Home খবর দেশ এক লাফে ২৪ হাজার! বেতন, ভাতা এবং পেনশন বাড়ল সাংসদদের

এক লাফে ২৪ হাজার! বেতন, ভাতা এবং পেনশন বাড়ল সাংসদদের

0

সাংসদদের বেতন, ভাতা এবং পেনশন বাড়ানোর অনুমোদন দিল কেন্দ্র সরকার। যা ১ এপ্রিল, ২০২৩ থেকে কার্যকর হবে। সোমবার প্রকাশিত গেজেট বিজ্ঞপ্তি অনুযায়ী, লোকসভা ও রাজ্যসভার সাংসদদের মাসিক বেতন ১ লাখ থেকে বাড়িয়ে ১.২৪ লাখ টাকা করা হয়েছে। এ ছাড়াও দৈনিক ভাতা ২,০০০ থেকে বাড়িয়ে ২,৫০০ টাকা করা হয়েছে।

প্রাক্তন সংসদ সদস্যদের পেনশন ২৫,০০০ থেকে বাড়িয়ে ৩১,০০০ টাকা করা হয়েছে। পাঁচ বছরের বেশি সময় সংসদ সদস্য থাকলে প্রতি অতিরিক্ত বছরের জন্য পেনশন ২,০০০ থেকে বাড়িয়ে ২,৫০০ টাকা করা হয়েছে। এই সংশোধনীটি করা হয়েছে সংসদের চলমান বাজেট অধিবেশনের সময়। এর আগে সর্বশেষ ২০১৮ সালের এপ্রিলে সংসদ সদস্যদের বেতন, ভাতা এবং পেনশনের পরিবর্তন করা হয়েছিল। বিশ্লেষকদের মতে, এই বৃদ্ধি কেন্দ্রের কোষাগারের উপর আর্থিক প্রভাব ফেলবে, কারণ ৫৪৩ জন লোকসভা সদস্য, ২৪৫ জন রাজ্যসভা সদস্য এবং বহু প্রাক্তন সংসদ সদস্য এই সুবিধা পাবেন।

বর্তমান সংসদ সদস্যরা তাঁদের বেতনের পাশাপাশি আরও কিছু সুযোগ-সুবিধা পান। তাঁরা প্রতি মাসে নির্বাচনী এলাকা ভাতা হিসাবে ৭০,০০০ টাকা এবং অফিস পরিচালনার জন্য ৬০,০০০ টাকা পান, যা কর্মচারীদের বেতন, টেলিকমিউনিকেশন এবং স্টেশনারি খরচ অন্তর্ভুক্ত করে।

সংসদ সদস্যরা প্রতি বছর নিজেরা ও পরিবারের সদস্যদের জন্য ৩৪টি বিনামূল্যের অভ্যন্তরীণ বিমান যাত্রার সুবিধা পান। এছাড়াও, তাঁরা প্রধান এলাকাগুলোতে বিনামূল্যে বাসস্থান পান। যাঁরা সরকারি বাসস্থানের সুবিধা নেন না, তাঁরা প্রতি মাসে ২ লাখ টাকা হাউজিং ভাতা পেতে পারেন।

অতিরিক্ত সুবিধার মধ্যে রয়েছে বছরে ৫০,০০০ ইউনিট বিনামূল্যে বিদ্যুৎ, ৪,০০০ কিলোলিটার বিনামূল্যে জল এবং সংসদ সদস্য ও তাঁদের পরিবারের জন্য কেন্দ্রীয় সরকার স্বাস্থ্য স্কিম (CGHS)-এর আওতায় সম্পূর্ণ স্বাস্থ্যপরিষেবা।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version