আলোর উৎসব দীপাবলিতে ঘরসাজাতে জোরকদমে চলছে কেনাকাটা

মিষ্টির আদলে মোমের প্রদীপ। ছবি- রাজীব বসু

হাতে গোনা আর কয়েকদিন পরে আলোর উৎসব দীপাবলি। সেই দীপাবলিতে পঞ্চপ্রদীপ ও আলোকমালায় সাজিয়ে তোলেন বাড়ি-ঘর। তাই ইতিমধ্যে আলোর উৎসবে ঘর সাজিয়ে তুলতে কেনাকাটা শুরু হয়েছে জোর কদমে। বড়বাজারে ক্রেতাদের ভিড় নজরকাড়ার মতো। সেই ছবি ক্যামেরাবন্দি করেছেন রাজীব বসু

1রঙবাহারি মোমবাতি তৈরি চলছে

  1. কারখানায় তরল মোমবাতি ঢালা হচ্ছে ছাঁচে।

2কারিগররা ব্যস্ত মোমবাতি তৈরিতে

2. ছাঁচ থেকে বার করে মোমবাতিতে ফিনিশং টাচ দেওয়া চলছে।

3রংবেরং-এর মোমবাতি

3. বিক্রির জন্য তৈরি রংবেরং-এর মোমবাতি।

দেওয়ালির বিক্রিবাটা

4. দেওয়ালির বিক্রিবাটা চলছে বড়বাজারে

দেওয়ালির লক্ষ্মী-গণেশ

5. দেওয়ালির লক্ষ্মী-গণেশ বিক্রি হচ্ছে বড়বাজারে

4দেওয়ালির বিদ্যুতিক প্রদীপ

৬. বৈদ্যুতচালিত প্রদীপ চাহিদাই তুঙ্গে। চলছে কেনাকাটা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.