Homeখবরবিদেশবিশ্বের সর্বাধিক তেল মজুত ভেনেজুয়েলায়, তবু কেন উৎপাদনে পিছিয়ে দক্ষিণ আমেরিকার দেশটি?

বিশ্বের সর্বাধিক তেল মজুত ভেনেজুয়েলায়, তবু কেন উৎপাদনে পিছিয়ে দক্ষিণ আমেরিকার দেশটি?

প্রকাশিত

বিশ্বে প্রমাণিত অপরিশোধিত তেলের সবচেয়ে বড় ভাণ্ডার রয়েছে ভেনেজুয়েলায়। এই বিপুল প্রাকৃতিক সম্পদ গত কয়েক দশক ধরে দেশটির অর্থনীতি, ভূ-রাজনীতি এবং আন্তর্জাতিক গুরুত্ব নির্ধারণ করে এলেও বাস্তবে তেল উৎপাদন এখনও সম্ভাবনার তুলনায় অনেকটাই কম। আন্তর্জাতিক শক্তি সংস্থা এবং OPEC-এর তথ্য অনুযায়ী, ভেনেজুয়েলার প্রমাণিত তেল মজুত প্রায় ৩০৩ বিলিয়ন ব্যারেল— যা বিশ্ব মোট তেল মজুতের প্রায় এক-পঞ্চমাংশ। এই হিসেবে সৌদি আরব, ইরান, কানাডা ও ইরাককেও পিছনে ফেলেছে দক্ষিণ আমেরিকার দেশটি।

অরিনোকো বেল্টেই তেলের আসল ভাণ্ডার

ভেনেজুয়েলার অধিকাংশ তেল রয়েছে দেশের পূর্বাঞ্চলের বিস্তীর্ণ অরিনোকো অয়েল বেল্ট অঞ্চলে। এই এলাকায় মূলত ভারী ও অতিভারী অপরিশোধিত তেল পাওয়া যায়, যা মধ্যপ্রাচ্যের হালকা তেলের তুলনায় ভিন্ন প্রকৃতির। এই ধরনের তেল ব্যবহারের আগে আপগ্রেডিং, মিশ্রণ অথবা বিশেষ পরিশোধন প্রক্রিয়ার প্রয়োজন হয়। ফলে উৎপাদন খরচ এবং প্রযুক্তিগত জটিলতা অনেক বেশি।

তবুও বিশেষজ্ঞদের মতে, অরিনোকো বেল্ট বিশ্বের বৃহত্তম হাইড্রোকার্বন ভাণ্ডারগুলির অন্যতম। এই অঞ্চলই কাগজে-কলমে ভেনেজুয়েলাকে বিশ্বের সবচেয়ে তেলসমৃদ্ধ দেশে পরিণত করেছে।

অর্থনীতির মেরুদণ্ড তেল

দীর্ঘ সময় ধরেই তেল ভেনেজুয়েলার অর্থনীতির মূল চালিকাশক্তি। বিংশ শতাব্দীর বড় অংশ জুড়ে পেট্রোলিয়াম রফতানি থেকেই সরকারের অধিকাংশ রাজস্ব এবং বৈদেশিক মুদ্রা আয় হত। রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা PDVSA একসময় বিশ্বের অন্যতম দক্ষ জাতীয় তেল সংস্থা হিসেবে পরিচিত ছিল। সর্বোচ্চ সময়ে সংস্থাটি দিনে ৩০ লক্ষ ব্যারেলেরও বেশি তেল উৎপাদন করত।

কিন্তু সেই ছবি এখন অনেকটাই বদলে গেছে। দীর্ঘদিন ধরে বিনিয়োগের ঘাটতি, দুর্বল ব্যবস্থাপনা, পরিকাঠামোর অবক্ষয়, দক্ষ কর্মীদের দেশত্যাগ এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞার জেরে উৎপাদন ভয়াবহ ভাবে কমে গেছে। বর্তমানে ভেনেজুয়েলার তেল উৎপাদন দৈনিক ১০ লক্ষ ব্যারেলেরও নিচে বলে অনুমান, যা অতীতের তুলনায় নগণ্য।

মজুত থাকলেও উৎপাদন কম কেন?

বিশেষজ্ঞদের মতে, ভেনেজুয়েলার তেলের ‘বৈপরীত্য’ লুকিয়ে রয়েছে মজুত আর বাস্তব উৎপাদনের ব্যবধানেই। ভারী তেল উত্তোলন ও পরিশোধনে খরচ বেশি, ফলে পর্যাপ্ত বিনিয়োগ ও স্থিতিশীল বাজার না থাকলে তা লাভজনক নয়। তার উপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা বিদেশি অর্থায়ন, আধুনিক প্রযুক্তি এবং রফতানির পথ সীমিত করে দিয়েছে। এর ফলেই PDVSA বড় পরিসরে উৎপাদন বাড়াতে পারছে না।

এই কারণে অনেক দেশ, যাদের তেল মজুত তুলনায় কম, কিন্তু পরিকাঠামো ও বিনিয়োগ পরিবেশ উন্নত— তারা ভেনেজুয়েলার তুলনায় অনেক বেশি তেল উৎপাদন ও রফতানি করতে পারছে।

ভূ-রাজনীতিতে এখনও গুরুত্বপূর্ণ

তবুও ভেনেজুয়েলার তেল সম্পদ আন্তর্জাতিক রাজনীতিতে দেশটিকে গুরুত্বপূর্ণ করে রেখেছে। OPEC-এর প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে ভেনেজুয়েলার প্রতীকী গুরুত্ব এখনও রয়েছে, যদিও উৎপাদন সেই মর্যাদার সঙ্গে তাল মিলিয়ে চলতে পারছে না। বিশ্ববাজারে সরবরাহ সংকট, তেলের দামের হঠাৎ বৃদ্ধি বা নিষেধাজ্ঞা নীতিতে পরিবর্তনের সময় ভেনেজুয়েলার তেল নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়— যা তার অপ্রয়োজিত মজুতের কৌশলগত মূল্যকে সামনে আনে।

সব মিলিয়ে, ভেনেজুয়েলার বিপুল তেল ভাণ্ডার একদিকে যেমন সীমাহীন সম্ভাবনার প্রতীক, তেমনই অন্যদিকে দীর্ঘদিনের রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের প্রতিফলন। যত দিন না বিনিয়োগ, পরিকাঠামো উন্নয়ন এবং রাজনৈতিক স্থিতিশীলতা একসঙ্গে আসে, তত দিন বিশ্বের সবচেয়ে বড় তেল মজুত থাকা সত্ত্বেও ভেনেজুয়েলার উৎপাদন ও অর্থনৈতিক লাভ সীমিতই থেকে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন: ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে সস্ত্রীক বন্দি করে দেশছাড়া করার দাবি ট্রাম্পের, চলছে সামরিক অভিযান

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

অভিযানের বিরোধিতায় পাল্টা হাই কোর্টে আইপ্যাক কর্ণধারের পরিবার, নথি ছিনতাইয়ের অভিযোগে মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে ইডি—শুক্রবার দু’টি মামলার শুনানির সম্ভাবনা

ইডি-র অভিযানের বিরোধিতায় পাল্টা কলকাতা হাই কোর্টে আইপ্যাক কর্ণধারের পরিবার। নথি ছিনতাইয়ের অভিযোগে মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে ইডিও আদালতে। শুক্রবার দু’টি মামলার শুনানি হতে পারে।

আইপ্যাকের সল্টলেক দফতর ও কর্ণধারের বাড়িতে ইডি-র হানা, অভিযানস্থলে মুখ্যমন্ত্রী মমতা ও পুলিশ কমিশনার

সল্টলেকের সেক্টর ফাইভে আইপ্যাকের দফতর ও কর্ণধার প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়িতে ইডি-র তল্লাশি। কয়লাপাচার কাণ্ডের পুরনো মামলার সূত্রে এই অভিযান ঘিরে রাজ্য রাজনীতিতে জোর চাঞ্চল্য।

শুরু হচ্ছে সাবর্ণ রায়চৌধুরী পরিবার পর্ষদ আয়োজিত ২০তম কলকাতা আন্তর্জাতিক ইতিহাস উৎসব

২০তম কলকাতা আন্তর্জাতিক ইতিহাস ও ঐতিহ্য প্রদর্শনী ২০২৬-এ বিশেষ আকর্ষণ ‘ফেমাস পিপল রেট্রোস্পেকটিভ’। দুর্লভ নথি ও স্মারকের মাধ্যমে তুলে ধরা হবে বিশিষ্ট ব্যক্তিত্বদের জীবন ও অবদান।

আইএসআই ক্যাম্পাসে গাছ কাটা নিয়ে বিতর্ক, কীসের ভিত্তিতে অনুমতি, তদন্তে নামল বন উন্নয়ন পর্ষদ

কলকাতার আইএসআই ক্যাম্পাসে একাধিক গাছ কাটার সিদ্ধান্ত ঘিরে বিতর্ক। কেন গাছ কাটা হল ও কী ভাবে অনুমতি মিলল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করল পশ্চিমবঙ্গ বন উন্নয়ন পর্ষদ।

আরও পড়ুন

বিতর্কের কেন্দ্রে ব্রুকলিনের এমডিসি, আইনজীবীরাই যাকে বলেন ‘নরকের মতো’, সেই কারাগারেই মাদুরো

‘নরকের মতো’ বলে পরিচিত নিউইয়র্কের ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে আটক ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। কারাগারের ভয়াবহ অবস্থা ও বিতর্কের বিস্তারিত।

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে সস্ত্রীক বন্দি করে দেশছাড়া করার দাবি ট্রাম্পের, চলছে সামরিক অভিযান

ভেনেজ়ুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে দেশছাড়া করার দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামরিক অভিযান, জরুরি অবস্থা ও আন্তর্জাতিক উদ্বেগ ঘিরে পরিস্থিতি উত্তপ্ত।

২০২৬-এও কি টাকার উপর চাপ অব্যাহত থাকবে? কী বলছেন বিশেষজ্ঞরা

বিশেষজ্ঞদের মতে, যদি ভারত-মার্কিন বাণিজ্যচুক্তিতে অগ্রগতি হয় এবং বিদেশি বিনিয়োগ ফিরতে শুরু করে, তবে ২০২৬ সালের শেষভাগে টাকার দাম কিছুটা ঘুরে দাঁড়িয়ে ₹৮৩–₹৮৪ স্তরে স্থিতিশীল হতে পারে।