Homeখবরদেশঅনলাইনে অনুমতি ছাড়া ব্যক্তিগত ছবি বা ভিডিয়ো প্রকাশ বন্ধে কেন্দ্রের নতুন নির্দেশিকা,...

অনলাইনে অনুমতি ছাড়া ব্যক্তিগত ছবি বা ভিডিয়ো প্রকাশ বন্ধে কেন্দ্রের নতুন নির্দেশিকা, ২৪ ঘণ্টার মধ্যেই মুছে ফেলতে হবে কনটেন্ট

প্রকাশিত

অনলাইনে অনুমতি ছাড়া কারও ব্যক্তিগত ছবি বা ভিডিয়ো প্রকাশ ও প্রচার রুখতে বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার। এই ধরনের ঘটনা আটকাতে একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (SOP) বা আদর্শ কার্যপদ্ধতি জারি করেছে ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক (MeitY)। মাদ্রাজ হাইকোর্টের নির্দেশের পরই এই পদক্ষেপ করা হয়েছে।

এই নির্দেশ আসে এক মহিলা আইনজীবীর মামলার ভিত্তিতে। অভিযোগ ছিল, ওই আইনজীবীর ব্যক্তিগত ছবি তাঁর প্রেমিক অনুমতি ছাড়াই অনলাইনে ছড়িয়ে দিয়েছিলেন। সেই ঘটনার পরই মাদ্রাজ হাইকোর্ট কেন্দ্রকে নির্দেশ দেয় এই ধরনের ঘটনা রুখতে একটি নির্দিষ্ট গাইডলাইন তৈরি করতে।

কেন্দ্রের জারি করা এই নতুন আদর্শ কার্যপদ্ধতিতে বলা হয়েছে —

২৪ ঘণ্টার মধ্যে পদক্ষেপ 

অভিযোগ পাওয়ার পর অনলাইন প্ল্যাটফর্মগুলিকে ওই ছবি বা ভিডিয়ো অবিলম্বে, সর্বোচ্চ ২৪ ঘণ্টার মধ্যে সরিয়ে ফেলতে হবে। একই সঙ্গে তা যেন পুনরায় কোনওভাবে শেয়ার না হয়, সে ব্যবস্থাও নিতে হবে।

সহযোগিতা ও অভিযোগ জানানোর পথ

ভুক্তভোগী মহিলা ও শিশুকল্যাণ মন্ত্রকের অধীনস্থ ‘ওয়ান স্টপ সেন্টার’ (OSC)-এর সঙ্গে যোগাযোগ করতে পারবেন। এছাড়াও, অভিযোগ জানানো যাবে ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টাল (NCRP)-এর মাধ্যমে।

আইনি সহায়তা ও কাউন্সেলিং

ওয়ান স্টপ সেন্টারগুলি অভিযোগ পাওয়ার পর ভুক্তভোগীকে আইনি পরামর্শ, মানসিক কাউন্সেলিং এবং প্রয়োজনে পুলিশে অভিযোগ দায়ের করতে সহযোগিতা করবে।

গ্রিভান্স রেডরেসাল মেকানিজম

ভুক্তভোগী অনলাইন প্ল্যাটফর্মের গ্রিভান্স অফিসার-এর কাছে অভিযোগ জানাতে পারবেন। যদি তাতে সন্তুষ্ট না হন, তাহলে বিষয়টি গ্রিভান্স আপিল কমিটি (GAC)-র কাছে তোলা যাবে।

দ্রুত পুলিশি ব্যবস্থা

এনসিসিআই (Non-Consensual Intimate Imagery) সংক্রান্ত অভিযোগ পেলে পুলিশকে অবিলম্বে NCRP-তে রিপোর্ট করতে হবে। অভিযোগকারী এফআইআর দায়ের করতে চাইলে, তাও দ্রুততার সঙ্গে ব্যবস্থা নিতে হবে।

কেন্দ্রের এই পদক্ষেপ অনলাইন হয়রানি ও ব্যক্তিগত গোপনীয়তা রক্ষায় এক বড় পদক্ষেপ বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। তাঁদের মতে, এই নির্দেশিকা কার্যকর হলে সোশ্যাল মিডিয়ায় অনুমতি ছাড়া ব্যক্তিগত কনটেন্ট ছড়িয়ে দেওয়ার প্রবণতা অনেকটাই নিয়ন্ত্রণে আসবে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

সমালোচনার মুখে পড়ে দ্বিতীয় প্রেস কনফারেন্সে নারী সাংবাদিকদের আমন্ত্রণ আফগান বিদেশমন্ত্রীর

ভারতে নারী সাংবাদিকদের বাদ দিয়ে প্রেস কনফারেন্স করায় বিতর্কে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। তীব্র সমালোচনার পর রবিবার আবার আয়োজন করেন অন্তর্ভুক্তিমূলক সাংবাদিক বৈঠকের। কেন্দ্র জানাল, তাদের কোনও ভূমিকা ছিল না ওই অনুষ্ঠানে।

চিকিৎসা শিক্ষায় বড় পদক্ষেপ! আইআইটি খড়গপুরে শুরু হবে এমডি কোর্স, এনএমসি-র অনুমোদনের অপেক্ষা

আইআইটি খড়গপুর চিকিৎসা শিক্ষায় নতুন অধ্যায় শুরু করতে চলেছে। এনএমসি-র অনুমোদন পেলেই শুরু হবে প্রথম এমডি (Doctor of Medicine) কোর্স। আধুনিক সুবিধাসম্পন্ন স্যামা প্রসাদ মুখোপাধ্যায় হাসপাতালে হবে প্রশিক্ষণ।

দুর্গাপুরে মেডিক্যাল কাণ্ডে , গ্রেফতার ৩ — সহপাঠীও জড়িত, চলছে তল্লাশি

দুর্গাপুরের বেসরকারি মেডিক্যাল কলেজে ওড়িশার এক ছাত্রীর উপর গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩ জন। ধৃতদের মধ্যে সহপাঠীও রয়েছে। ঘটনায় তীব্র ক্ষোভে ফুঁসছে দুই রাজ্য।

অক্টোবর-নভেম্বরে শিশুর ঠান্ডা-কাশি-জ্বরের মরশুম! সতর্ক থাকুন, জানুন প্রতিরোধ ও যত্নের ঘরোয়া উপায়

অক্টোবর-নভেম্বরে আবহাওয়া বদলের সঙ্গে বাড়ছে ভাইরাল সংক্রমণের ঝুঁকি। বিশেষ করে ছোট শিশুদের ক্ষেত্রে ঠান্ডা-কাশি-জ্বরের সময় সতর্ক থাকুন। জানুন সহজ উপায়ে প্রতিরোধ ও যত্নের ঘরোয়া টিপস।

আরও পড়ুন

সমালোচনার মুখে পড়ে দ্বিতীয় প্রেস কনফারেন্সে নারী সাংবাদিকদের আমন্ত্রণ আফগান বিদেশমন্ত্রীর

ভারতে নারী সাংবাদিকদের বাদ দিয়ে প্রেস কনফারেন্স করায় বিতর্কে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। তীব্র সমালোচনার পর রবিবার আবার আয়োজন করেন অন্তর্ভুক্তিমূলক সাংবাদিক বৈঠকের। কেন্দ্র জানাল, তাদের কোনও ভূমিকা ছিল না ওই অনুষ্ঠানে।

দিল্লিতে তালিবান বিদেশমন্ত্রীর সাংবাদিক বৈঠকে নিষিদ্ধ মহিলা সাংবাদিকরা, কী বলল বিদেশ মন্ত্রক?

দিল্লিতে আফগান বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকির সাংবাদিক বৈঠকে মহিলা সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ করা হয়। ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন পি. চিদম্বরম, প্রিয়াঙ্কা গান্ধী ও মহুয়া মৈত্র। ভারতীয় বিদেশ মন্ত্রক জানিয়েছে, ওই বৈঠকে ভারতের কোনও ভূমিকা ছিল না।

‘ক্লাস নাইনে নয়, আরও আগে থেকেই যৌন শিক্ষা জরুরি’— গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

শিশুদের জন্য ক্লাস নাইনের পর নয়, বরং আরও অল্প বয়স থেকেই যৌন শিক্ষা চালুর পরামর্শ সুপ্রিম কোর্টের। কৈশোরে হরমোনজনিত পরিবর্তন সম্পর্কে সচেতন করাই লক্ষ্য, জানাল আদালত।