দুর্গাপুজোর আনন্দে যাতে সাধারণ মানুষ চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত না হন, সেই ব্যবস্থা করেছে রাজ্য স্বাস্থ্যদপ্তর। অষ্টমী ছাড়া বাকি সব দিনেই খোলা থাকবে সরকারি হাসপাতালগুলির আউটডোর। তবে এ বছর ষষ্ঠী পড়েছে রবিবারে, তাই অন্যান্য রবিবারের মতো এ দিন আউটডোর পরিষেবা বন্ধ থাকবে। পুজোর ছুটিতে কর্মীসংখ্যার ঘাটতি এড়াতে হাসপাতাল ও মেডিক্যাল কলেজগুলিতে বিশেষ রোস্টার তৈরি করা হয়েছে। পাশাপাশি স্বাস্থ্যভবনের কন্ট্রোল রুমও খোলা থাকবে সব দিন।
বেসরকারি হাসপাতালগুলিও পুজোর দিনগুলিতে বিশেষ পরিষেবার ব্যবস্থা করেছে।
- অ্যাপোলো হাসপাতাল সূত্রে খবর, ইমার্জেন্সি, আউটডোর ও ল্যাব পরিষেবা খোলা থাকবে। জরুরি প্রয়োজনে ফোন করা যাবে ১০৬৬ নম্বরে। সপ্তমী পর্যন্ত খোলা থাকবে হেলথ চেক আপ পরিষেবা, যা ফের শুরু হবে ৩ অক্টোবর। কল সেন্টারের নম্বর: ০৩৩৪৪২০২১২২।
- মনিপাল হাসপাতাল গোষ্ঠী জানিয়েছে, পুজোর সময়ে ২৪ ঘণ্টা অনলাইনে টেলি কনসালটেশন পাওয়া যাবে। জরুরি প্রয়োজনে ফোন করা যাবে ০৩৩-২২২২১১১১ এবং ৭০২২০২৩২৮৬ নম্বরে।
- নারায়ণা হেলথ হাসপাতাল জানিয়েছে, সপ্তমী থেকে দশমী আউটডোর বন্ধ থাকবে, তবে ইমার্জেন্সি, রক্ত পরীক্ষা, অপারেশন পরিষেবা চালু থাকবে। জরুরি প্রয়োজনে বা অ্যাম্বুলেন্সের জন্য ফোন করা যাবে ১৮০০৩০৯০৩০৯ নম্বরে।
- রুবি হাসপাতাল জানিয়েছে, ইমার্জেন্সির জন্য ৯৭৪৮৯৩২১০০, ভর্তি ও অ্যাম্বুলেন্সের জন্য ৯৮০১১৭৯১৭৫, আউটডোরের জন্য ৮৩৩৬৯৯০৪৫১/০৩৩৬৬০১১৮০০, রোগ পরীক্ষার জন্য ৮০১৭০৬৬৬৮৫, হেলথ চেক আপের জন্য ৯০৭৩৩৬৪৭৫৩, ব্লাড ব্যাঙ্কের জন্য ৯০৭৩৯৯৯৭২১ নম্বরে যোগাযোগ করা যাবে।
- বি পি পোদ্দার হাসপাতাল জানিয়েছে, ইমার্জেন্সি ও ওপিডি পরিষেবা পুজোর দিনগুলিতেও খোলা থাকবে। আশঙ্কাজনক রোগীদের সুবিধার জন্য হাসপাতালের ৫ কিমির মধ্যে বিভিন্ন জায়গায় থাকবে ক্রিটিক্যাল কেয়ার অ্যাম্বুলেন্স। সব বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক ও কনসালটেন্টরা ‘অন কল’-এও থাকবেন। হোম কেয়ার সার্ভিসও চালু থাকবে।
পুজোর সময়ে স্বাস্থ্যকর্মীদের ছুটি ঘুরিয়ে-ফিরিয়ে দেওয়া হলেও পরিষেবায় যাতে কোনও ঘাটতি না হয়, তার জন্য হাসপাতালগুলি সতর্ক ব্যবস্থা নিয়েছে।
আরও পড়ুন: মাত্র ৪ দিন ভাজাভুজি খেলেই ক্ষতিগ্রস্ত মস্তিষ্ক! কৃত্রিম শর্করাতেও লুকিয়ে ভয়ঙ্কর বিপদ