Home নাটক গিরিশ মঞ্চে শুরু অষ্টম জাতীয় নাট্য উৎসব, উদ্বোধন করলেন ব্রাত্য বসু

গিরিশ মঞ্চে শুরু অষ্টম জাতীয় নাট্য উৎসব, উদ্বোধন করলেন ব্রাত্য বসু

ছবি রাজীব বসু

কলকাতার গিরিশ মঞ্চে আনুষ্ঠানিকভাবে শুরু হল মিনার্ভা নাট্যসংস্কৃতি চর্চাকেন্দ্র-এর উদ্যোগে আয়োজিত অষ্টম জাতীয় নাট্য উৎসব। পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের সহযোগিতায় আয়োজিত এই নাট্য উৎসবের উদ্বোধন করেন রাজ্যের বিশিষ্ট সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিত্বরা।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ও মিনার্ভা নাট্যসংস্কৃতি চর্চাকেন্দ্রের চেয়ারপার্সন ব্রাত্য বসু। এ ছাড়া উপস্থিত ছিলেন মন্ত্রী শশী পাঁজা ও কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ

ছবি: রাজীব বসু

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিনার্ভা নাট্যসংস্কৃতি চর্চাকেন্দ্রের পক্ষ থেকে অর্পিতা ঘোষ, বিশিষ্ট থিয়েটার ব্যক্তিত্ব দেবাশীষ মজুমদার এবং তথ্য ও সংস্কৃতি দপ্তরের উপ-সচিব কৌস্তভ তরফদারঅনুপ গায়েন

উদ্বোধনী ভাষণে ব্রাত্য বসু বলেন, জাতীয় নাট্য উৎসব শুধু একটি সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, বরং দেশের বিভিন্ন প্রান্তের নাট্যচর্চাকে একসূত্রে বেঁধে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। নাট্যচর্চার মাধ্যমে সমাজ ও সময়ের কথা তুলে ধরাই এই উৎসবের মূল লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।

আয়োজকদের মতে, এই উৎসবের মাধ্যমে দেশের বিভিন্ন রাজ্যের নাট্যদল ও নাট্যকর্মীরা তাঁদের সৃজনশীল কাজ দর্শকদের সামনে তুলে ধরার সুযোগ পাবেন। নাট্যচর্চার বিকাশ এবং পারস্পরিক সাংস্কৃতিক বিনিময়ই এই জাতীয় নাট্য উৎসবের মূল উদ্দেশ্য।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version