হাতে গোনা আর কয়েকদিন পরে আলোর উৎসব দীপাবলি। সেই দীপাবলিতে পঞ্চপ্রদীপ ও আলোকমালায় সাজিয়ে তোলেন বাড়ি-ঘর। তাই ইতিমধ্যে আলোর উৎসবে ঘর সাজিয়ে তুলতে কেনাকাটা শুরু হয়েছে জোর কদমে। বড়বাজারে ক্রেতাদের ভিড় নজরকাড়ার মতো। সেই ছবি ক্যামেরাবন্দি করেছেন রাজীব বসু।
3 রংবেরং-এর মোমবাতি
3. বিক্রির জন্য তৈরি রংবেরং-এর মোমবাতি।
দেওয়ালির বিক্রিবাটা
4. দেওয়ালির বিক্রিবাটা চলছে বড়বাজারে
দেওয়ালির লক্ষ্মী-গণেশ
5. দেওয়ালির লক্ষ্মী-গণেশ বিক্রি হচ্ছে বড়বাজারে