Homeখেলাধুলোক্রিকেটঅস্ট্রেলিয়া সফরে গিয়ে প্রথম একদিনের ম্যাচেই নাস্তানাবুদ শুভমন গিলেরা

অস্ট্রেলিয়া সফরে গিয়ে প্রথম একদিনের ম্যাচেই নাস্তানাবুদ শুভমন গিলেরা

প্রকাশিত

ভারত: ১৩৬-৯ (২৬ ওভার) (কে এল রাহুল ৩৬, অক্ষর পটেল ৩১, জোশ হ্যাজলউড ২-২০, মিচেল ওয়েন ২-২০)
অস্ট্রেলিয়া: ১৩১-৩ (২১.১ওভার) (মিচেল মার্শ ৪৬ অপরাজিত, জোশ ফিলিপ ৩৭, ওয়াশিংটন সুন্দর ১-১৪)

খবর অনলাইন ডেস্ক: একদিনের ম্যাচে অধিনায়ক হিসাবে শুরুটা ভালো হল না শুভমন গিলের। অস্ট্রেলিয়া সফরে গিয়ে প্রথম ম্যাচেই মুখ থুবড়ে পড়ল ভারত। তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে পার্থে ৭ উইকেটে ধরাশায়ী হলেন গিলেরা।

খারাপ আবহাওয়ার জন্য ম্যাচ নামিয়ে আনা হয় ২৬ ওভারে। প্রথমে ব্যাট করে ভারত করে ৯ উইকেটে ১৩৬ রান। বিরাট কোহলি, রোহিত শর্মার মতো তারকা ক্রিকেটার দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেটের আসরে খেলতে নেমে পুরোপুরি ব্যর্থ হলেন। কে এল রাহুল আর অক্ষর পটেলের ব্যাটে সামান্য যা রান এল। বাকি সব ব্যাটার ব্যর্থ, এমনকি অধিনায়ক স্বয়ং। ডি এল পদ্ধতি অনুসারে অস্ট্রলিয়ার জয়ের লক্ষ্যমাত্রা দাঁড়ায় নির্ধারিত ২৬ ওভারে ১৩১ রান। অস্ট্রেলিয়া ২১.১ ওভারে সেই রান তুলে নেয়। ৫২ বলে ৪৬ রান করে নট আউট থেকে ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ হন মিচেল মার্শ।

রবিবার সকাল থেকেই পার্থের আবহাওয়া ছিল মেঘলা। ফলে টস ছিল গুরুত্বপূর্ণ। টসে আরও এক বার হারলেন শুভমন। স্বাভাবিক ভাবেই টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠাল অস্ট্রেলিয়া। নিয়মিত ব্যবধানে ভারতের উইকেট পড়তে থাকে। ৮ রানের মাথায় জোশ হ্যাজলউডের বলে স্লিপে ক্যাচ দিয়ে ফিরে গেলেন রোহিত। আর কোহলি তো খাতাই খুলতে পারলেন না। সেই পুরনো রোগ। মিচেল স্টার্কের অফ স্টাম্পের বাইরের বল খেলতে গিয়ে ব্যর্থ হলেন। পয়েন্টে ক্যাচ ধরলেন কুপার কোনোলি।

দুই উইকেট পড়ার পর বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়। খেলা শুরু হওয়ার পর আউট হন শুভমন। ১০ রান করে লেগ স্টাম্পের বাইরের বল খেলতে গিয়ে উইকেটরক্ষককে ক্যাচ দেন। একই ভাবে আউট হন শ্রেয়স আয়ার ১১ রান করে। চার উইকেট পড়ার পর বৃষ্টির জন্য খেলা দীর্ঘক্ষণ বন্ধ থাকে। ফলে খেলা কমে দাঁড়ায় ৩২ ওভারে এবং পরে আরও কমে হয় ২৬ ওভার।

বৃষ্টির পরে খেলা শুরু হলে অক্ষর পটেল ও লোকেশ রাহুল আপ্রাণ চেষ্টা করেন দ্রুত রান তোলার এবং দলের রান ভদ্রস্থ জায়গায় নিয়ে যাওয়ার। তাঁদের ব্যাটে ১০০ পার হয় ভারতের। শেষ দিকে নীতীশ রেড্ডির ১৯ রান ভারতকে ১৩৬ রানে নিয়ে যায়। কিন্তু ডাকওয়ার্থ-লুইস নিয়মে ভারতের রান হয় ১৩০। অস্ট্রেলিয়ার হ্যাজলউড, মিচেল ওয়েন ও ম্যাথু কুহনেমান ২টি করে উইকেট নেন।

লক্ষ্য খুব একটা বেশি ছিল না। সেই লক্ষ্যে সহজেই পৌঁছে গেল অস্ট্রেলিয়া। অন্যতম ওপেনার ট্র্যাভিস হেড প্রথম ওভারেই দু’টি চার মারেন। কিন্তু পরের ওভারে অর্শদীপ সিংহের বলে বড় শট মারতে গিয়ে আউট হন তিনি। তিন নম্বরে নেমে ম্যাথু শর্টও বেশি রান পাননি। তাঁকে আউট করেন অক্ষর।

শেষ পর্যন্ত দায়িত্ব কাঁধে তুলে নেন অধিনায়ক মিচেল মার্শ। পার্থ তাঁর ঘরের মাঠ। জোশ ফিলিপের সঙ্গে জুটি বেঁধে মার্শ দলের রান নিয়ে যান ৯৯-এ। ২৯ বলে ৩৭ রান করে ওয়াশিংটন সুন্দরের বলে অর্শদীপকে ক্যাচ দিয়ে ফিরে যান ফিলিপ। মার্শ বাকি কাজ সমাধা করেন ম্যাট রেনশ’র সঙ্গে জুটি বেঁধে। দু’জনে নট আউট থাকেন যথাক্রমে ৪৬ ও ১৯ রানে। ২৯ বল বাকি থাকতে ম্যাচ জিতে যায় অস্ট্রেলিয়া।

আরও পড়ুন: অভিমন্যু ৭১ অপরাজিত, শামির ৪ উইকেট রনজি ম্যাচে উত্তরাখণ্ডকে ৮ উইকেটে হারাল বাংলা

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ঢাকার শাহজালাল বিমানবন্দরের ভয়াবহ আগুনে পুড়েছে প্রায় ২ হাজার কোটি টাকার পণ্য, পোশাক রপ্তানিতে বড় ধাক্কা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেল প্রায় ২ হাজার কোটি টাকার পণ্য। তৈরি পোশাকের স্যাম্পল, ওষুধের কাঁচামাল, কৃষিপণ্যসহ বহু রপ্তানিযোগ্য সামগ্রী ছাই হয়ে গেছে। অন্তত এক মাস রপ্তানি প্রক্রিয়া পিছিয়ে যাওয়ার আশঙ্কা, পথে বসেছেন বহু ব্যবসায়ী।

এক চিকিৎসকের আট বছরের লড়াইয়ে বড় জয়, ভুয়ো ওআরএস-এর উপর নিষেধাজ্ঞা জারি করল FSSAI, আসল চিনবেন কী করে?

হায়দরাবাদের শিশু-রোগ বিশেষজ্ঞ ডা. শিবরঞ্জনী সন্তোষের দীর্ঘ লড়াইয়ের ফলে বড় পদক্ষেপ নিল FSSAI। WHO-র নির্ধারিত মান না মেনে ‘ORS’ নামে বিক্রি হওয়া পানীয়ের উপর নিষেধাজ্ঞা জারি করা হল। শিশুদের জন্য বিপজ্জনক এই মিষ্টি পানীয় নিয়ে শুরু হয়েছিল তাঁর আইনি লড়াই প্রায় এক দশক আগে।

চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে টাইব্রেকারে হারিয়ে ২২ বছর পর আইএফএ শিল্ড ঘরে তুলল মোহনবাগান

২২ বছর পর আইএফএ শিল্ড জিতল মোহনবাগান। ফাইনালে ইস্টবেঙ্গলকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে মরশুমের তৃতীয় ডার্বিতে জয় পেল সবুজ-মেরুন। বিশাল কাইথ হলেন নায়ক।

অভিমন্যু ৭১ অপরাজিত, শামির ৪ উইকেট রনজি ম্যাচে উত্তরাখণ্ডকে ৮ উইকেটে হারাল বাংলা

অভিমন্যু ঈশ্বরণ ও মহম্মদ শামির দুর্দান্ত পারফরম্যান্সে রনজি ট্রফিতে উত্তরাখণ্ডকে ৮ উইকেটে হারাল বাংলা। শামি নিলেন ৭ উইকেট, ম্যাচের সেরা তিনি।

আরও পড়ুন

অভিমন্যু ৭১ অপরাজিত, শামির ৪ উইকেট রনজি ম্যাচে উত্তরাখণ্ডকে ৮ উইকেটে হারাল বাংলা

অভিমন্যু ঈশ্বরণ ও মহম্মদ শামির দুর্দান্ত পারফরম্যান্সে রনজি ট্রফিতে উত্তরাখণ্ডকে ৮ উইকেটে হারাল বাংলা। শামি নিলেন ৭ উইকেট, ম্যাচের সেরা তিনি।

সুদীপের ৯৮ ও সুমন্তের অপরাজিত ৮২ রানের দৌলতে রনজিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা

রনজি ট্রফিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা। সুদীপ চট্টোপাধ্যায়ের ৯৮ ও সুমন্ত গুপ্তের অপরাজিত ৮২ রানের দৌলতে প্রথম ইনিংসে ৬১ রানে লিড। শুক্রবার লিড আরও বাড়ানোর লক্ষ্য বাংলার।

আজ থেকে শুরু হচ্ছে রনজি, বাংলার প্রথম খেলা উত্তরাখণ্ডের বিরুদ্ধে, দলে শামি, আকাশ দীপ, ঈশ্বরন

এলিট স্তরে রয়েছে ৩২টি দল। তাদের চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। বাংলা রয়েছে গ্রুপ সি-তে। গত তিনবারের চ্যাম্পিয়ন বিদর্ভ রয়েছে গ্রুপ এ-তে।