কলকাতার গিরিশ মঞ্চে আনুষ্ঠানিকভাবে শুরু হল মিনার্ভা নাট্যসংস্কৃতি চর্চাকেন্দ্র-এর উদ্যোগে আয়োজিত অষ্টম জাতীয় নাট্য উৎসব। পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের সহযোগিতায় আয়োজিত এই নাট্য উৎসবের উদ্বোধন করেন রাজ্যের বিশিষ্ট সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিত্বরা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ও মিনার্ভা নাট্যসংস্কৃতি চর্চাকেন্দ্রের চেয়ারপার্সন ব্রাত্য বসু। এ ছাড়া উপস্থিত ছিলেন মন্ত্রী শশী পাঁজা ও কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিনার্ভা নাট্যসংস্কৃতি চর্চাকেন্দ্রের পক্ষ থেকে অর্পিতা ঘোষ, বিশিষ্ট থিয়েটার ব্যক্তিত্ব দেবাশীষ মজুমদার এবং তথ্য ও সংস্কৃতি দপ্তরের উপ-সচিব কৌস্তভ তরফদার ও অনুপ গায়েন।
উদ্বোধনী ভাষণে ব্রাত্য বসু বলেন, জাতীয় নাট্য উৎসব শুধু একটি সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, বরং দেশের বিভিন্ন প্রান্তের নাট্যচর্চাকে একসূত্রে বেঁধে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। নাট্যচর্চার মাধ্যমে সমাজ ও সময়ের কথা তুলে ধরাই এই উৎসবের মূল লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।
আয়োজকদের মতে, এই উৎসবের মাধ্যমে দেশের বিভিন্ন রাজ্যের নাট্যদল ও নাট্যকর্মীরা তাঁদের সৃজনশীল কাজ দর্শকদের সামনে তুলে ধরার সুযোগ পাবেন। নাট্যচর্চার বিকাশ এবং পারস্পরিক সাংস্কৃতিক বিনিময়ই এই জাতীয় নাট্য উৎসবের মূল উদ্দেশ্য।


