Homeরাজ্যশিলিগুড়িউত্তরবঙ্গে বন্যা ও অতিবৃষ্টিতে একাধিক ট্রেন বাতিল, পর্যটকদের জন্য বিশেষ বাস পরিষেবা

উত্তরবঙ্গে বন্যা ও অতিবৃষ্টিতে একাধিক ট্রেন বাতিল, পর্যটকদের জন্য বিশেষ বাস পরিষেবা

প্রকাশিত

উত্তরবঙ্গে প্রবল বর্ষণ ও জলস্ফীতির কারণে রেললাইন জলের তলায় চলে যাওয়ায় ট্রেন পরিষেবা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে আলিপুরদুয়ার ডিভিশনে। এই পরিস্থিতিতে একাধিক ট্রেন বাতিল, ঘুরপথে চালানো এবং সংক্ষিপ্ত রুটে থামানো (short-termination) করার সিদ্ধান্ত নিয়েছে উত্তর-পূর্ব সীমান্ত রেল (N.F. Railway)। পর্যটকদের কথা মাথায় রেখে বিশেষ বাস সার্ভিসও চালু করেছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা।

রবিবার, ৫ অক্টোবর ২০২৫ তারিখে প্রকাশিত এক প্রেস রিলিজে চিফ পাবলিক রিলেশনস অফিসার কপিঞ্জল কিশোর শর্মা জানান, জল জমে থাকায় ও রেললাইন দিয়ে জল প্রবাহিত হওয়ায় ট্রেন চলাচল বিপর্যস্ত। নিরাপত্তার স্বার্থে নিচের পরিবর্তনগুলি কার্যকর করা হয়েছে।

ঘুরপথে চালানো ট্রেন (Diversion of Trains):

  • ১৩১৪৯ সিলদা–আলিপুরদুয়ার কাঞ্চনকন্যা এক্সপ্রেস, যা ৪ অক্টোবর যাত্রা শুরু করেছে, ঘুরপথে চালানো হবে।
  • ১৫৪৮৩ আলিপুরদুয়ার–দিল্লি সিকিম মহানন্দা এক্সপ্রেস, ৫ অক্টোবর থেকে যাত্রা শুরু করা ট্রেনটিও ঘুরপথে চলবে।
  • ১৯৩০৬ কামাখ্যা–ডঃ আম্বেদকর নগর এক্সপ্রেস, ৫ অক্টোবরের ট্রিপ থেকেও ঘুরপথে পরিচালিত হবে।

বাতিল ট্রেন (Cancellation of Trains on ৫ অক্টোবর ২০২৫):

১৫৭৭৭/১৫৭৭৮ নিউ জলপাইগুড়ি–আলিপুরদুয়ার–নিউ জলপাইগুড়ি ট্যুরিস্ট স্পেশাল
৭৫৭৪২ ধুবরি–শিলিগুড়ি জংশন ডেমু
১৫৪৬৭ শিলিগুড়ি–বামনহাট এক্সপ্রেস

সংক্ষিপ্ত রুটে থামানো ট্রেন (Short Termination of Trains):

১৫৭৬৮ আলিপুরদুয়ার–শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেস, আজকের যাত্রা বিননাগি পর্যন্তই চলবে।
৭৫৭৪১ শিলিগুড়ি–ধুবরি ডেমু, ৫ অক্টোবরের যাত্রা গুলমা পর্যন্ত চলবে।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, অতিরিক্ত বৃষ্টি ও পাহাড়ি অঞ্চলে জলস্ফীতি না কমা পর্যন্ত পরিষেবা সীমিত রাখা হবে।
যাত্রীদের অনুরোধ জানানো হয়েছে, যাত্রার আগে ট্রেনের বর্তমান অবস্থান ও চলাচল সংক্রান্ত তথ্য @RailNF টুইটার হ্যান্ডেল বা এনএফ রেলের অফিসিয়াল ফেসবুক পেজে দেখে নিতে।

বিশেষ বাস পরিষেবা

রবিবার শিলিগুড়ি থেকে কলকাতা রুটে তিনটি স্পেশাল বাস চালাবে এনবিএসটিসি। যার মধ্যে তেনজিং নোরগে বাস টার্মিনাস একটি বাস ছাড়বে সাড়ে পাঁচটা নাগাদ। অনলাইনের মাধ্যমে এই বাসের টিকিট বুকিং করা যাবে। এছাড়াও বিকেলে ছটা এবং সন্ধ্যা ৭টায় আরও একটি করে বাস চালানো হবে বলে জানানো হয়েছে। বাসের টিকিট স্ট্যান্ড থেকেই পাওয়া যাবে। যাত্রীদের কথা মাথায় রেখে প্রয়োজনে শিলিগুড়ি-কলকাতা রুটে আরও বাস চালানো হবে বলেও উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা জানিয়েছে।

আরও পড়ুন: দার্জিলিঙে ভয়াবহ বৃষ্টি ও ধস! ১৩ জনের মৃত্যু, বন্ধ রোহিণী রোড, পর্যটকদের জন্য বিশেষ নির্দেশিকা জারি

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

রাজ্যের স্কুলে গ্রুপ-সি ও গ্রুপ-ডি পদে বড় নিয়োগ! ৮,০০০-এর বেশি শূন্যপদে আবেদন শুরু ৩ নভেম্বর থেকে

রাজ্যের স্কুলগুলিতে গ্রুপ-সি ও গ্রুপ-ডি পদে বড় নিয়োগ। মোট শূন্যপদ ৮,৪৭৭। আবেদন শুরু ৩ নভেম্বর, চলবে ৩ ডিসেম্বর পর্যন্ত। মাধ্যমিক ও অষ্টম পাশ প্রার্থীরাই করতে পারবেন আবেদন।

সলমনের সহ-অভিনেতা ভারতের প্রথম নিরামিষ বডিবিল্ডার বরিন্দর ঘুমান প্রয়াত, হৃদরোগে মৃত্যু ৪২ বছর বয়সে

বিশ্বের প্রথম নিরামিষ বডিবিল্ডার ও অভিনেতা বরিন্দর ঘুমান প্রয়াত। বৃহস্পতিবার অমৃতসরের বেসরকারি হাসপাতালে হৃদরোগে মৃত্যু। ২০০৯ সালে মিস্টার ইন্ডিয়া খেতাব জিতেছিলেন তিনি।

ভারতে ওষুধের মান নিয়ন্ত্রণে পদ্ধতিগত দূর্বলতা রয়েছে, বিপদ ঘটতে পারে আন্তর্জাতিক স্তরেও, উদ্বেগ হু-র

মধ্যপ্রদেশ ও রাজস্থানে অন্তত ২০ শিশুর মৃত্যু দূষিত কফ সিরাপ খেয়ে। কফ সিরাপে বিষাক্ত ডাইইথিলিন গ্লাইকোল মেলায় উদ্বিগ্ন WHO। সংস্থার মালিক গ্রেফতার, উৎপাদন বন্ধের নির্দেশ।

‘ক্লাস নাইনে নয়, আরও আগে থেকেই যৌন শিক্ষা জরুরি’— গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

শিশুদের জন্য ক্লাস নাইনের পর নয়, বরং আরও অল্প বয়স থেকেই যৌন শিক্ষা চালুর পরামর্শ সুপ্রিম কোর্টের। কৈশোরে হরমোনজনিত পরিবর্তন সম্পর্কে সচেতন করাই লক্ষ্য, জানাল আদালত।

আরও পড়ুন

পাহাড়ে ঘন ঘন ভূমিধস: নেপথ্যে কি উন্নয়নের চাপ ও নিয়ন্ত্রণহীন পর্যটন! কী বলছেন বিশেষজ্ঞরা?

দার্জিলিং ও কালিম্পঙে লাগাতার ধস ও বন্যার কারণ হিসেবে উঠে এল বেপরোয়া নির্মাণ, পাহাড় কেটে রাস্তা ও হোটেল তৈরি, এবং নিয়ন্ত্রণহীন পর্যটন। বিশেষজ্ঞদের মতে, এখনই পদক্ষেপ না নিলে পাহাড়ের ক্ষতি হবে স্থায়ী।

উত্তরবঙ্গে প্রবল দুর্যোগের আশঙ্কা, জলপাইগুড়ি-আলিপুরদুয়ারে লাল সতর্কতা, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি

বঙ্গোপসাগরের নিম্নচাপ স্থলভাগে প্রবেশ করেছে। উত্তরবঙ্গের জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে লাল সতর্কতা, দার্জিলিং-সহ একাধিক জেলায় কমলা সতর্কতা। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস।

পুজোর মুখে ফের চালু শিলিগুড়ি-সিকিম হেলিকপ্টার পরিষেবা, মাত্র আধ ঘণ্টায় গ্যাংটক

পুজোর মুখে ফের চালু হল শিলিগুড়ি-সিকিম হেলিকপ্টার পরিষেবা। মাত্র আধ ঘণ্টায় গ্যাংটক পৌঁছনো যাবে। মাথাপিছু খরচ সাড়ে ৪ হাজার টাকা। পর্যটন দপ্তরের আশা, এতে সিকিম ভ্রমণে আগ্রহ বাড়বে।