Homeশিল্প-বাণিজ্য১ মে থেকে এটিএমে টাকা তোলার খরচ বাড়বে, জানুন কতটা বাড়ছে

১ মে থেকে এটিএমে টাকা তোলার খরচ বাড়বে, জানুন কতটা বাড়ছে

প্রকাশিত

আপনি কি প্রায়শই এটিএম থেকে নগদ টাকা তোলেন? তাহলে ১ মে, ২০২৫ থেকে বাড়তি চার্জ গুনতে হতে পারে। ভারতীয় রিজার্ভ ব্যাংক (RBI) এটিএম ইন্টারচেঞ্জ ফি বৃদ্ধি অনুমোদন করেছে, যার ফলে ব্যাংকগুলো এখন আরও কিছুটা বেশি হারে চার্জ নিতে পারবে।

সূত্র উদ্ধৃত করে মিডিয়া রিপোর্টে বলা হয়েছে, ১ মে, ২০২৫ থেকে নগদ টাকা তোলার ফি প্রতি লেনদেনে ১৭ থেকে ১৯ টাকা এবং ব্যালেন্স চেক ফি ৬ থেকে ৭ টাকা করা হয়েছে। এই পরিবর্তন ছোট ব্যাংকগুলোর উপর বেশি প্রভাব ফেলবে, কারণ তারা নিজেদের এটিএম নেটওয়ার্ক সীমিত থাকায় অন্যান্য ব্যাংকের এটিএম-এর উপর নির্ভরশীল। হোয়াইট-লেবেল এটিএম অপারেটররা দীর্ঘদিন ধরে এই চার্জ বাড়ানোর দাবি জানিয়ে আসছিল, কারণ আগের চার্জের হারে পরিচালনা করা তাদের জন্য কঠিন হয়ে পড়ছিল।

এটিএম ইন্টারচেঞ্জ ফি হল সেই চার্জ, যা একটি ব্যাংক অন্য ব্যাংকের এটিএম ব্যবহারের জন্য দেয়। এই খরচ সাধারণত গ্রাহকের উপর চাপানো হয়। আরবিআই-কে এই ফি বাড়ানোর প্রস্তাব দিয়েছিল ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI)। সূত্রের খবর, সেটাই এখন অনুমোদিত হয়েছে।

বর্তমানে মেট্রো শহরগুলিতে গ্রাহকরা প্রতি মাসে অন্য ব্যাংকের এটিএম-এ পাঁচটি ফ্রি লেনদেন করতে পারেন, যার মধ্যে আর্থিক ও অ-আর্থিক লেনদেন অন্তর্ভুক্ত। নন-মেট্রো এলাকায় এই সীমা তিনটি। নির্ধারিত সীমার পর করা লেনদেনের জন্য নতুন হারে চার্জ প্রযোজ্য হবে।

এই পরিবর্তন ব্যাংকগুলোর অতিরিক্ত খরচ কমাতে সাহায্য করলেও গ্রাহকদের উপর বাড়তি চাপ তৈরি করবে বলেই ধরে নেওয়া যায়। যাঁরা প্রায়শই এটিএম ব্যবহার করেন, অতিরিক্ত চার্জ এড়াতে তাঁদের নিজের ব্যাংকের এটিএম ব্যবহার করা অথবা ডিজিটাল লেনদেনের দিকে ঝুঁকতে হবে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

পুর নিয়োগ দুর্নীতিতে তল্লাশি অভিযান, মন্ত্রী সুজিতের দফতর-সহ কলকাতায় ১৩ জায়গা থেকে ৪৫ লক্ষ টাকা উদ্ধার, দাবি ইডির

পুরসভা নিয়োগ দুর্নীতির তদন্তে কলকাতা ও আশপাশে ১৩ জায়গায় তল্লাশি চালালো ইডি। বাজেয়াপ্ত নগদ ৪৫ লক্ষ টাকা ও নথিপত্র, যার ব্যাখ্যা পাওয়া যায়নি। দমকলমন্ত্রী সুজিত বসুর দফতর ও সংস্থাতেও তল্লাশি চালানো হয়েছে।

বিশ্বকাপ মহিলা ক্রিকেট ২০২৫: দুরন্ত ইংল্যান্ড! শ্রীলঙ্কাকে ৮৯ রানে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে

মহিলাদের বিশ্বকাপে টানা তিন ম্যাচ জিতে শীর্ষে উঠল ইংল্যান্ড। কলম্বোয় শ্রীলঙ্কাকে ৮৯ রানে হারাল তারা। শতরান করলেন ন্যাট শিভার-ব্রান্ট, চার উইকেট নিয়ে বিধ্বংসী সোফি একলেস্টোন।

দুর্গাপুর গণধর্ষণ নিয়ে ওড়িশার মুখ্যমন্ত্রীর বার্তা মমতাকে, পাল্টা বিজেপিকে নিশানা তৃণমূলের

দুর্গাপুরে ওড়িশার এক মেডিকেল ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কড়া পদক্ষেপের আবেদন ওড়িশার মুখ্যমন্ত্রীর। পাল্টা তৃণমূল বলল— বিজেপি এক বছরেও অপরাজিতা বিল পাশ করেনি, নৈতিক দেউলিয়াত্ব প্রকাশ পেয়েছে।

আগামী দু-তিন দিনের মধ্যেই বর্ষা বিদায় শুরু, বৃষ্টি কি আর হবে?

এখনও রাজ্য থেকে পুরোপুরি বিদায় নেয়নি বর্ষা। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি চলছে, উত্তরবঙ্গে বৃষ্টি অনেকটাই কম। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী সপ্তাহে রাজ্য থেকে বর্ষা বিদায় নেবে।

আরও পড়ুন

রাজ্যের স্কুলে গ্রুপ-সি ও গ্রুপ-ডি পদে বড় নিয়োগ! ৮,০০০-এর বেশি শূন্যপদে আবেদন শুরু ৩ নভেম্বর থেকে

রাজ্যের স্কুলগুলিতে গ্রুপ-সি ও গ্রুপ-ডি পদে বড় নিয়োগ। মোট শূন্যপদ ৮,৪৭৭। আবেদন শুরু ৩ নভেম্বর, চলবে ৩ ডিসেম্বর পর্যন্ত। মাধ্যমিক ও অষ্টম পাশ প্রার্থীরাই করতে পারবেন আবেদন।

আরও আধুনিক ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা! গ্লোবাল ফিনটেক ফেস্টে ৩ নতুন সুবিধা ঘোষণা করল আরবিআই

গ্লোবাল ফিনটেক ফেস্ট ২০২৫-এ তিনটি বড় ডিজিটাল পেমেন্ট উদ্ভাবন ঘোষণা করল রিজার্ভ ব্যাঙ্ক। এবার স্মার্ট গ্লাসেই পেমেন্ট, যৌথ অ্যাকাউন্টে UPI, আর বিদেশি মুদ্রা কেনা সম্ভব হবে সরাসরি অ্যাপে।

কমিশনে ‘কোটি টাকার ক্ষতি’ নয়! ‘শেষ করপাস’ বিভ্রান্তি ভাঙলেন মিউচ্যুয়াল ফান্ড বিশেষজ্ঞ বরুণ বৈদ

“৩০ বছরে ৩ কোটি!”—এই ভাইরাল বিনিয়োগ প্রতিশ্রুতির অঙ্কে বড় ভুল আছে বলে জানালেন বিনিয়োগ বিশেষজ্ঞ বরুণ বৈদ। তাঁর দাবি, কমিশনে কোটি টাকার ক্ষতি নয়, আসল বিপদ ইনফ্লেশন ও ট্যাক্সে। ‘শেষ করপাস’ বা Final Corpus-এর ভুল ব্যাখ্যাতেই তৈরি হচ্ছে বিভ্রান্তি।