Homeশিল্প-বাণিজ্যবন্ধন ব্যাঙ্কের নতুন এমডি ও সিইও হিসেবে দায়িত্ব নিলেন পার্থ প্রতিম সেনগুপ্ত

বন্ধন ব্যাঙ্কের নতুন এমডি ও সিইও হিসেবে দায়িত্ব নিলেন পার্থ প্রতিম সেনগুপ্ত

প্রকাশিত

কলকাতা: ভারতের অন্যতম শীর্ষস্থানীয় ব্যাঙ্ক, বন্ধন ব্যাঙ্ক পার্থপ্রতিম সেনগুপ্ত ব্যাঙ্কের নতুন এমডি ও সিইও হিসেবে নিয়োগ করেছে। ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, তাঁর ব্যবসা, ক্রেডিট, এবং প্রযুক্তি খাতে বিশেষ দক্ষতা রয়েছে। পার্থপ্রতিম সেনগুপ্তর অভিজ্ঞতা, বন্ধন ব্যাঙ্ককে দেশের বিভিন্ন প্রান্তে শক্তিশালী বাজার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

পার্থপ্রতিম সেনগুপ্তর যোগদানের পর গত ১০ জুলাই ২০২৪ থেকে অন্তর্বর্তীকালীন এমডি ও সিইও হিসেবে দায়িত্ব পালন করে আসা রতন কুমার কেশ পুনরায় ব্যাঙ্কের এক্সিকিউটিভ ডিরেক্টর এবং চিফ অপারেটিং অফিসারের দায়িত্বে ফিরে যাবেন।

প্রায় ৪০ বছরের অভিজ্ঞতাসম্পন্ন পার্থপ্রতিম সেনগুপ্ত, ২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্কের এমডি ও সিইও ছিলেন এবং বিভিন্ন খাতে ব্যাঙ্কের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এছাড়াও স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন, যেখানে তিনি ডিএমডি এবং চিফ ক্রেডিট অফিসারের দায়িত্ব পালন করেন। বিভিন্ন প্রতিষ্ঠান যেমন ইয়েস ব্যাঙ্ক, আর্কিল, ইউনিভার্সাল সোম্পো এবং ইউনিটি স্মল ফাইনান্স ব্যাঙ্কের নন-এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

বন্ধন ব্যাঙ্কের চেয়ারম্যান ড. অনুপ কুমার সিনহা বলেন, “আমরা পার্থপ্রতিম সেনগুপ্তকে বন্ধন ব্যাঙ্কের এমডি ও সিইও হিসেবে পেয়ে আনন্দিত। ব্যাঙ্কিং ক্ষেত্রে তাঁর অভিজ্ঞতা ও নেতৃত্ব ব্যাঙ্কের উন্নয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

পার্থপ্রতিম সেনগুপ্ত বলেন, “বন্ধন ব্যাঙ্কের অংশ হতে পেরে আমি সম্মানিত। গ্রাহক-কেন্দ্রিক সমাধান উন্নত করা, ব্যবসায়ের বিকাশ, এবং আর্থিক পরিষেবাকে অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করতে কাজ করে যাবো। বন্ধন ব্যাঙ্কের টিম অসাধারণ কাজ করেছে এবং আমি তাদের সঙ্গে মিলিতভাবে সকল কাজ করা সুযোগ পেয়ে আনন্দিত।”

আরও পড়ুন

বেসরকারি ব্যাঙ্কগুলির নতুন ঋণে সুদের হার আরও বেড়েছে, ইএমআই ঊর্ধ্বমুখী

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসে তদন্ত শেষের নির্দেশ, অয়ন শীলের জামিনের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ সুপ্রিম কোর্টের। অভিযুক্ত অয়ন শীলের জামিনের আবেদন খারিজ, ছ’মাস পরে ফের আবেদন করা যাবে।

জিএসটি কমার প্রভাব পড়ল সোনার দামে, এখনই কি সোনা কেনার সঠিক সময়?

জিএসটি হ্রাসে সোনার বাজারে প্রভাব দেখা দিয়েছে। দাম কমতেই বিনিয়োগকারীদের প্রশ্ন—এখনই কি সোনা কেনার সময়? বিশেষজ্ঞরা কী বলছেন জেনে নিন।

প্রতিবাদে উত্তপ্ত নেপাল, অবশেষে খোলা হল পানিটাঙ্কি সীমান্ত; ঘরে ফিরলেন ৪২০-র বেশি ভারতীয়

নেপালের অশান্তির জেরে কয়েকদিন বন্ধ থাকার পর অবশেষে খোলা হল পানিটাঙ্কি সীমান্ত। ৪২০-র বেশি ভারতীয় ফিরলেন দেশে, পেরোল ৫৬০-রও বেশি নেপালি নাগরিক।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পুকুর থেকে ছাত্রীকে অচৈতন্য অবস্থায় উদ্ধার, মৃত ঘোষণা হাসপাতালের

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানের মাঝে পুকুর থেকে উদ্ধার হল ইংরেজি বিভাগের ছাত্রী অনামিকা মণ্ডলের দেহ। ঘটনার পর ফের সিসিটিভি ও পুলিশ আউটপোস্টের দাবি তুলল তৃণমূল ছাত্র পরিষদ, পাল্টা দিল এসএফআই।

আরও পড়ুন

জিএসটি কমার প্রভাব পড়ল সোনার দামে, এখনই কি সোনা কেনার সঠিক সময়?

জিএসটি হ্রাসে সোনার বাজারে প্রভাব দেখা দিয়েছে। দাম কমতেই বিনিয়োগকারীদের প্রশ্ন—এখনই কি সোনা কেনার সময়? বিশেষজ্ঞরা কী বলছেন জেনে নিন।

‘৮ বছর দেরিতে এল জিএসটি সংস্কার’— কেন্দ্রকে তোপ চিদম্বরম ও জয়রাম রমেশের

জিএসটি সংস্কারকে কংগ্রেস নেতাদের আক্রমণ। চিদম্বরম বললেন ৮ বছর দেরি, জয়রাম রমেশের দাবি এখনো সত্যিকারের জিএসটি ২.০ আসেনি।

জিএসটি ২.০ সংস্কারে চাঙ্গা বাজার, সেনসেক্স ৫০০ পয়েন্টের বেশি উর্ধ্বমুখী

জিএসটি ২.০ সংস্কারের জেরে টানা দ্বিতীয় দিনে চাঙ্গা সেনসেক্স-নিফটি। বিশেষজ্ঞদের মতে, ভোক্তা চাহিদা বাড়বে, তাতে অর্থনীতি পাবে বড় উত্সাহ।