সামনেই ধনত্রয়োদশী বা ধনতেরাস উৎসব। অবাঙালিদের উৎসব হলেও আজ ধনতেরাস বাঙালির বারো মাসে তেরো পার্বণের অন্যতম অঙ্গ হয়ে উঠেছে। সৌভাগ্য কামনায় আম বাঙালি এদিন সোনাদানা কেনাকাটা করাকে শুভ বলে মনে করে। অবশ্য গয়না সোনার দর এখন প্রায় ১০ গ্রামপিছু ৮০ হাজার ছুঁইছুঁই। সাম্প্রতিক একটি সমীক্ষা রিপোর্টে বলা হয়েছে প্রতি ১০ জন ভারতীয়র মধ্যে ৭ জন ভারতীয় সোনাকে নিরাপদ সম্পদ বা সেফ অ্যাসেট বলে মনে করে।
Moneyview নামক সংস্থার করা ওই সমীক্ষা রিপোর্টে বলা হয়েছে, সমীক্ষায় অংশ নেওয়া ৩ হাজার মানুষের মধ্যে ৮৫% জন সম্পদ রক্ষা ও বিপদের সময় কাজে আসবে এমন সম্পদের ক্ষেত্রে সোনাকেই মূল্যবান সম্পদ বলে মনে করেন। অতীতের মতোই এখনো সোনার প্রতি মানুষের মনে আস্থা, বিশ্বাস ও ভরসা চিরস্থায়ী।
সমীক্ষায় আরও দেখা গেছে, ২৫-৪০ বছর বয়সি বিনিয়োগকারীরা সরাসরি সোনা কেনা অথবা ডিজিটাল মাধ্যমে সোনা কেনার মাধ্যমে বিনিয়োগ করতে বেশি আগ্রহী। অবসর জীবনের কথা বা দীর্ঘ মেয়াদে আর্থিক বিনিয়োগের কথা মাথায় রেখে সোনায় বিনিয়োগ করাতে আগ্রহী তাঁরা। ডিজিটাল প্রযুক্তির সাহায্যে সহজ সরল পদ্ধতিতে সোনায় বিনিয়োগ বাড়ছে। ৩৫ বছরের বয়সের নীচে ৭৫% মানুষ সমীক্ষকদের জানিয়েছেন তাঁরা ডিজিটাল সোনা বিনিয়োগে আগ্রহী। ৭০% সমীক্ষায় অংশগ্রহণকারী জানিয়েছেন সোনাকে তাঁরা নিরাপদ সম্পদ বলে মনে করেন। সোনা কেনার মাধ্যমে আসলে তাঁদের আর্থিক জমার অভ্যাস তৈরি হয়।
রুপোর দাম ছাড়াল এক লক্ষ, কী কারণে এই বৃদ্ধি