Homeখবররাজ্যকাগজ না থাকলেই নাম কাটা নয়, কী করতে হবে বিএলও-দের জানিয়ে দিল...

কাগজ না থাকলেই নাম কাটা নয়, কী করতে হবে বিএলও-দের জানিয়ে দিল নির্বাচন কমিশন

প্রকাশিত

ভোটার তালিকা নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল নির্বাচন কমিশন। হাতে কাগজ বা প্রমাণপত্র না থাকলেও কোনও বৈধ ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া যাবে না— এমনটাই স্পষ্ট জানিয়ে দিল কমিশন।

বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের বলাকা মঞ্চে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজ কুমার আগরওয়াল, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া ও ঝাড়গ্রামের জেলাশাসক, এবং প্রায় ৫০০-রও বেশি বুথ লেভেল আধিকারিক (BLO)

বিহারের মতোই পশ্চিমবঙ্গেও এবার শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা (SIR)। তবে কমিশনের বার্তা স্পষ্ট, “গণহারে নাম ছেঁটে ফেলা যাবে না। আগে তথ্য যাচাই, তারপর সিদ্ধান্ত।”

২০০২ সালের তালিকাই হবে মূল ভিত্তি

কমিশন জানিয়েছে, ২০০২ সালের ভোটার তালিকায় যাঁদের নাম রয়েছে, তাঁদের বৈধ ভোটার হিসেবেই ধরা হবে। সেই তালিকাকে প্রাথমিক ভিত্তি হিসেবে ধরা হবে বাংলার এসআইআরের সময়।যাঁদের নাম ওই তালিকায় নেই, তাঁদের পরিচয় যাচাইয়ের জন্য প্রামাণ্য নথি জমা দিতে হবে। তবে কমিশন স্পষ্ট করে দিয়েছে—শুধু আধার কার্ডকে প্রমাণ হিসেবে ধরা হবে না। আধার কার্ডের সঙ্গে অন্য কোনও নথির সংযোগ (লিঙ্ক) থাকতে হবে।

আরও পড়ুন: পঞ্চদশ অর্থ কমিশনের তহবিল থেকে ৬৮০ কোটি টাকা পেল বাংলা! খরচ হবে পঞ্চায়েত উন্নয়নে 

বিএলওদের বিশেষ নির্দেশ

বৈঠকে পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাজি বিএলওদের উদ্দেশে বলেন, “২০০২ সালের তালিকায় নাম না থাকলে, প্রমাণপত্র না থাকা ভোটারদের নাম সঙ্গে সঙ্গে বাদ দেবেন না। কেন নথি নেই, সেটি যাচাই করুন। প্রয়োজনে পরিবারের সদস্য ও প্রতিবেশীদের কাছ থেকে তথ্য সংগ্রহ করুন।”

কমিশনের মতে, বিহারের এসআইআরের সময় প্রায় ৬৫ লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছিল। সেই অভিজ্ঞতা মাথায় রেখে এবার বাংলায় আরও সতর্কভাবে কাজ করবে কমিশন।

সময়সীমা নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি

বিহারে তিন মাসের মধ্যে এসআইআর শেষ হলেও বাংলায় তা কতদিন চলবে, সে বিষয়ে এখনও কিছু জানাননি সিইও মনোজ কুমার আগরওয়াল। তিনি বলেন, “কোনও বৈধ ভোটারের নাম বাদ যাবে না। সেটাই কমিশনের স্পষ্ট নির্দেশ। আধার কার্ড সংক্রান্ত আইন যা আছে, তা মেনেই কাজ করতে হবে। অসুবিধা হবে না।”

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

রাজ্যের স্কুলে গ্রুপ-সি ও গ্রুপ-ডি পদে বড় নিয়োগ! ৮,০০০-এর বেশি শূন্যপদে আবেদন শুরু ৩ নভেম্বর থেকে

রাজ্যের স্কুলগুলিতে গ্রুপ-সি ও গ্রুপ-ডি পদে বড় নিয়োগ। মোট শূন্যপদ ৮,৪৭৭। আবেদন শুরু ৩ নভেম্বর, চলবে ৩ ডিসেম্বর পর্যন্ত। মাধ্যমিক ও অষ্টম পাশ প্রার্থীরাই করতে পারবেন আবেদন।

সলমনের সহ-অভিনেতা ভারতের প্রথম নিরামিষ বডিবিল্ডার বরিন্দর ঘুমান প্রয়াত, হৃদরোগে মৃত্যু ৪২ বছর বয়সে

বিশ্বের প্রথম নিরামিষ বডিবিল্ডার ও অভিনেতা বরিন্দর ঘুমান প্রয়াত। বৃহস্পতিবার অমৃতসরের বেসরকারি হাসপাতালে হৃদরোগে মৃত্যু। ২০০৯ সালে মিস্টার ইন্ডিয়া খেতাব জিতেছিলেন তিনি।

ভারতে ওষুধের মান নিয়ন্ত্রণে পদ্ধতিগত দূর্বলতা রয়েছে, বিপদ ঘটতে পারে আন্তর্জাতিক স্তরেও, উদ্বেগ হু-র

মধ্যপ্রদেশ ও রাজস্থানে অন্তত ২০ শিশুর মৃত্যু দূষিত কফ সিরাপ খেয়ে। কফ সিরাপে বিষাক্ত ডাইইথিলিন গ্লাইকোল মেলায় উদ্বিগ্ন WHO। সংস্থার মালিক গ্রেফতার, উৎপাদন বন্ধের নির্দেশ।

‘ক্লাস নাইনে নয়, আরও আগে থেকেই যৌন শিক্ষা জরুরি’— গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

শিশুদের জন্য ক্লাস নাইনের পর নয়, বরং আরও অল্প বয়স থেকেই যৌন শিক্ষা চালুর পরামর্শ সুপ্রিম কোর্টের। কৈশোরে হরমোনজনিত পরিবর্তন সম্পর্কে সচেতন করাই লক্ষ্য, জানাল আদালত।

আরও পড়ুন

নেদারল্যান্ডসের সহায়তায় রাজ্যে ২ বিশেষ ফুলচাষ কেন্দ্র! নদিয়া ও দার্জিলিংয়ে গড়ে উঠছে ফ্লোরিকালচার সেন্টার ফর এক্সেলেন্স

রাজ্যের ফুলচাষে নতুন দিগন্ত! নেদারল্যান্ডসের সহায়তায় নদিয়ার আয়েশপুর ও দার্জিলিংয়ের মংপুতে গড়ে উঠছে ২টি ফ্লোরিকালচার সেন্টার ফর এক্সেলেন্স। আধুনিক প্রযুক্তিতে প্রশিক্ষণ পাবেন রাজ্যের ফুলচাষীরা।

পঞ্চদশ অর্থ কমিশনের তহবিল থেকে ৬৮০ কোটি টাকা পেল বাংলা! খরচ হবে পঞ্চায়েত উন্নয়নে 

পঞ্চদশ অর্থ কমিশনের আওতায় পশ্চিমবঙ্গ পেল ৬৮০ কোটি ৭১ লক্ষ টাকা। রাজ্যের গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের জন্য বরাদ্দ এই অর্থ ‘সংযুক্ত অনুদান’ খাতে ব্যবহৃত হবে।

বিদায়ের পথে বর্ষা, শেষবেলায় বিক্ষিপ্ত বৃষ্টি, কোন কোন জেলায়?

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী রাজ্যে বর্ষা বিদায় নিচ্ছে এ সপ্তাহের শেষে। বৃহস্পতিবার থেকে কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে বাতাসে আর্দ্রতার জন্য গরম ও অস্বস্তি বাড়বে।