Homeখবরকলকাতাএসআইআর আতঙ্কে জন্ম-মৃত্যু সার্টিফিকেট নেওয়ার ভিড়, হায়রানি রুখতে ব্যবস্থা নিচ্ছে পুরসভা, আশ্বাস...

এসআইআর আতঙ্কে জন্ম-মৃত্যু সার্টিফিকেট নেওয়ার ভিড়, হায়রানি রুখতে ব্যবস্থা নিচ্ছে পুরসভা, আশ্বাস মেয়রের

প্রকাশিত

এসআইআর আতঙ্কে জন্ম-মৃত্যু সার্টিফিকেট নেওয়ার ভিড়, কারও যাতে হায়রানি না হয়, ব্যবস্থা নিচ্ছে কলকাতা পুরসভা, আশ্বাস মেয়রের 

বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই রাজ্যে জন্ম ও মৃত্যু সনদের চাহিদা কয়েকগুণ বেড়েছে। নাগরিকত্ব প্রমাণের জন্য প্রয়োজনীয় নথি সংগ্রহে হুড়োহুড়ি শুরু হওয়ায় কলকাতা পুরসভার মূল দপ্তরে লম্বা লাইন দেখা যাচ্ছে প্রতিদিন। এই পরিস্থিতিতে মেয়র ফিরহাদ হাকিম আশ্বাস দিয়েছেন, চাহিদা সামলাতে পুরসভা কার্যকর ব্যবস্থা নিচ্ছে।

শুক্রবার মেয়র বলেন, “এসআইআরের আতঙ্ক একেবারেই অযৌক্তিক। বিজেপি অকারণেই ভয় ছড়াচ্ছে। তৃণমূল কংগ্রেস এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে কোনও বৈধ নাগরিকের অধিকার কেউ কেড়ে নিতে পারবে না।”

জন্ম-মৃত্যু সনদের চাহিদায় ভিড়

কলকাতা পুরসভার সদর দপ্তরে গত কয়েকদিন ধরে জন্ম ও মৃত্যু সনদের বিভাগে ভিড় অস্বাভাবিকভাবে বেড়েছে। অনেক নাগরিক পুরনো সার্টিফিকেট সংগ্রহ করতে চাইছেন, যা ভোটার তালিকা সংশোধনে প্রমাণ হিসেবে লাগবে বলে ধারণা করছেন তাঁরা।

পুরসভা সূত্রে খবর, এই চাহিদার সুযোগে সক্রিয় হয়ে উঠেছে দালালচক্র, যারা নাগরিকদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগে জড়িত। একাধিক নাগরিক জানিয়েছেন, অনলাইন আবেদন করলেও চ্যাটবট পরিষেবা ধীরগতির কারণে আবেদন সম্পূর্ণ করা যাচ্ছে না।

 চ্যাটবট পরিষেবা ও পুরসভার নজরদারি

কোভিড পরবর্তী সময়ে কলকাতা পুরসভার জন্ম-মৃত্যু সনদের আবেদন চ্যাটবট মারফত অনলাইনে করা বাধ্যতামূলক। কিন্তু সম্প্রতি একসঙ্গে বিপুল পরিমাণ আবেদন জমা পড়ায় সার্ভিসটি প্রায় অচল অবস্থায় পৌঁছেছে।

পুরসভার স্বাস্থ্য দপ্তরের এক আধিকারিক জানিয়েছেন, “চ্যাটবট পরিষেবায় ভিড় বেড়ে যাওয়ায় পরিষেবা ধীর হচ্ছে। আমরা দিনে যতটা সম্ভব আবেদন গ্রহণের চেষ্টা করছি। মেয়র ও ডেপুটি মেয়র অতীন ঘোষ দু’জনেই দপ্তরকে সতর্ক থাকতে বলেছেন যাতে নাগরিকদের কোনও রকম হয়রানি না হয়।”

 দালালচক্রের সক্রিয়তা

একজন সিনিয়র পুরকর্মকর্তা জানিয়েছেন, “এসআইআরের পর জন্ম-মৃত্যু সনদের জন্য হুড়োহুড়ির সুযোগ নিয়ে কিছু দালালচক্র সক্রিয় হয়ে উঠেছে। আমরা অভিযোগ পাচ্ছি যে আবেদনকারীদের ভয় দেখিয়ে বা বিলম্ব ঘটিয়ে অর্থ আদায় করা হচ্ছে। পুরসভা বিষয়টি নজরে রেখেছে এবং দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”

 রাজনৈতিক প্রতিক্রিয়া

মেয়র ফিরহাদ হাকিম এই পরিস্থিতির জন্য সরাসরি বিজেপিকে দায়ী করে বলেন,
“এসআইআর নিয়ে অকারণ আতঙ্ক ছড়ানো হচ্ছে। তার ফলেই নাগরিকরা ভিড় করছেন জন্ম-মৃত্যু সনদের কাউন্টারে। কলকাতা পুরসভা সর্বোচ্চ সতর্কতা নিচ্ছে যাতে কেউ হয়রানির শিকার না হন।”

আরও পড়ুন: উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টারে পাশের হার ৯৩.৭২%, ২০১১ সালের পর সর্বোচ্চ; প্রথম স্থানে দু’জন, দু’জনেই পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের ছাত্র

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: গোলশূন্য ডার্বি, মোহনবাগানকে আটকে সেমিফাইনালে ইস্টবেঙ্গল

ভুবনেশ্বর: শুক্রবার ভুবনেশ্বরে আয়োজিত এআইএফএফ সুপার কাপের গ্রুপ ‘এ’-এর শেষ ম্যাচে ঐতিহ্যবাহী কলকাতা ডার্বিতে...

শনিবার ভোর ৪টা ২৫ মিনিটে ইতিহাস! মুক্তি পেল জুবিন গার্গের স্বপ্নের ছবি ‘রৈ রৈ বিনালে’

অরূপ চক্রবর্তী, গুয়াহাটি: কখনও কখনও কোনো শিল্পী শুধুমাত্র মানুষ নন, হয়ে ওঠেন এক অনুভূতি,...

অভিষেক শর্মার ৩৭ বলে ৬৮ কাজে দিল না, দ্বিতীয় একদিনের ম্যাচে ভারতকে মাত করল অস্ট্রেলিয়া

ভারত: ১২৫ (১৮.৪ ওভার) (অভিষেক শর্মা ৬৮, হর্ষিত রানা ৩৫, জোশ হ্যাজলউড ৩-১৩, নাথান...

নাথুলা-সহ ইন্দো-চিন সীমান্তে মরশুমের প্রথম তুষারপাত, সিকিমে লাল সতর্কতা জারি, পর্যটকদের ভ্রমণে মানা

নাথুলা, কাপুপ ও চাঙ্গু লেকে মৌসুমের প্রথম ভারী তুষারপাত। সিকিমে লাল সতর্কতা জারি করেছে আইএমডি। তুষার জমে যান চলাচলে বিপত্তি।

আরও পড়ুন

ছটপূজোর পর নিউমার্কেটে বেআইনি হকারদের বিরুদ্ধে কড়া অভিযান, ফের পথে নামছে কলকাতা পুরসভা

নিউমার্কেটের আশপাশে ফের বেআইনি হকারদের দাপট। ছটপূজোর পরই রাস্তাঘাট ও ফুটপাত দখলমুক্ত করতে নামছে কলকাতা পুরসভা। টাউন ভেন্ডিং কমিটি ও কলকাতা পুলিশের যৌথ অভিযানের পরিকল্পনা নেওয়া হয়েছে।

মহানগরীতে অন্য ধরনের ভাইফোঁটা: প্রখ্যাত আলোকচিত্রী ক্যামেরায়

খবর অনলাইন ডেস্ক: বৃহস্পতিবার ছিল ভাইফোঁটা। ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে তাঁদের দীর্ঘায়ু কামনা করলেন...

শতবর্ষে স্মরণ অভিনেতা সন্তোষ দত্তকে, কলকাতা চলচ্চিত্র উৎসবে বিশেষ প্রদর্শনী

‘জটায়ু’-খ্যাত অভিনেতা সন্তোষ দত্তের জন্মশতবর্ষে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আয়োজিত হচ্ছে বিশেষ আলোকচিত্র প্রদর্শনী। নাতি পি রাজ জানিয়েছেন, প্রয়োজনে তিনি বিরল ছবি ও স্মারক সামগ্রী উৎসব আয়োজকদের সঙ্গে ভাগ করবেন।