Homeখবরদেশ‘সীমান্ত বদলাতেও পারে, একদিন সিন্ধু ভারতের সঙ্গে যুক্ত হতে পারে’: রাজনাথ সিংহ

‘সীমান্ত বদলাতেও পারে, একদিন সিন্ধু ভারতের সঙ্গে যুক্ত হতে পারে’: রাজনাথ সিংহ

জাতীয় সঙ্গীতের উদ্ধৃতি দিয়ে তিনি উল্লেখ করেন, “আজও আমরা গর্ব করে গাই—‘পাঞ্জাব, সিন্ধ, গুজরাট, মরাঠা’। এই উচ্চারণ চিরকাল থাকবে।”

প্রকাশিত

খবর অনলাইন ডেস্ক: বিজেপির বর্ষীয়ান নেতা এল কে আডবাণীর মন্তব্য উদ্ধৃত করে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ বলেন, সাংস্কৃতিকভাবে সিন্ধু ভারতের অবিচ্ছেদ্য অংশ এবং ভবিষ্যতে সীমান্ত পরিবর্তনের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। রবিবার তিনি এই মন্তব্য করেন।

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ বলেছেন, “সীমান্ত বদলাতেও পারে” এবং “একদিন সিন্ধু আবার ভারতের সঙ্গে যুক্ত হতে পারে।” আডবাণীর মন্তব্য উদ্ধৃত করে তিনি জানান যে সিন্ধুর বিচ্ছেদ এখনও অনেক সিন্ধি হিন্দুর মনে বেদনার কারণ।

দিল্লিতে সিন্ধি সম্প্রদায় আয়োজিত একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজনাথ সিংহ বলেন, “আডবাণীজি তাঁর এক বইয়ে লিখেছেন যে সিন্ধি হিন্দুরা, বিশেষ করে তাঁর প্রজন্মের মানুষ, এখনও সিন্ধুর বিচ্ছেদ মেনে নিতে পারেননি।” তিনি আরও উল্লেখ করেন যে, হাজার হাজার বছর ধরে সিন্ধু নদ ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ।

রাজনাথ বলেন, “আজ সিন্ধু ভূমি ভারতের অংশ না হলেও সভ্যতার দিক থেকে সিন্ধুর সঙ্গে ভারতের সম্পর্ক চিরস্থায়ী। আর ভূমির কথা বলতে গেলে—সীমান্ত বদলাতেও পারে। কে জানে, আগামীকাল সিন্ধু আবার ভারতের সঙ্গে যুক্ত হতে পারে।” তাঁর মতে, সিন্ধু নদ ও সিন্ধি জনগোষ্ঠী ভারতের সাংস্কৃতিক পরিচয়ের গুরুত্বপূর্ণ উপাদান।

তিনি বলেন, ১৯৪৭ সালের দেশভাগের পর সিন্ধু নদীর বড় অংশ ও সম্পূর্ণ সিন্ধু প্রদেশ পাকিস্তানের অন্তর্ভুক্ত হলেও ভারতের কাছে ‘সিন্ধু, সিন্ধ এবং সিন্ধি’ আজও সমান গুরুত্বপূর্ণ।

জাতীয় সঙ্গীতের উদ্ধৃতি দিয়ে তিনি উল্লেখ করেন, “আজও আমরা গর্ব করে গাই—‘পাঞ্জাব, সিন্ধ, গুজরাট, মরাঠা’। এই উচ্চারণ চিরকাল থাকবে।”

এ প্রসঙ্গে তিনি জানান, ২০১৭ সালের একটি অনুষ্ঠানে এল কে আডবাণীও বলেছিলেন, “সিন্ধু ছাড়া ভারতকে অসম্পূর্ণ মনে হয়।” আডবাণী, যিনি ১৯২৭ সালে করাচিতে জন্মগ্রহণ করেন, বহু বার তাঁর জন্মভূমির বিচ্ছেদ নিয়ে দুঃখ প্রকাশ করেছেন।

অনুষ্ঠানে রাজনাথ সিংহ বলেন, “সিন্ধুর সঙ্গে ভারতের সম্পর্ক কেবল ভৌগোলিক নয়, গভীর সাংস্কৃতিক ঐতিহ্যেও নিহিত।”

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বায়ুদূষণ ও স্মার্টফোনে বাড়ছে শিশুদের অ্যাংজাইটি ঝুঁকি

শীত বাড়তেই বায়ুদূষণের প্রভাব পড়ছে মানসিক স্বাস্থ্যে। নয়াদিল্লির এইমস ও সিঙ্গাপুরের গবেষণায় উঠে এসেছে, দূষিত বাতাস ও ছোট বয়সে স্মার্টফোন ব্যবহারে শিশুদের অ্যাংজাইটি ও প্যানিক অ্যাটাকের ঝুঁকি বাড়ছে।

দক্ষিণবঙ্গে শীতে শীর্ষে কল্যাণী, আর কতদিন কনকনে ঠান্ডা?

দক্ষিণবঙ্গে শীতের দাপট চরমে। শ্রীনিকেতনকে পিছনে ফেলে শীতলতম এলাকা হল নদিয়ার কল্যাণী। কলকাতা সহ গোটা রাজ্যে কুয়াশা ও তাপমাত্রা আরও কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

ভারত-নিউজিল্যান্ড প্রথম একদিনের ম্যাচ: বল হাতে জেমিসনের জাদু সত্ত্বেও কোহলি-শুভমন-ঋষভের দাপটে এল জয়

নিউজিল্যান্ড: ৩০০-৮ (ড্যারিল মিচেল ৮৪, হেনরি নিকোলস ৬২, ডেভন কোনওয়ে ৫৪, মহম্মদ সিরাজ ২-৪০,...

পরিবেশ সচেতনতার বার্তা দিতে ‘সবুজপুকুর মেলা’ অনুষ্ঠিত হল ঢাকুরিয়া যুবতীর্থ শিশু উদ্যানে

নিজস্ব প্রতিনিধি:  দীর্ঘ প্রচেষ্টার পর গড়ফা-ঢাকুরিয়া-হালতু অঞ্চলে সবুজপুকুর জলাশয়ের সংরক্ষণ করা সম্ভব হয়েছে। চলতি...

আরও পড়ুন

এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে তৃণমূল সাংসদ ডেরেক, সময়সীমা বাড়ানোর আর্জি

বাংলায় এসআইআর প্রক্রিয়া নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। সময়সীমা বাড়ানোর আর্জি, নির্বাচন কমিশনের বিরুদ্ধে একাধিক পদ্ধতিগত অনিয়মের অভিযোগ।

কর্নাটকে প্রথম বার ধরা পড়ল বিরল ‘স্যান্ডালউড লেপার্ড’, ট্র্যাপ ক্যামেরায় চন্দনরঙা চিতাবাঘ

দক্ষিণ আফ্রিকা ও তাঞ্জানিয়ার পরে এবার কর্নাটকের বিজয়নগর জেলায় প্রথম বার দেখা মিলল বিরল চন্দনরঙা বা ‘স্যান্ডালউড লেপার্ড’-এর। জিনগত কারণেই লালচে গোলাপি রঙ, মত বিজ্ঞানীদের।

উমর খালিদের জামিন নাকচ: ‘এটাই বিকশিত ভারত—প্রতিবাদ করলেই জেল’, কংগ্রেসের তীব্র কটাক্ষ

দিল্লি দাঙ্গা মামলায় উমর খালিদ ও শারজিল ইমামের জামিন খারিজ করল সুপ্রিম কোর্ট। পাঁচ অভিযুক্ত পেলেন জামিন। রায় ঘিরে কংগ্রেস-বিজেপির তীব্র প্রতিক্রিয়া।