Homeপ্রযুক্তিPhonePe-তে মিলছে ChatGPT পরিষেবা

PhonePe-তে মিলছে ChatGPT পরিষেবা

PhonePe এখন থেকে ChatGPT ইন্টিগ্রেশন দিচ্ছে। ব্যবহারকারীরা AI অ্যাসিস্ট্যান্টের সাহায্যে অ্যাপের একাধিক কাজ, সুপারিশ ও কাস্টমার সাপোর্ট পাবেন। ব্যবসায়িক ব্যবহারকারীদের জন্যও পরিষেবা চালু।

প্রকাশিত

অনলাইন পেমেন্ট ও ফিনটেক পরিষেবায় বড় পদক্ষেপ নিল PhonePe। জনপ্রিয় AI প্ল্যাটফর্ম ChatGPT-র সঙ্গে আনুষ্ঠানিক চুক্তির ঘোষণা করল সংস্থাটি। এর ফলে PhonePe-র সব ব্যবহারকারী এবার থেকে অ্যাপের মধ্যেই ChatGPT ব্যবহার করতে পারবেন। অর্থাৎ, ChatGPT-র মাধ্যমে যে ধরনের কাজ সাধারণত করা যায়—তথ্য অনুসন্ধান, লেখা তৈরি, প্রশ্নোত্তর, সিদ্ধান্তে সহায়তা—তার সমস্ত সুবিধা মিলবে PhonePe অ্যাপেই। শুধু তাই নয়, AI অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করে অ্যাপের একাধিক কাজ স্বয়ংক্রিয়ভাবে করিয়ে নেওয়া যাবে বলে জানিয়েছে সংস্থা।

PhonePe-র বক্তব্য, অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারকারীদের হাতের নাগালে পৌঁছে দেওয়াই এই সহযোগিতার মূল উদ্দেশ্য। ChatGPT ইন্টিগ্রেশন যুক্ত হওয়ার ফলে ব্যবহারকারীরা অ্যাপ ব্যবহারের সময় আরও কনটেক্সট-অওয়্যার বা তথ্যসংগত সহায়তা পাবেন। দৈনন্দিন অর্থনৈতিক কাজ, পেমেন্ট, বিল পে, বা লেনদেন সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়াও আরও সহজ হবে। ব্যবহারকারীরা AI-ভিত্তিক পার্সোনালাইজড রেকমেন্ডেশন পাবেন এবং কাস্টমার সাপোর্টেও ChatGPT প্রযুক্তি ব্যবহার করা হবে।

শুধু সাধারণ ব্যবহারকারী নন, PhonePe For Business ব্যবহারকারীরাও এই পরিষেবা পাবেন। ফলে ব্যবসায়ী ও বিক্রেতারা তাঁদের অ্যাপে দ্রুত সহায়তা এবং নির্দেশিকা পেতে পারবেন। পাশাপাশি ChatGPT থাকবে Indus Appstore—PhonePe-এর নিজস্ব অ্যান্ড্রয়েড অ্যাপ মার্কেটপ্লেসেও। এই ইন্টিগ্রেশন ভারতীয় ব্যবহারকারীদের ডিজিটাল পরিষেবা ব্যবহারে নতুন অভিজ্ঞতা দেবে বলে মনে করছে প্রযুক্তি মহল।

PhonePe-র মতে, আর্থিক পরিষেবায় AI-এর ব্যবহার ভবিষ্যতের দিশা দেখাবে, আর এই চুক্তি সেই পরিবর্তনের অন্যতম বড় ধাপ।

আরও পড়ুন: এআই প্রযুক্তির সাহায্যে ফুসফুসের সমস্যায় ভোগা ৭১ বছরের রোগী প্রাণ বাঁচালেন চিকিৎসকরা

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আইপ্যাকের সল্টলেক দফতর ও কর্ণধারের বাড়িতে ইডি-র হানা, অভিযানস্থলে মুখ্যমন্ত্রী মমতা ও পুলিশ কমিশনার

সল্টলেকের সেক্টর ফাইভে আইপ্যাকের দফতর ও কর্ণধার প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়িতে ইডি-র তল্লাশি। কয়লাপাচার কাণ্ডের পুরনো মামলার সূত্রে এই অভিযান ঘিরে রাজ্য রাজনীতিতে জোর চাঞ্চল্য।

শুরু হচ্ছে সাবর্ণ রায়চৌধুরী পরিবার পর্ষদ আয়োজিত ২০তম কলকাতা আন্তর্জাতিক ইতিহাস উৎসব

২০তম কলকাতা আন্তর্জাতিক ইতিহাস ও ঐতিহ্য প্রদর্শনী ২০২৬-এ বিশেষ আকর্ষণ ‘ফেমাস পিপল রেট্রোস্পেকটিভ’। দুর্লভ নথি ও স্মারকের মাধ্যমে তুলে ধরা হবে বিশিষ্ট ব্যক্তিত্বদের জীবন ও অবদান।

আইএসআই ক্যাম্পাসে গাছ কাটা নিয়ে বিতর্ক, কীসের ভিত্তিতে অনুমতি, তদন্তে নামল বন উন্নয়ন পর্ষদ

কলকাতার আইএসআই ক্যাম্পাসে একাধিক গাছ কাটার সিদ্ধান্ত ঘিরে বিতর্ক। কেন গাছ কাটা হল ও কী ভাবে অনুমতি মিলল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করল পশ্চিমবঙ্গ বন উন্নয়ন পর্ষদ।

নতুন বছরের শুরুতেই সুখবর বেঙ্গল সাফারিতে, বিপন্নপ্রায় ম্যানড্রিলের সফল প্রজনন

নতুন বছরের শুরুতেই সুখবর বেঙ্গল সাফারিতে। শিলিগুড়িতে বিপন্নপ্রায় ম্যানড্রিলের সফল প্রজনন। মা ও শাবক দু’জনেই সুস্থ, খুশি বনদপ্তর ও জু কর্তৃপক্ষ।

আরও পড়ুন

ভারতীয় ব্যবহারকারীদের জন্য বিনামূল্যে ভয়েজ মেল চালু করছে ট্রু কলার, বাংলাসহ ১২ ভাষায় ট্রান্সক্রিপশন সুবিধা

ভারতের অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য বিনামূল্যে ভয়েজ মেল ফিচার চালু করছে ট্রু কলার। বাংলাসহ ১২টি ভারতীয় ভাষায় ভয়েজ মেল ট্রান্সক্রিপশন, স্প্যাম কল রুখতে এআই কল স্ক্যানার ও ফ্যামিলি প্রোটেকশন ফিচার আসছে।

অফলাইন আধার যাচাইয়ে ইতি! হোটেল–ইভেন্ট অর্গানাইজারের জন্য বাধ্যতামূলক QR ভিত্তিক পরিচয় যাচাই

নাগরিকদের ব্যক্তিগত তথ্য সুরক্ষায় বড় পদক্ষেপ UIDAI-এর। হোটেল ও ইভেন্ট অর্গানাইজারদের আর অফলাইনে আধার সংগ্রহ নয়—এবার বাধ্যতামূলক রেজিস্ট্রেশন করে QR স্ক্যানেই যাচাই। আসছে নতুন আধার কার্ড, যেখানে থাকবে শুধু ছবি ও QR কোড। জালিয়াতি রুখতে শক্তিশালী নিরাপত্তাব্যবস্থা।

সাইবার জালিয়াতি আটকাতে কঠোর পদক্ষেপ: হোয়াটসঅ্যাপ–টেলিগ্রাম–সিগন্যাল ব্যবহারে নতুন নিয়ম, ওয়েব ৬ ঘণ্টায় লগআউট

সাইবার প্রতারণা রুখতে কেন্দ্রীয় সরকারের নতুন নির্দেশিকা চালু। হোয়াটসঅ্যাপ ওয়েব ৬ ঘণ্টায় স্বয়ংক্রিয় লগআউট হবে এবং অ্যাপ ব্যবহার করতে লাগবে সক্রিয় সিম। টেলিকম দফতর ২৮ নভেম্বর এই নিয়ম জারি করেছে।