Homeখবরদেশচাকরি বাঁচাতে ৩ দিনের নবজাতককে পাথরের নিচে চাপা দিল বাবা-মা, জীবন্ত উদ্ধার...

চাকরি বাঁচাতে ৩ দিনের নবজাতককে পাথরের নিচে চাপা দিল বাবা-মা, জীবন্ত উদ্ধার মধ্যপ্রদেশের অরণ্যে

মধ্যপ্রদেশের ছিন্দওয়ারায় তিন দিনের নবজাতককে পাথরের নিচে চাপা দিয়ে মরতে ফেলে দিল বাবা-মা। ভোরে গ্রামের মানুষ কাঁদতে শুনে উদ্ধার করেন শিশুকে।

প্রকাশিত

খোলা আকাশের নিচে, ঠান্ডা মাটিকে আঁকড়ে তিন দিনের এক নবজাতক লড়ছিল জীবনের জন্য। পিঁপড়ের কামড়, ঠান্ডায় কাঁপুনি, শ্বাসরুদ্ধ অবস্থা— সব সয়ে অবশেষে অলৌকিকভাবে বেঁচে গেল সে। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ছিন্দওয়ারা জেলার নন্দনওয়াড়ি অরণ্যে

ভোরে বন থেকে ভেসে আসা কান্নার শব্দে সতর্ক হন গ্রামবাসীরা। প্রথমে তাঁরা ভেবেছিলেন কোনও পশুর ডাক। কাছে গিয়ে দেখেন, পাথরের নিচে চাপা পড়া এক রক্তাক্ত, কাঁপতে থাকা নবজাতক। সঙ্গে সঙ্গেই পাথর সরিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়।

কী ঘটেছিল?

পুলিশ জানিয়েছে, শিশুটির বাবা বাবলু দণ্ডোলিয়া, পেশায় সরকারি স্কুলশিক্ষক, এবং মা রাজকুমারী দণ্ডোলিয়া। তাঁদের ইতিমধ্যেই তিন সন্তান রয়েছে। সরকারি চাকরিতে দুই সন্তানের বেশি থাকলে চাকরি হারানোর ভয় থেকে এই সন্তান জন্মের খবর তাঁরা গোপন রাখেন। ২৩ সেপ্টেম্বর ভোরে রাজকুমারী বাড়িতেই সন্তানের জন্ম দেন। কয়েক ঘণ্টার মধ্যেই তাঁরা শিশুটিকে বনে নিয়ে গিয়ে পাথরের নিচে চাপা দিয়ে ফেলে আসেন।

অলৌকিকভাবে বেঁচে গেল নবজাতক

চিকিৎসকেরা জানিয়েছেন, শিশুটির শরীরে পিঁপড়ের কামড়ের দাগ রয়েছে, সঙ্গে হাইপোথারমিয়ার লক্ষণ। ছিন্দওয়ারা জেলা হাসপাতালে চিকিৎসাধীন শিশুটি আপাতত নিরাপদ। এক শিশু বিশেষজ্ঞ বলেন, “এই অবস্থায় রাতভর টিকে থাকা প্রায় অসম্ভব। ওর বেঁচে যাওয়া একেবারে অলৌকিক।”

আইনি ব্যবস্থা

পুলিশ ইতিমধ্যেই বাবা-মায়ের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি (BNS) ধারা ৯৩ (শিশু পরিত্যাগ)-এর মামলা দায়ের করেছে। এসডিওপি কল্যাণী বারকাডে জানিয়েছেন, আরও ধারার (যেমন ১০৯ BNS, হত্যা প্রচেষ্টা) সংযোজনের বিষয়টি আইনিভাবে পর্যালোচনা করা হচ্ছে।

বিস্ময়কর তথ্য

এনসিআরবি (NCRB) তথ্য অনুযায়ী, ভারতে সবচেয়ে বেশি নবজাতক পরিত্যাগের ঘটনা ঘটে মধ্যপ্রদেশে। সাধারণত দারিদ্র্য, সামাজিক কলঙ্ক, কিংবা অসহায় পরিস্থিতির কারণে এমন ঘটনা ঘটে। তবে এই ঘটনার ভয়াবহতা আরও বেশি কারণ এটি ঘটেছে এক শিক্ষিত পরিবারে, যারা দায়িত্ব নেওয়ার বদলে নীরবতা বেছে নিয়েছে।

গ্রামবাসীরা জানিয়েছেন, “কোনও বাবা-মা এভাবে করতে পারে না। ঈশ্বরের দানকে ফেলে দেওয়া যায় না।”

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বিশ্বকাপ মহিলা ক্রিকেট: প্রথম ওভারেই জোড়া ধাক্কা মারুফার, অভিষেক ম্যাচে অর্ধশত রুবিয়ার, পাকিস্তানকে সহজেই হারাল বাংলাদেশ

পাকিস্তান: ১২৯ (৩৮.৩ ওভারে) (রমিন শামিম ২৩, শোরনা আকতার ৩-৫, নাহিদা আকতার ২-১৯, মারুফা...

মহানগরীতে দশমী: দেবীবরণ, সিঁদুরখেলা, প্রতিমা বিসর্জন দিয়ে শেষ হল এ বছরের শারদোৎসব

খবর অনলাইন ডেস্ক: দেখতে দেখতে শেষ হয়ে গেল পুজো। মোটামুটি নির্বিঘ্নেই সমাপ্তি ঘটল এ...

ভারত-ওয়েস্ট ইন্ডিজ ১ম টেস্ট: সিরাজ-বুমরাহের কেরামতি, চা-এর আগেই গুটিয়ে গেল ক্যারিবিয়ানদের ইনিংস  

ওয়েস্ট ইন্ডিজ: ১৬২ (জাস্টিন গ্রিভ্‌স ৩২, মহম্মদ সিরাজ ৪-৪০, জসপ্রীত বুমরাহ ৩-৪২, কুলদীপ যাদব...

একদিকে মহাত্মা, অন্যদিকে সংঘ! একই দিনে দুই মেরুকেই প্রশংসায় ভরালেন মোদী

মহাত্মা গান্ধীর ১৫৬তম জন্মজয়ন্তীতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে আরএসএসের শতবর্ষ উপলক্ষে সংগঠনটিরও প্রশংসা করলেন তিনি।

আরও পড়ুন

একদিকে মহাত্মা, অন্যদিকে সংঘ! একই দিনে দুই মেরুকেই প্রশংসায় ভরালেন মোদী

মহাত্মা গান্ধীর ১৫৬তম জন্মজয়ন্তীতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে আরএসএসের শতবর্ষ উপলক্ষে সংগঠনটিরও প্রশংসা করলেন তিনি।

বিজয়ের সভায় পদপিষ্ট হয়ে ৩৯ মৃত্যু, আগেই সতর্ক করেছিল আদালত

তামিলনাড়ুর কারুরে বিজয়ের সভায় পদপিষ্ট হয়ে প্রাণ গেল ৩৯ জনের। ভিড় নিয়ন্ত্রণ, প্রশাসনিক অনুমতি ও নেতার দায়—ঘটনার পর উঠে আসছে একাধিক প্রশ্ন।

পাকিস্তান যোগের অভিযোগ, কেন সোনম ওয়াংচুক গ্রেফতার ব্যাখ্যা করলেন লাদাখ পুলিশের ডিজি

লাদাখে রাজ্যের মর্যাদা ও ষষ্ঠ তফসিলের দাবিতে আন্দোলন হিংসাত্মক রূপ নিলে গ্রেফতার হন সোনম ওয়াংচুক। পুলিশের অভিযোগ, পাকিস্তান যোগ ও উস্কানির কারণে পরিস্থিতি অশান্ত হয়েছে।