আপনি কি প্রায়শই এটিএম থেকে নগদ টাকা তোলেন? তাহলে ১ মে, ২০২৫ থেকে বাড়তি চার্জ গুনতে হতে পারে। ভারতীয় রিজার্ভ ব্যাংক (RBI) এটিএম ইন্টারচেঞ্জ ফি বৃদ্ধি অনুমোদন করেছে, যার ফলে ব্যাংকগুলো এখন আরও কিছুটা বেশি হারে চার্জ নিতে পারবে।
সূত্র উদ্ধৃত করে মিডিয়া রিপোর্টে বলা হয়েছে, ১ মে, ২০২৫ থেকে নগদ টাকা তোলার ফি প্রতি লেনদেনে ১৭ থেকে ১৯ টাকা এবং ব্যালেন্স চেক ফি ৬ থেকে ৭ টাকা করা হয়েছে। এই পরিবর্তন ছোট ব্যাংকগুলোর উপর বেশি প্রভাব ফেলবে, কারণ তারা নিজেদের এটিএম নেটওয়ার্ক সীমিত থাকায় অন্যান্য ব্যাংকের এটিএম-এর উপর নির্ভরশীল। হোয়াইট-লেবেল এটিএম অপারেটররা দীর্ঘদিন ধরে এই চার্জ বাড়ানোর দাবি জানিয়ে আসছিল, কারণ আগের চার্জের হারে পরিচালনা করা তাদের জন্য কঠিন হয়ে পড়ছিল।
এটিএম ইন্টারচেঞ্জ ফি হল সেই চার্জ, যা একটি ব্যাংক অন্য ব্যাংকের এটিএম ব্যবহারের জন্য দেয়। এই খরচ সাধারণত গ্রাহকের উপর চাপানো হয়। আরবিআই-কে এই ফি বাড়ানোর প্রস্তাব দিয়েছিল ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI)। সূত্রের খবর, সেটাই এখন অনুমোদিত হয়েছে।
বর্তমানে মেট্রো শহরগুলিতে গ্রাহকরা প্রতি মাসে অন্য ব্যাংকের এটিএম-এ পাঁচটি ফ্রি লেনদেন করতে পারেন, যার মধ্যে আর্থিক ও অ-আর্থিক লেনদেন অন্তর্ভুক্ত। নন-মেট্রো এলাকায় এই সীমা তিনটি। নির্ধারিত সীমার পর করা লেনদেনের জন্য নতুন হারে চার্জ প্রযোজ্য হবে।
এই পরিবর্তন ব্যাংকগুলোর অতিরিক্ত খরচ কমাতে সাহায্য করলেও গ্রাহকদের উপর বাড়তি চাপ তৈরি করবে বলেই ধরে নেওয়া যায়। যাঁরা প্রায়শই এটিএম ব্যবহার করেন, অতিরিক্ত চার্জ এড়াতে তাঁদের নিজের ব্যাংকের এটিএম ব্যবহার করা অথবা ডিজিটাল লেনদেনের দিকে ঝুঁকতে হবে।