Home দীপাবলি-কালীপুজো আলোর উৎসব দীপাবলিতে ঘরসাজাতে জোরকদমে চলছে কেনাকাটা

আলোর উৎসব দীপাবলিতে ঘরসাজাতে জোরকদমে চলছে কেনাকাটা

মিষ্টির আদলে মোমের প্রদীপ। ছবি- রাজীব বসু

হাতে গোনা আর কয়েকদিন পরে আলোর উৎসব দীপাবলি। সেই দীপাবলিতে পঞ্চপ্রদীপ ও আলোকমালায় সাজিয়ে তোলেন বাড়ি-ঘর। তাই ইতিমধ্যে আলোর উৎসবে ঘর সাজিয়ে তুলতে কেনাকাটা শুরু হয়েছে জোর কদমে। বড়বাজারে ক্রেতাদের ভিড় নজরকাড়ার মতো। সেই ছবি ক্যামেরাবন্দি করেছেন রাজীব বসু

1 রঙবাহারি মোমবাতি তৈরি চলছে

  1. কারখানায় তরল মোমবাতি ঢালা হচ্ছে ছাঁচে।

2 কারিগররা ব্যস্ত মোমবাতি তৈরিতে

2. ছাঁচ থেকে বার করে মোমবাতিতে ফিনিশং টাচ দেওয়া চলছে।

3 রংবেরং-এর মোমবাতি

3. বিক্রির জন্য তৈরি রংবেরং-এর মোমবাতি।

দেওয়ালির বিক্রিবাটা

4. দেওয়ালির বিক্রিবাটা চলছে বড়বাজারে

দেওয়ালির লক্ষ্মী-গণেশ

5. দেওয়ালির লক্ষ্মী-গণেশ বিক্রি হচ্ছে বড়বাজারে

4 দেওয়ালির বিদ্যুতিক প্রদীপ

৬. বৈদ্যুতচালিত প্রদীপ চাহিদাই তুঙ্গে। চলছে কেনাকাটা।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version