ক্যানসারের খবর আত্মজীবনীতেই প্রকাশ্যে
প্রস্টেট ক্যানসারে আক্রান্ত সুইডেনের কিংবদন্তি টেনিস তারকা বিয়র্ন বর্গ। ১১ বার গ্র্যান্ড স্ল্যাম জয়ী ও বিশ্বের প্রাক্তন এক নম্বর খেলোয়াড় নিজের আসন্ন আত্মজীবনী ‘হার্টবিটস’–এ জানিয়েছেন তাঁর অসুস্থতার কথা। বইটি প্রকাশ পাবে আগামী ১৮ সেপ্টেম্বর। তারই কিছু অংশ ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে।
রুটিন চেকআপে ধরা পড়ল ক্যানসার
৬৯ বছরের বর্গ জানিয়েছেন, কোনও উপসর্গ ছিল না। রুটিন স্বাস্থ্য পরীক্ষায় ধরা পড়ে তিনি প্রস্টেট ক্যানসারে আক্রান্ত। বছর দুয়েক আগে তাঁর জীবনদায়ী অস্ত্রোপচার করতে হয়েছিল। বর্গ লিখেছেন, “ক্যানসার দ্রুত ছড়াতে শুরু করলে বিকল্প কিছু থাকে না। আমি তখন অ্যাডভান্সড স্টেজে ছিলাম। প্রতি ছ’মাস অন্তর পরীক্ষা করাতে হয়, যাতে ফের ক্যানসার ধরা পড়লে দ্রুত চিকিৎসা শুরু করা যায়।”
ভয়ের সঙ্গে লড়াই
নিজের মানসিক অবস্থার কথাও লিখেছেন বর্গ, “কখনও ভয় আসে, আবার কেটে যায়। এটাই জীবন। কেউ জানে না, কী অপেক্ষা করছে। তাই প্রতিদিনকে কাজে লাগানোই সবচেয়ে জরুরি।”
পরিবারই সবচেয়ে গুরুত্বপূর্ণ
আত্মজীবনীতে পরিবারের প্রসঙ্গও বিশেষভাবে এসেছে। বর্গ লিখেছেন, “আমার দুই ছেলে রবিন আর লিয়ো। দু’জন নাতি-নাতনিও আছে। পরিবারই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখনও টেনিসের সঙ্গে যুক্ত থাকলেও, আসল সময়টা পরিবারের সঙ্গেই কাটাই।”
বর্গের টেনিস ক্যারিয়ার
- পেশাদার কেরিয়ার শুরু: ১৯৭৩ সালে
- প্রথম অবসর: ১৯৮৪ সালে (ফেরেন ১৯৯১-এ, পাকাপাকি অবসর ১৯৯৩ সালে)
- গ্র্যান্ড স্ল্যাম: ৬ বার ফরাসি ওপেন, ৫ বার উইম্বলডন জয়
- ইউএস ওপেন: ৪ বার ফাইনাল খেললেও শিরোপা জেতেননি
- অস্ট্রেলিয়ান ওপেন: কখনও তৃতীয় রাউন্ডের বেশি এগোতে পারেননি
- ট্যুর ফাইনাল: ২ বার জয়
- দলগত সাফল্য: সুইডেনকে ডেভিস কাপ চ্যাম্পিয়ন করেছেন
খেলাধুলোর সব খবর পড়ুন এখানে