Homeরাজ্যদঃ ২৪ পরগনাসুন্দরবনে ২৩ জানুয়ারি থেকে শুরু পাখি উৎসব, চলবে ২৭ জানুয়ারি পর্যন্ত; আবেদন...

সুন্দরবনে ২৩ জানুয়ারি থেকে শুরু পাখি উৎসব, চলবে ২৭ জানুয়ারি পর্যন্ত; আবেদন প্রক্রিয়া শুরু করলো এসটিআর

প্রকাশিত

আগামী ২৩ জানুয়ারি ২০২৬ থেকে সুন্দরবনে শুরু হতে চলেছে বহুল প্রতীক্ষিত পাখি উৎসব। চলবে ২৭ জানুয়ারি পর্যন্ত। ইতিমধ্যেই উৎসবে অংশগ্রহণের আবেদন প্রক্রিয়া শুরু করেছে সুন্দরবন টাইগার রিজার্ভ (এসটিআর)। ২৫ নভেম্বর থেকে অনলাইনে আবেদন গ্রহণের জন্য চালু করা হয়েছে দুটি অফিসিয়াল প্ল্যাটফর্ম।

এসটিআর সূত্রের খবর, এবারের উৎসব পাঁচ দিনের হবে। প্রথম বছর তিন দিন, দ্বিতীয় বছর চার দিন এবং তৃতীয় বছর পাঁচ দিন ধরে উৎসব চলেছিল। গতবারের তুমুল সাড়া পাওয়ার পর এ বছরও উৎসব পাঁচ দিনের রাখার সিদ্ধান্ত করেছে বনদফতর।

১৪৫ প্রজাতির পাখি, দর্শন ৫ হাজারের বেশি—রেকর্ড তৈরি সুন্দরবনে

প্রথম পাখি উৎসবের সমীক্ষা বিশ্লেষণে বনদফতর জানিয়েছিল, সুন্দরবনে দেখা মিলেছে ১৪৫ প্রজাতির পাখির। সেই উৎসবে অংশগ্রহণকারীরা তিন দিনে প্রত্যক্ষ করেছিলেন প্রায় ৫ হাজারেরও বেশি পাখি
গতবার মোট ৫০৬৫টি পাখির দর্শন পেয়েছিলেন পাখিপ্রেমীরা। এ বছর উৎসব দীর্ঘ হওয়ায় পাখিদর্শনের সংখ্যা আরও বাড়বে বলেই আশাবাদী দফতরের আধিকারিকরা।

উৎসবে প্রতি বছর বাড়ছে আবেদনকারীর সংখ্যা

প্রথম বছর ছ’টি দলে ৩৪ জন অংশগ্রহণের অনুমতি পেয়েছিলেন।
দ্বিতীয় বছরে অনুমতি দেওয়া হয়েছিল ৮টি দলকে
তৃতীয় বছর অর্থাৎ ২০২৫ সালে ৬টি দলের মোট ২৪ জন অংশগ্রহণ করেছিলেন।

এসটিআর জানিয়েছে, এবছরও ৬টি দলে মোট ২৪ জন পাখিপ্রেমীকে মাঠে নামার অনুমতি দেওয়া হবে। মাথাপিছু খরচ প্রায় ১৫ হাজার টাকা

পাখিদের নিরাপত্তায় বাড়তি নজরদারি

গত বছরের পাখি উৎসবের অভিজ্ঞতার ভিত্তিতে বনদফতর বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে পাখির নিরাপত্তার স্বার্থে।
শীতের মরশুমে পরিযায়ী পাখিদের সুন্দরবন ও আশপাশে নিরাপত্তা নিশ্চিত করতে—

  • টহলদারি বৃদ্ধি,
  • শিকার রোধে কঠোর নজরদারি,
  • স্থানীয় গ্রামবাসীদের সচেতনতা বৃদ্ধি

—এই তিন দিকেই জোর দিচ্ছে বনদফতর।

সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের এক আধিকারিক জানান,
“গতবার উৎসবে ব্যাপক সাড়া মিলেছিল। এবারও তাই সুন্দরবনে পাখি উৎসব শুরু হচ্ছে। পাখিদের নিরাপদ রাখাই আমাদের প্রধান লক্ষ্য।”

কীভাবে আবেদন করবেন

এবার সুন্দরবন টাইগার রিজার্ভ অনলাইনেই আবেদন ব্যবস্থা চালু করেছে। আবেদন করা যাবে এই দুটি অফিসিয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে—

২১ ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। ওয়েবসাইটে উৎসব, যাতায়াত, অংশগ্রহণ ফি ও সময়সূচি সম্পর্কিত সমস্ত বিস্তারিত তথ্য আপলোড করা হয়েছে বলে জানিয়েছে এসটিআর।

সুন্দরবনের অনন্য পাখি জীববৈচিত্র্যকে সামনে রেখে এই উৎসব এখন শুধু সমীক্ষা বা পাখি–দর্শনের অনুষ্ঠান নয়; বরং পাখি সংরক্ষণের একটি গুরুত্বপূর্ণ বার্ষিক উদ্যোগে পরিণত হয়েছে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বায়ুদূষণ ও স্মার্টফোনে বাড়ছে শিশুদের অ্যাংজাইটি ঝুঁকি

শীত বাড়তেই বায়ুদূষণের প্রভাব পড়ছে মানসিক স্বাস্থ্যে। নয়াদিল্লির এইমস ও সিঙ্গাপুরের গবেষণায় উঠে এসেছে, দূষিত বাতাস ও ছোট বয়সে স্মার্টফোন ব্যবহারে শিশুদের অ্যাংজাইটি ও প্যানিক অ্যাটাকের ঝুঁকি বাড়ছে।

দক্ষিণবঙ্গে শীতে শীর্ষে কল্যাণী, আর কতদিন কনকনে ঠান্ডা?

দক্ষিণবঙ্গে শীতের দাপট চরমে। শ্রীনিকেতনকে পিছনে ফেলে শীতলতম এলাকা হল নদিয়ার কল্যাণী। কলকাতা সহ গোটা রাজ্যে কুয়াশা ও তাপমাত্রা আরও কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

ভারত-নিউজিল্যান্ড প্রথম একদিনের ম্যাচ: বল হাতে জেমিসনের জাদু সত্ত্বেও কোহলি-শুভমন-ঋষভের দাপটে এল জয়

নিউজিল্যান্ড: ৩০০-৮ (ড্যারিল মিচেল ৮৪, হেনরি নিকোলস ৬২, ডেভন কোনওয়ে ৫৪, মহম্মদ সিরাজ ২-৪০,...

পরিবেশ সচেতনতার বার্তা দিতে ‘সবুজপুকুর মেলা’ অনুষ্ঠিত হল ঢাকুরিয়া যুবতীর্থ শিশু উদ্যানে

নিজস্ব প্রতিনিধি:  দীর্ঘ প্রচেষ্টার পর গড়ফা-ঢাকুরিয়া-হালতু অঞ্চলে সবুজপুকুর জলাশয়ের সংরক্ষণ করা সম্ভব হয়েছে। চলতি...

আরও পড়ুন

১৮২ বছরের ঐতিহ্যবাহী দার্জিলিংয়ের সেন্ট অ্যান্ড্রুজ চার্চের সংস্কার সম্পন্ন, ভার্চুয়ালি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা

দার্জিলিংয়ের ১৮২ বছরের ঐতিহ্যবাহী সেন্ট অ্যান্ড্রুজ চার্চের সংস্কার কাজ সম্পন্ন হল। প্রায় ১.৫৫ কোটি টাকা ব্যয়ে সংস্কার হওয়া এই চার্চের ভার্চুয়াল উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বিদেশি পর্যটকদের আকর্ষণে দেশে দ্বিতীয় স্থানে বাংলা, মুখ্যমন্ত্রীর প্রশংসা—এই খবর আগেই করেছিল খবর অনলাইন

বিদেশি পর্যটকদের আকর্ষণে দেশে দ্বিতীয় স্থানে পশ্চিমবঙ্গ। India Tourism Data Compendium 2025–এ বাংলার সাফল্য, পর্যটন উন্নয়নে মুখ্যমন্ত্রীর বার্তা।

আন্তর্জাতিক স্বীকৃতি! আইইউসিএন-এর ‘গুড’ রেটিং পেল সিকিমের কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক

সিকিমের কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক আইইউসিএন-এর ন্যাচারাল ওয়ার্ল্ড হেরিটেজ তালিকায় ‘good’ রেটিং পেয়েছে। সংরক্ষণ, জীববৈচিত্র্য ও পরিকল্পনা বাস্তবায়নের জন্য আন্তর্জাতিক স্বীকৃতি।