চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। নদিয়া জেলার ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট কমিউনিটি অডিটর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মোট ৪০টি শূন্যপদে আবেদন গ্রহণ করা হবে।
নিযুক্তদের দায়িত্ব থাকবে মূলত অন্নধারা প্রকল্প ও স্বনির্ভর গোষ্ঠীর আর্থিক খতিয়ান সংক্রান্ত রিপোর্ট তৈরি করা। তাই প্রার্থীদের বাণিজ্য বিষয়ে স্নাতক (Commerce Graduate) হতে হবে। পাশাপাশি, তাঁদের অবশ্যই কোনও স্বনির্ভর গোষ্ঠী বা স্বেচ্ছাসেবী সংস্থার সক্রিয় সদস্য হতে হবে।
প্রার্থীদের বুককিপিং ও অ্যাকাউন্টিং কাজে দক্ষতা থাকা বাধ্যতামূলক। বয়সসীমা নির্ধারিত হয়েছে ২৫ থেকে ৪০ বছর।
প্রার্থীদের যোগ্যতা যাচাইয়ের জন্য লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউ নেওয়া হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭ সেপ্টেম্বর। আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে। বিস্তারিত তথ্য ও আবেদনপত্র পাওয়া যাবে নদিয়ার সরকারি ওয়েবসাইটে—nadia.gov.in।
আরও পড়ুন: আইবিপিএস নিয়োগ: ১৩ হাজারের বেশি শূন্যপদ, ২১ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন
📰 আমাদের পাশে থাকুন
নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।
💠 সহায়তা করুন / Support Us

