রাতভর ঝড়বৃষ্টির দাপটে ভিজল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। মঙ্গলবার সকাল থেকে শহরের আকাশের মুখভার, তেমন রোদ ওঠেনি। আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার দিনভরও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় ঝড়বৃষ্টি চলবে। কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, উত্তর বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে বুধবার পর্যন্ত পশ্চিমবঙ্গ ও ওড়িশার উপকূলে সমুদ্র উত্তাল থাকবে। এর ফলে ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়া জেলায় মঙ্গলবার ভারী বৃষ্টি (৭ থেকে ১১ সেমি) হতে পারে। এছাড়া কলকাতা-সহ সব জেলার উপরেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি হয়েছে। বুধবারও দক্ষিণবঙ্গের সমস্ত জেলার জন্য হলুদ সতর্কতা বহাল থাকবে। বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া ও বীরভূমে।
উত্তরবঙ্গেও ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার দিনভর সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। বিশেষ করে আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি (৭ থেকে ১১ সেমি) হতে পারে। বুধবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। কোচবিহারেও ঝড়বৃষ্টি হতে পারে।
আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১.৫ ডিগ্রি কম। সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১.৭ ডিগ্রি বেশি।
আরও পড়ুন: কলকাতায় বাড়ছে ‘থান্ডারস্টর্ম অ্যাজমা’র দাপট! হঠাৎ আবহাওয়া বদলে শ্বাসকষ্টে ভুগছেন বহু মানুষ