Homeখবররাজ্যএজলাসে হইচই, আইপ্যাক মামলার শুনানি স্থগিত

এজলাসে হইচই, আইপ্যাক মামলার শুনানি স্থগিত

প্রকাশিত

কলকাতা হাই কোর্টে আইপ্যাক সংক্রান্ত জোড়া মামলার শুনানি শুক্রবার শুরুই করা গেল না। এজলাসে অতিরিক্ত ভিড় ও বিশৃঙ্খলার কারণে বিচারপতি শুভ্রা ঘোষ শুনানি ১৪ জানুয়ারি পর্যন্ত মুলতুবি রাখার নির্দেশ দেন। পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব না হওয়ায় তিনি এজলাস ত্যাগ করেন। বিচারপতির বেরিয়ে যাওয়ার পর মামলার সঙ্গে যুক্ত তৃণমূলের আইনজীবীরাও আদালত কক্ষ ছেড়ে বেরিয়ে যান।

শুনানির আগে বিচারপতি স্পষ্ট নির্দেশ দেন, ইন্টার্ন ও মামলার সঙ্গে যুক্ত নন এমন আইনজীবীরা এজলাস খালি করবেন। কিন্তু কারা থাকবেন, কারা বেরোবেন—এই প্রশ্নে আইনজীবীদের মধ্যেই শুরু হয় বচসা। মুহূর্তের মধ্যে তা ধাক্কাধাক্কিতে পরিণত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তৃণমূল সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আবেদন জানান, “আমি অনুরোধ করছি, ইন্টার্ন এবং যাঁরা এই মামলার সঙ্গে যুক্ত নন, তাঁরা বেরিয়ে যান।” তাতেও উত্তেজনা না কমায় বিচারপতি বিরক্ত হয়ে এজলাস ছেড়ে চলে যান। ফলত, শুনানি স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

এই মামলার সূত্রপাত হয়েছে তৃণমূল ও রাজ্য সরকারের পরামর্শদাতা সংস্থা আইপ্যাক-এর সল্টলেক সেক্টর ফাইভের দফতর এবং সংস্থার কর্ণধার প্রতীক জৈন-এর লাউডন স্ট্রিটের বাড়িতে ইডি-র অভিযানের পর। ইডির পক্ষ থেকে তদন্তে বাধা দেওয়ার অভিযোগ তুলে মামলা দায়ের করা হয়েছে, যেখানে অভিযুক্ত হিসেবে নাম রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর। পাল্টা, তৃণমূল কংগ্রেসও কেন্দ্রের বিরুদ্ধে মামলা করেছে। বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চে এই দুই মামলার একসঙ্গে শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু এজলাসের অচলাবস্থার কারণে আপাতত সেই শুনানি পিছিয়ে গেল। এখন ১৪ জানুয়ারির দিকে তাকিয়ে রাজনৈতিক ও আইনি মহল।

আরও পড়ুন: অভিযানের বিরোধিতায় পাল্টা হাই কোর্টে আইপ্যাক কর্ণধারের পরিবার, নথি ছিনতাইয়ের অভিযোগে মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে ইডি—শুক্রবার দু’টি মামলার শুনানির সম্ভাবনা

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ক্ষেতে নীরব ক্ষতি? কীটনাশকে ভাঙছে কৃষকের মন

পশ্চিমবঙ্গে দীর্ঘদিন কীটনাশক ব্যবহারের ফলে কৃষকদের স্মৃতিশক্তি, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ও মানসিক স্বাস্থ্যে মারাত্মক প্রভাব পড়ছে—নতুন গবেষণায় উঠে এল উদ্বেগজনক তথ্য।

তাপমাত্রা সামান্য বাড়লেও সংক্রান্তিতে কাঁপুনির পূর্বাভাস

দক্ষিণবঙ্গে তাপমাত্রা সামান্য বাড়লেও সংক্রান্তিতে ফের নামবে পারদ। উত্তরবঙ্গের ছয় জেলায় ঘন কুয়াশার সতর্কতা, শীতের দাপট চলবে মাঘের শুরু পর্যন্ত।

বিউটি পার্লারে চুল ধোয়াই ডেকে আনতে পারে স্ট্রোক! জানুন বিপদ

বিউটি পার্লারে চুল ধোওয়া বা বিউটি ট্রিটমেন্টের সময় ভুল ভঙ্গিতে ঘাড় রাখলে হতে পারে ‘বিউটি পার্লার স্ট্রোক সিনড্রোম’। কী এই রোগ, উপসর্গ কী, কারা বেশি ঝুঁকিতে—জানুন বিস্তারিত।

হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যাটে আসছে ৩ নতুন ফিচার, বদলাবে ব্যবহার

হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যাটে যোগ হচ্ছে তিনটি নতুন ফিচার—মেম্বার ট্যাগ, টেক্সট স্টিকার ও ইভেন্ট রিমাইন্ডার। ধাপে ধাপে এই আপডেট সব ব্যবহারকারীর কাছে পৌঁছবে বলে জানাল WhatsApp।

আরও পড়ুন

ক্ষেতে নীরব ক্ষতি? কীটনাশকে ভাঙছে কৃষকের মন

পশ্চিমবঙ্গে দীর্ঘদিন কীটনাশক ব্যবহারের ফলে কৃষকদের স্মৃতিশক্তি, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ও মানসিক স্বাস্থ্যে মারাত্মক প্রভাব পড়ছে—নতুন গবেষণায় উঠে এল উদ্বেগজনক তথ্য।

তাপমাত্রা সামান্য বাড়লেও সংক্রান্তিতে কাঁপুনির পূর্বাভাস

দক্ষিণবঙ্গে তাপমাত্রা সামান্য বাড়লেও সংক্রান্তিতে ফের নামবে পারদ। উত্তরবঙ্গের ছয় জেলায় ঘন কুয়াশার সতর্কতা, শীতের দাপট চলবে মাঘের শুরু পর্যন্ত।

অভিযানের বিরোধিতায় পাল্টা হাই কোর্টে আইপ্যাক কর্ণধারের পরিবার, নথি ছিনতাইয়ের অভিযোগে মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে ইডি—শুক্রবার দু’টি মামলার শুনানির সম্ভাবনা

ইডি-র অভিযানের বিরোধিতায় পাল্টা কলকাতা হাই কোর্টে আইপ্যাক কর্ণধারের পরিবার। নথি ছিনতাইয়ের অভিযোগে মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে ইডিও আদালতে। শুক্রবার দু’টি মামলার শুনানি হতে পারে।