Homeরাজ্যদার্জিলিংদার্জিলিঙে ভয়াবহ বৃষ্টি ও ধস! ১৩ জনের মৃত্যু, বন্ধ রোহিণী রোড, পর্যটকদের...

দার্জিলিঙে ভয়াবহ বৃষ্টি ও ধস! ১৩ জনের মৃত্যু, বন্ধ রোহিণী রোড, পর্যটকদের জন্য বিশেষ নির্দেশিকা জারি

দার্জিলিঙে টানা বৃষ্টিতে ভয়াবহ পরিস্থিতি। মিরিকের লোহার সেতু ভেঙে ১৩ জনের মৃত্যু, রোহিণী রোড-সহ একাধিক রাস্তা বন্ধ। পর্যটকদের জন্য জিটিএ-র বিশেষ নির্দেশিকা জারি।

প্রকাশিত

দার্জিলিঙে এক রাতের প্রবল বর্ষণে বিপর্যস্ত পাহাড়। মিরিক ও সুখিয়া এলাকায় ধস এবং সেতু ভেঙে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে, আহত অনেকে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

রাতভর বৃষ্টিতে মিরিকের লোহার সেতু ভেঙে পড়েছে, সেখানে পাঁচটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সুখিয়ায় মৃত্যু হয়েছে চার জনের। দুর্যোগের জেরে দার্জিলিং, কালিম্পং এবং সিকিমের সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

তিস্তার জল বিপদসীমা ছাড়িয়ে জাতীয় সড়কে উঠে এসেছে।
তিস্তাবাজারের কাছে ২৯ মাইল ভালুখোলায় তিস্তার জল বইছে সড়কের উপর দিয়ে। ১০ নম্বর জাতীয় সড়ক সম্পূর্ণ বন্ধ।

যাতায়াত সম্পূর্ণ বিপর্যস্ত

  • রোহিণী রোড, যা দার্জিলিঙে ওঠার অন্যতম প্রধান রাস্তা, সেখানে ধস নেমে রাস্তার একাংশ ভেঙে নদীতে পড়েছে।
  • দিলারাম ও সুখিয়া এলাকার রাস্তা বন্ধ, ফলে শিলিগুড়ি থেকে মিরিকের যোগাযোগ বিচ্ছিন্ন।
  • দার্জিলিঙের দিকেও যাতায়াত বন্ধ, যা খুবই বিরল ঘটনা।

মিরিক থেকে অতিরিক্ত পুলিশ সুপার (কার্শিয়াং) জানিয়েছেন,

“মিরিকে মৃতদেহ উদ্ধার চলছে। আবহাওয়ার কারণে উদ্ধারকাজে প্রচণ্ড সমস্যা হচ্ছে। আটকে পড়া পর্যটক ও বাসিন্দাদের নিরাপদে বার করার চেষ্টা চলছে।”

পর্যটকদের জন্য সতর্কতা ও নির্দেশিকা

জিটিএ (Gorkhaland Territorial Administration) রবিবার সকালে দুর্যোগ সংক্রান্ত একটি নির্দেশিকা জারি করেছে।

  • আপাতত টাইগার হিলরক গার্ডেন বন্ধ রাখা হয়েছে পর্যটকদের নিরাপত্তার স্বার্থে।
  • পর্যটকদের পাহাড়ি রাস্তায় না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে।
  • আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত নতুন বুকিং স্থগিত রাখার অনুরোধ জানানো হয়েছে হোটেল মালিকদের।
  • পর্যটকদের বলা হয়েছে স্থানীয় প্রশাসনের আপডেট অনুসরণ করতে এবং বিপদসীমা পার নদীর ধার ঘেঁষে না যেতে।

 প্রকৃতির বিপর্যয়ে বন্যপ্রাণীরাও দিশাহারা

জলবন্দি পরিস্থিতিতে জঙ্গল থেকে বেরিয়ে আসছে বন্যপ্রাণী। স্থানীয়দের সহায়তায় উদ্ধার করা হয়েছে দু’টি হরিণ। পাহাড়ের একাধিক নদী এখন বিপদসীমার উপর দিয়ে বইছে।

 পর্যটকদের জন্য জরুরি তথ্য:

  • দার্জিলিং, মিরিক, কালিম্পং ও সিকিমগামী রাস্তায় আপাতত যাত্রা স্থগিত রাখুন।
  • রেল পরিষেবা ও বিমান পরিষেবা স্বাভাবিক আছে, তবে গন্তব্যে যাওয়ার আগে সর্বশেষ আপডেট দেখে নিন।

আবহাওয়া অফিসের পূর্বাভাস: আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গে আরও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

রাজ্যের স্কুলে গ্রুপ-সি ও গ্রুপ-ডি পদে বড় নিয়োগ! ৮,০০০-এর বেশি শূন্যপদে আবেদন শুরু ৩ নভেম্বর থেকে

রাজ্যের স্কুলগুলিতে গ্রুপ-সি ও গ্রুপ-ডি পদে বড় নিয়োগ। মোট শূন্যপদ ৮,৪৭৭। আবেদন শুরু ৩ নভেম্বর, চলবে ৩ ডিসেম্বর পর্যন্ত। মাধ্যমিক ও অষ্টম পাশ প্রার্থীরাই করতে পারবেন আবেদন।

সলমনের সহ-অভিনেতা ভারতের প্রথম নিরামিষ বডিবিল্ডার বরিন্দর ঘুমান প্রয়াত, হৃদরোগে মৃত্যু ৪২ বছর বয়সে

বিশ্বের প্রথম নিরামিষ বডিবিল্ডার ও অভিনেতা বরিন্দর ঘুমান প্রয়াত। বৃহস্পতিবার অমৃতসরের বেসরকারি হাসপাতালে হৃদরোগে মৃত্যু। ২০০৯ সালে মিস্টার ইন্ডিয়া খেতাব জিতেছিলেন তিনি।

ভারতে ওষুধের মান নিয়ন্ত্রণে পদ্ধতিগত দূর্বলতা রয়েছে, বিপদ ঘটতে পারে আন্তর্জাতিক স্তরেও, উদ্বেগ হু-র

মধ্যপ্রদেশ ও রাজস্থানে অন্তত ২০ শিশুর মৃত্যু দূষিত কফ সিরাপ খেয়ে। কফ সিরাপে বিষাক্ত ডাইইথিলিন গ্লাইকোল মেলায় উদ্বিগ্ন WHO। সংস্থার মালিক গ্রেফতার, উৎপাদন বন্ধের নির্দেশ।

‘ক্লাস নাইনে নয়, আরও আগে থেকেই যৌন শিক্ষা জরুরি’— গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

শিশুদের জন্য ক্লাস নাইনের পর নয়, বরং আরও অল্প বয়স থেকেই যৌন শিক্ষা চালুর পরামর্শ সুপ্রিম কোর্টের। কৈশোরে হরমোনজনিত পরিবর্তন সম্পর্কে সচেতন করাই লক্ষ্য, জানাল আদালত।

আরও পড়ুন

দুর্যোগ কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে দার্জিলিংয়! খুলেছে হিল কার্ট ও পাঙ্খাবাড়ি রোড, সেতু মেরামত শুরু সেনার

ধসের ধাক্কা কাটিয়ে স্বাভাবিক ছন্দে দার্জিলিং। খুলেছে হিল কার্ট ও পাঙ্খাবাড়ি রোড, মেরামতি চলছে দুধিয়ার ভাঙা সেতুর। সেনা তৈরি করছে বেলি ব্রিজ। সেবক থেকে রংপো পর্যন্ত ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা জারি।

ধসের ধাক্কা কাটিয়ে ধীরে ধীরে ছন্দে ফেরার চেষ্টা, দার্জিলিং থেকে শিলিগুড়িতে নামার কোন কোন রাস্তা খোলা?

দার্জিলিঙে বৃষ্টিজনিত ধসের পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি। খোলা রয়েছে হিলকার্ট ও পাঙ্খাবাড়ি রোড। আটকে থাকা পর্যটকদের নিরাপদে নামানো হচ্ছে। দুধিয়ার সেতু ভাঙায় মিরিকের রাস্তা আংশিক বন্ধ।

ধসের জেরে ফের বন্ধ ১০ নম্বর জাতীয় সড়ক, ভোগান্তিতে সিকিমগামী যাত্রীরা

ধসের জেরে ফের বন্ধ হয়ে গেল শিলিগুড়ি-সিকিমের লাইফলাইন জাতীয় সড়ক ১০। সেবক করোনেশন ব্রিজের কাছে রাস্তার বড় অংশ ক্ষতিগ্রস্ত। বিকল্প পথে যেতে হচ্ছে যাত্রীদের।