হেমন্তই বার্তা দিচ্ছে শীত আর বেশি দূরে নেই। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকালবেলা এখনই মিলছে হালকা শীতের অনুভূতি। তার মধ্যেই আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গে আগামী দু’দিনে তিন থেকে চার ডিগ্রি তাপমাত্রা নামতে পারে।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, রাজ্যের উত্তর ও দক্ষিণ— দুই ভাগেই আপাতত থাকবে শুকনো আবহাওয়া। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে দক্ষিণবঙ্গে তাপমাত্রা কমার সঙ্গে সঙ্গে সকালে হালকা শিরশিরে হাওয়া আরও স্পষ্ট হতে পারে। পরবর্তী তিন দিন তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
অন্যদিকে, উত্তরবঙ্গে কুয়াশার সতর্কতা জারি হয়েছে শনিবারের জন্য। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা দিতে পারে। এর ফলে সকালের দৃশ্যমানতা ৯৯৯ মিটার থেকে নেমে ২০০ মিটার পর্যন্ত কমে আসতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস।
উত্তরবঙ্গেও আগামী দু’দিনে তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি কমবে, তার পরের তিন দিনে তেমন কোনও হেরফের হবে না।
কলকাতার তাপমাত্রা এখনও স্বাভাবিকের ওপরে। শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ০.৪ ডিগ্রি বেশি। শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ০.৪ ডিগ্রি কম।আবহাওয়াবিদদের মতে, যদি আগামী দু’দিনে আরও কয়েক ডিগ্রি পারদ নামে, তাহলে রাতের তাপমাত্রা স্বাভাবিকের নীচে নেমে গিয়ে শীতের আনুষ্ঠানিক সূচনা হতে পারে। তবে এখনও পর্যন্ত উত্তুরে হাওয়া প্রবেশ নিয়ে কোনও ঘোষণা করেনি আলিপুর আবহাওয়া দফতর।


