Homeখবরকলকাতা৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা ছবি কিউবার ‘টু দ্য ওয়েস্ট ইন...

৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা ছবি কিউবার ‘টু দ্য ওয়েস্ট ইন জাপ্টা’, গৌতম ঘোষকে আজীবন সম্মাননা

৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ঘোষিত পুরস্কার তালিকায় আরও স্থান পেয়েছে শ্রীলঙ্কা, ক্রোয়েশিয়া ও ভারতের একাধিক চলচ্চিত্র।

প্রকাশিত

খবর অনলাইন ডেস্ক: ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (KIFF) পর্দা নামল বৃহস্পতিবার। এবারের উৎসবে আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে ‘ইনোভেশন ইন মুভিং ইমেজেস’ শাখায় সেরা চলচ্চিত্রের মর্যাদাপূর্ণ গোল্ডেন রয়্যাল বেঙ্গল টাইগার পুরস্কার জিতে নিল কিউবার পরিচালক ডেভিড বিম-এর (David Bim) ছবি ‘টু দ্য ওয়েস্ট ইন জাপ্টা’ (To the West in Zapata)।

একই বিভাগে সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন শ্রীলঙ্কার ললিত রথনায়কে (Lalith Rathnayake), তাঁর চলচ্চিত্র ‘রিভারস্টোন’-এর (Riverstone) জন্য। অন্য দিকে ক্রোয়েশিয়ার ইভোনা জুকা (Ivona Juka) পরিচালিত ‘বিউটিফুল ইভিনিং, বিউটিফুল ডে’ (Beautiful Evening, Beautiful Day) ছবিটি পেয়েছে বিশেষ জুরি পুরস্কার।

‘টু দ্য ওয়েস্ট ইন জাপ্টা’ ছবিটি এ বছর আরও একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি অর্জন করেছে — আন্তর্জাতিক চলচ্চিত্র সমালোচক সংঘ ‘ফিপ্রেসকি’ (FIPRESCI) পুরস্কার।

উৎসবের অন্যতম আকর্ষণ ছিল গৌতম ঘোষকে আজীবন সম্মাননা (Lifetime Achievement Award) প্রদান, যা এই বছর ‘ফিপ্রেসকি’-র শতবর্ষ উদ্‌যাপনের অংশ হিসেবে দেওয়া হয়। ‘পার’, ‘পদ্মানদীর মাঝি’, ‘কালবেলা’, ‘মনের মানুষ’, ‘রাঘীর’ ও ‘অন্তর্জলি যাত্রা’-র মতো কালজয়ী ছবির পরিচালক হিসেবে গৌতম ঘোষ আন্তর্জাতিক ভাবে সমাদৃত।

ভারতীয় বিভাগে সেরা তথ্যচিত্রের পুরস্কার পেয়েছে জয়দীপ ব্যানার্জি পরিচালিত ‘বিজয়ী যাপনের পাঠকথা’। বাংলা প্যানোরামা বিভাগে চন্দ্রাশিস রায় পরিচালিত ‘পড়শি’’ সেরা চলচ্চিত্র হিসেবে নির্বাচিত হয়েছে। এ ছাড়া ‘নেটপ্যাক’ (NETPAC) বিভাগে শিবরঞ্জিনীর ‘ভিক্টোরিয়া’ (Victoria) ছবিটি সেরা ভারতীয় চলচ্চিত্রের সম্মান পেয়েছে।

বক্তৃতা দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চে হঠাৎ হাজির তিনি।  

মুখ্যমন্ত্রীর হঠাৎ উপস্থিতি

সমাপনী অনুষ্ঠানে সকলকে চমকে দিয়ে হঠাৎ উপস্থিত হন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবীন্দ্র সদন চত্বরে আয়োজিত এই জাঁকজমকপূর্ণ সমাপ্তি অনুষ্ঠানে তিনি বলেন, “হলিউড-বলিউডের মতো সম্পদ হয়তো আমাদের নেই, কিন্তু কলকাতা দেশের সাংস্কৃতিক রাজধানী। বিনিয়োগ বাড়লে বাংলা সিনেমাও আরও উচ্চতায় পৌঁছোবে।”

তিনি চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজকদের পশ্চিমবঙ্গে আসার আহ্বান জানিয়ে বলেন, “বাঙালির প্রতিভার কোনো অভাব নেই। আমরা সংস্কৃতির ক্ষেত্রে অগ্রগামী।”

৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবারও প্রমাণ করল, বাংলা এবং কলকাতা আজও বিশ্ব সিনেমার মানচিত্রে এক অনন্য জায়গা ধরে রেখেছে।

ছবি: রাজীব বসু

আরও পড়ুন

কলকাতায় শুরু হয়েছে চলচ্চিত্র উৎসব, চলবে ১৩ নভেম্বর পর্যন্ত, দেখানো হবে ২১৫টি ছবি 

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ইডেনে স্পিন আক্রমণে ভরসা ভারতের, একাদশ চূড়ান্ত হবে শুক্রবার উইকেট দেখার পর: শুভমন গিল

খবর অনলাইন ডেস্ক: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ইডেন টেস্টে ভারতের চূড়ান্ত একাদশ নির্ধারণ করা হবে...

২০২৬ সালে আইসিএসই ও আইএসসি পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ, ফেব্রুয়ারি থেকেই শুরু বোর্ড পরীক্ষা

২০২৬ সালের আইসিএসই ও আইএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ করল CISCE। দশম শ্রেণির পরীক্ষা শুরু ১৭ ফেব্রুয়ারি এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষা শুরু ১২ ফেব্রুয়ারি। কত দিন চলবে পরীক্ষা, কতজন পরীক্ষার্থী বসবে— জেনে নিন বিস্তারিত।

বিশ্বে সর্বাধিক যক্ষ্মা রোগী ভারতে, তবুও সংক্রমণ কমেছে ২১% — WHO-র গ্লোবাল টিবি রিপোর্টে মিশ্র চিত্র

WHO-র টিবি রিপোর্টে উঠে এসেছে, বিশ্বে সর্বাধিক যক্ষ্মা রোগী ভারতের। তবে গত ৯ বছরে টিবি সংক্রমণ কমেছে ২১%। চিকিৎসা কভারেজ, মৃত্যুহার হ্রাস এবং TB Mukt Bharat অভিযানেও অগ্রগতির ছবি উঠে এসেছে।

মমতা বন্দ্যোপাধ্যায়কে জাপানের বিশ্ববিদ্যালয়ের তরফে সাম্মানিক ডি লিট প্রদান, মুখ্যমন্ত্রীর ঝুলিতে চারটি সম্মান  

খবর অনলাইন ডেস্ক: নারীর সক্ষমতায়ন এবং আধুনিক পশ্চিমবঙ্গ রূপায়ণে তাঁর অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ জাপানের...

আরও পড়ুন

হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন ধর্মেন্দ্র! পরিবারের সিদ্ধান্তে চিকিৎসা চলবে বাড়িতেই

দীর্ঘ চিকিৎসার পর মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতাল থেকে ছাড়া পেলেন অভিনেতা ধর্মেন্দ্র। শ্বাসকষ্টজনিত কারণে ভর্তি ছিলেন তিনি। বর্তমানে স্থিতিশীল, চিকিৎসা চলবে বাড়িতেই। মিথ্যা মৃত্যুর গুজব উড়িয়ে দিলেন ঈশা দেওল।

বলিউড অভিনেতা প্রেম চোপড়া হাসপাতালে, অবস্থা স্থিতিশীল

খবর অনলাইন ডেস্ক: ধর্মেন্দ্রের হাসপাতালে ভর্তি হওয়ার খবরের মাঝেই আরও একটি উদ্বেগের খবর। বলিউডের...

ধর্মেন্দ্র হাসপাতালে, হেমা মালিনী জানালেন পর্যবেক্ষণে রয়েছেন

খবর অনলাইন ডেস্ক: বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্রকে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছে...