্ট, যেখানে গ্রাহকের অব্যবহৃত আমানত স্বয়ংক্রিয়ভাবে রাতারাতি মিউচুয়াল ফান্ডে (Overnight Mutual Funds) বিনিয়োগ হবে। এই পরিষেবাটি দেশের মধ্যে প্রথম বলে দাবি করেছে সংস্থা।
সংস্থার ম্যানেজিং ডিরেক্টর ও সিইও হিতেশ সেতিয়া বার্ষিক সাধারণ সভায় জানান, “Payments Bank শিগগিরই Savings Pro চালু করতে যাচ্ছে। এর ফলে গ্রাহকরা তাঁদের সেভিংস অ্যাকাউন্টে অব্যবহৃত অর্থ থেকেও বেশি রিটার্ন পাবেন।”
বর্তমানে Jio Payments Bank-এর ২৫ লক্ষের বেশি গ্রাহক রয়েছে এবং মোট আমানতের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৩৫৮ কোটি টাকা। তবে পেমেন্ট ব্যাংকের ক্ষেত্রে প্রতি গ্রাহকের জন্য সর্বোচ্চ আমানত সীমা ২ লক্ষ টাকা নির্ধারিত।
সেতিয়া আরও জানান, সংস্থার লক্ষ্য রাজস্ব বাড়াতে পরিষেবার বৈচিত্র্য আনা। ইতিমধ্যেই আধার-ভিত্তিক পেমেন্ট, দেশীয় মানি ট্রান্সফার ও B2B UPI পরিষেবা চালু হয়েছে। এর পাশাপাশি, জাতীয় সড়ক কর্তৃপক্ষ (NHAI) Jio Payments Bank-কে টোল প্রসেসিং-এর জন্য অ্যাকুইরার ব্যাংক হিসেবে অনুমোদন দিয়েছে। আপাতত পাঁচটি জাতীয় সড়কের টোলপ্লাজা পরিচালনার দায়িত্ব নিয়েছে JPB।
সংস্থাটি ইতিমধ্যেই BlackRock (অ্যাসেট ম্যানেজমেন্ট) ও Allianz (বিমা পরিষেবা)-এর মতো বৈশ্বিক সংস্থার সঙ্গে অংশীদারিত্ব করেছে। ভবিষ্যতে আরও কৌশলগত জোট গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
অন্যদিকে, Jio Financial Services-এর অধীনে থাকা Jio Credit বর্তমানে ১১টি শহরে সক্রিয়, এবং জুন মাস পর্যন্ত ১১,৬০০ কোটি টাকার সম্পদ পরিচালনা করেছে। এর মধ্যে রয়েছে হোম লোন, সম্পত্তির বিপরীতে ঋণ এবং কর্পোরেট লোন।
সেতিয়া জানান, প্রতিটি ব্যবসা সংস্থার পৃথক ধাপে রয়েছে এবং “Single Customer View” প্ল্যাটফর্ম চালু করে ইতিমধ্যেই গ্রাহক পরিষেবায় সমন্বিত দৃষ্টিভঙ্গি আনা হয়েছে।
Reliance Industries থেকে আলাদা হয়ে গড়ে ওঠা Jio Financial Services-এর মূল লক্ষ্য—গ্রাহকদের প্রয়োজন অনুযায়ী প্রাসঙ্গিক আর্থিক পরিষেবা দেওয়া ও ঝুঁকি-সীমার মধ্যে দায়িত্বশীলভাবে ব্যবসা বৃদ্ধি করা।
আরও পড়ুন: UPI Lite কী? জানুন সহজ ভাষায় এই নতুন পেমেন্ট সিস্টেমের খুঁটিনাটি