Homeখেলাধুলোক্রিকেটওয়াশিংটন-অক্ষরের দাপটে সিরিজ ২-১ করল ভারত, চতুর্থ টি২০ ম্যাচে ধরাশায়ী অস্ট্রেলিয়া

ওয়াশিংটন-অক্ষরের দাপটে সিরিজ ২-১ করল ভারত, চতুর্থ টি২০ ম্যাচে ধরাশায়ী অস্ট্রেলিয়া

প্রকাশিত

ভারত: ১৬৭-৮ (শুভমন গিল ৪৬, অভিষেক শর্মা ২৮, নাথান এলিস ৩-২১, অ্যাডাম জাম্পা ৩-৪৫)

অস্ট্রেলিয়া: ১১৯ (১৮.২ ওভার) (মিচেল মার্শ ৩০, ওয়াশিংটন সুন্দর ৩-৩, অক্ষর পটেল ২-২০, শিবম দুবে ২-২০)

গোল্ড কোস্ট (অস্ট্রেলিয়া): ব্যাটারদের ব্যর্থতা ঢেকে দিলেন বোলাররা। এনে দিলেন কাঙ্ক্ষিত জয়। ভারত প্রথমে ব্যাট করে লড়াই করার মতো রান করতে পারেনি। আর জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে খারাপ শুরু করেনি অস্ট্রেলিয়া। কিন্তু শেষ ছয় উইকেট হারায় মাত্র ২৮ রানে। ফলে ৪৮ রানে হেরে গিয়ে সিরিজ হাতছাড়া করে ফেলল তারা। ভারত এগিয়ে গেল ২-১ ফলে। পাঁচ ম্যাচের সিরিজে শেষ ম্যাচ ব্রিসবেনে শনিবার, ৮ নভেম্বর। সেই ম্যাচ অস্ট্রেলিয়া জিতলেও সিরিজের ফল দাঁড়াবে ২-২।

বৃহস্পতিবার গোল্ড কোস্টের কারারা ওভালে প্রথমে ব্যাট করে ভারত করে ৮ উইকেটে ১৬৭ রান। জয়ের লক্ষ্যমাত্রা তাড়া করতে গিয়ে ১০ বল বাকি থাকতেই অস্ট্রেলিয়ার ইনিংস শেষ হয়ে যায় ১১৯ রানে। ওয়াশিংটন সুন্দরের বলের (৩ রানে ৩ উইকেট) দাপটে এবং অক্ষর পটেলের অলরাউন্ড পারফরম্যান্সে (১১ বলে ২১ রান এবং ২০ রানে ২ উইকেট) ধরাশায়ী হয় অস্ট্রেলিয়া। ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ হন অক্ষর।

ব্যাটিংয়ের শুরুটা খারাপ করেননি অভিষেক ও শুভমন। ছবি BCCI ‘X’ থেকে নেওয়া।

আবার টসে ভারতের হার

বৃহস্পতিবার আবার টসে হারে ভারত এবং যথারীতি সূর্যকুমারদের ব্যাট করতে পাঠান মিচেল মার্শ। শুরুতেই বেঁচে যান অভিষেক শর্মা। ইনিংসের প্রথম ওভারের দ্বিতীয় বল। বেন দারশুইসের বলে সহজ ক্যাচ ছাড়েন জ্যাভিয়ের বার্টলেট। সেই সুযোগ কাজে লাগিয়ে অভিষেক ও শুভমন গিল দলের রান ৬.৪ ওভারে নিয়ে যান ৫৬-য়। অ্যাডাম জাম্পার বলে টিম ডেভিডকে ক্যাচ দিয়ে অভিষেক (২১ বলে ২৮ রান) ফিরে গেলে শুভমনের সঙ্গী হন শিবম দুবে।

পরবর্তী ২.৫ ওভারে যোগ হয় ৩২ রান। নাথান এলিসের শিকার হন শিবম (১৮ বলে ২২ রান)। শুভমনের সঙ্গে হাল ধরেন অধিনায়ক সূর্য। ইনিংসে ৩৩ রান যোগ হওয়ার পর ৪ রানের জন্য অর্ধশত রান মাঠে রেখে ফিরে যান শুভমন (৩৯ বলে ৪৬ রান)। তিনিও এলিসের বলে বোল্ড হন। মাত্র ৪ রান যোগ হতেই প্যাভিলিয়নের পথ ধরেন সূর্য (১০ বলে ২০ রান)। এর পর ভারতের ইনিংস এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব বর্তায় তিলক বর্মা ও জিতেশ শর্মার উপর।

দলের ১২৫ রানে সূর্য ফিরে যাওয়ার পর শেষ ৪.৯ ওভারে ভারত যোগ করে ৪২ রান। হারায় আরও ৪ উইকেট। একমাত্র অক্ষর পটেল (১১ বলে ২১ রান) ছাড়া কেউই বিশেষ কিছু করতে পারেনি। অস্ট্রেলিয়ার হয়ে ৩টি করে উইকেট দখল করেন নাথান এলিস (২১ রান) এবং অ্যাডাম জাম্পা (৪৫ রান)।

‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ অক্ষর পটেলকে অভিনন্দন অধিনায়কের। ছবিন BCCI ‘X’ তঘেকে নেওয়া।

অস্ট্রেলিয়ার সহজ আত্মসমর্পণ

জয়ের জন্য খেলতে নেমে অস্ট্রেলিয়া প্রথম চার উইকেটে করে ৯১ রান। জয় তখন ৭৭ রান দূরে। হাতে ৬ উইকেট এবং ৮.৩ ওভার। মূলত অধিনায়ক মিচেল মার্শ (২৪ বলে ৩০ রান) এবং ম্যাথু শর্টের ব্যাটিং অস্ট্রেলিয়াকে লড়াইয়ে রেখেছিল। কিন্তু অস্ট্রেলিয়ার শেষ ৮.৩ ওভারে যে মাত্র ২৮ রান উঠবে, তা কল্পনাও করা যায়নি। অস্ট্রেলিয়ার প্রথম চার উইকেট তুলে নেন অক্ষর আর শিবম দুবে (২০ রানে ২ উইকেট)। আর শেষ দিকে ধস নামিয়ে দিলেন ওয়াশিংটন। মাত্র ৮টি বলে দখল করলেন ৩ উইকেট। রান দিলেন মাত্র ৩। অস্ট্রেলিয়া গুঁড়িয়ে গেল।

আরও পড়ুন

অর্শদীপের বল আর ওয়াশিংটনের ব্যাটের জোরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি২০ সিরিজে সমতা ফেরালেন সূর্যেরা

অভিষেক শর্মার ৩৭ বলে ৬৮ কাজে দিল না, দ্বিতীয় টি২০ ম্যাচে ভারতকে মাত করল অস্ট্রেলিয়া

ক্যানবেরায় বৃষ্টিতে ভেসে গেল অস্ট্রেলিয়া-ভারত প্রথম টি-টোয়েন্টি

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

জেএনইউ ছাত্রসংসদ নির্বাচনে বাম ঝড়, চারটি পদই বাম ঐক্যের দখলে

নয়াদিল্লি: জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ) ছাত্র সংসদ নির্বাচনে আবার বাম ঐক্যের জয়জয়কার। চারটি মূল...

এইচএমআই-তে উদ্বোধন, সি এক্সপ্লোরার্স ইনস্টিটিউটের উদ্যোগে পেন্টাথেলন প্রতিযোগিতার সূচনা সান্দাকফু থেকে

খবর অনলাইন ডেস্ক: সি এক্সপ্লোরার্স ইনস্টিটিউট ২০২৫ সালে আবার তাদের অনন্য ও চ্যালেঞ্জিং পেন্টাথেলন...

সংস্কৃতি, উৎসব, প্রকৃতি—দুর্গরাজ্য রাজস্থানকে পিছনে ফেলে পর্যটক টানতে এগিয়ে বাংলা

রাজস্থানের ঐতিহ্য আর দুর্গ নয়, এখন পর্যটকদের আকর্ষণ বৈচিত্র্য ও সংস্কৃতি। ২০২৪ সালে বিদেশি পর্যটকে দেশের দ্বিতীয় স্থানে পশ্চিমবঙ্গ।

মা চলচ্চিত্র পরিচালক মীরা নায়ার, বাবা লেখক মাহমুদ মামদানি, নিউইয়র্কের মেয়রের জীবন যেন বিশ্বনাগরিকের প্রতিচ্ছবি

আমেরিকার ইতিহাসে এক নতুন অধ্যায় রচনা করলেন ভারতীয় বংশোদ্ভূত বামপন্থী নেতা জোহরান মামদানি (Zohran...

আরও পড়ুন

বিশ্বকাপজয়ী রিচা ও দীপ্তিকে সংবর্ধনা দেবে ইস্টবেঙ্গল! বাংলার গর্বকে অভিনন্দন ক্লাবের

মহিলাদের বিশ্বকাপজয়ী দলের দুই সদস্য রিচা ঘোষ ও দীপ্তি শর্মাকে সংবর্ধনা দেবে ইস্টবেঙ্গল ক্লাব। বাংলার মহিলাদের ক্রিকেটে তাঁদের অবদানকে সম্মান জানাতেই এই সিদ্ধান্ত।

বিশ্বকাপে ভারতের অভাবনীয় সাফল্যে অভিনন্দন জানালেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী

খবর অনলাইন ডেস্ক: একদিনের ক্রিকেটে বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ইতিহাস গড়ল ভারতের মহিলা...

বিশ্বকাপে ছক্কার রেকর্ডে রিচা ঘোষ, ডটিন–লিজেল লিকে ছুঁয়ে ইতিহাস গড়লেন বাঙালি ব্যাটার

ফাইনাল ম্যাচে ছোট ইনিংস হলেও রিচা ঘোষ যা করে দেখালেন, তা ভারতের ক্রিকেট ইতিহাসে...