সোমবার ছিল কোজাগরি লক্ষ্মীপুজো। লক্ষ্মী আরাধনার মেতেছিলেন সাধারণ মানুষ, তেমনি সেলিব্রেটিরাও ভক্তি সহকারে পুজো করেছেন এ দিন। তারই কিছু ঝলক রইল আপনাদের জন্য।

সোমবার সকাল থেকে ভবানীপুরের চট্টোপাধ্যায় বাড়ির লক্ষ্মীপুজোয় ব্যস্ত অভিনেতা গৌরব চট্টোপাধ্যায় ও দেবলীনা কুমার। এই পুজো উত্তমকুমারের পুজো নামে খ্যাত।

স্ত্রী নয়না বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পুজোয় বসেছেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। প্রতিবছর তাঁর বাড়িতে ঘটা করে হয় লক্ষ্মীপুজো।

লক্ষ্মীপুজো উপলক্ষে কলকাতার একটি বনেদী বাড়ির উঠানে আলপনা দেওয়া চলছে।
ছবি: রাজীব বসু