Homeশিল্প-বাণিজ্যপাঁচ রাজ্যে একযোগে ১৬টি নতুন শাখা খুলল বন্ধন ব্যাঙ্ক, গ্রামীণ ও আধা-শহরাঞ্চলে...

পাঁচ রাজ্যে একযোগে ১৬টি নতুন শাখা খুলল বন্ধন ব্যাঙ্ক, গ্রামীণ ও আধা-শহরাঞ্চলে জোর

প্রকাশিত

দেশের ব্যাংকিং পরিসেবা সম্প্রসারণের লক্ষ্যে আজ বন্ধন ব্যাঙ্ক পাঁচটি রাজ্যে একযোগে ১৬টি নতুন শাখার উদ্বোধন করল। ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড, অন্ধ্রপ্রদেশ ও ছত্তিসগড়ে ছড়িয়ে থাকা এই নতুন শাখাগুলি আধা-শহর ও গ্রামীণ এলাকার গ্রাহকদের পরিষেবা দেবে।

নতুন শাখাগুলির উদ্বোধন করেন ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও শ্রী পার্থপ্রতিম সেনগুপ্ত। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ব্যাঙ্কের ইডি অ্যান্ড সিবিও শ্রী রাজিন্দর কুমার বব্বর, ইডি অ্যান্ড সিওও শ্রী রতনকুমার কেশ এবং অন্যান্য বিশিষ্ট সিনিয়র কর্মকর্তারা।

ওড়িশার নতুন সাতটি শাখা খোলা হয়েছে সুন্দরগড় (বিসরা, বোনাইগড়, হেমগির), কন্ধমল (জি উদয়গিরি), কোরাপুট (কোটপাড়, সেমিলিগুড়া) এবং নবরংপুর (উমেরকোট) জেলায়। অন্ধ্রপ্রদেশের নতুন দুটি শাখা রয়েছে পূর্ব গোদাবরী (নিদাদাভোল) ও বিজয়নগরম (রাজম) জেলায়। বিহারে বাঁকা (বউনসি) ও মুঙ্গের (ধরহারা, সংগ্রামপুর) জেলায় তিনটি শাখা চালু হয়েছে। ঝাড়খণ্ডে ধানবাদ (গোবিন্দপুর), গড়ওয়া (নগরন্তরী) এবং পালামু (পানকি) অঞ্চলে নতুন শাখা চালু করা হয়েছে। ছত্তিসগড়ে কোন্ডাগাঁও জেলায় খোলা হয়েছে একটি নতুন শাখা।

এই সম্প্রসারণের মাধ্যমে ব্যাঙ্কের মোট শাখার সংখ্যা ১৭৩০ ছাড়াল এবং এখন বন্ধন ব্যাঙ্ক ভারতের ৩৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে ৩৫টিতে উপস্থিত। দেশের ৬৩০০-রও বেশি ব্যাংকিং আউটলেটের শক্তিশালী নেটওয়ার্কের মাধ্যমে বন্ধন ব্যাঙ্ক এখন গ্রাহকদের আরও সহজে এবং দক্ষতার সঙ্গে পরিষেবা পৌঁছে দিতে সক্ষম।

এই প্রসঙ্গে শ্রী পার্থপ্রতিম সেনগুপ্ত বলেন, “আমরা পাঁচটি রাজ্যে ১৬টি নতুন শাখা খোলার কথা ঘোষণা করতে পেরে অত্যন্ত আনন্দিত। আমাদের প্রোডাক্ট ও পরিষেবা গ্রাহকদের বদলাতে থাকা প্রয়োজন অনুযায়ী তৈরি করে তাঁদের উন্নততর অভিজ্ঞতা দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এই সম্প্রসারণ আমাদের সরবরাহ নেটওয়ার্ককে আরও শক্তিশালী করার প্রতি দায়বদ্ধতার প্রতিফলন।”

তিনি আরও জানান, বন্ধন ব্যাঙ্ক ভবিষ্যতেও তার দেশজোড়া উপস্থিতি বাড়ানোর কৌশল অব্যাহত রাখবে এবং গ্রাহকদের উন্নততর উদ্ভাবনী পরিষেবা দিতে মনোনিবেশ করবে।

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

স্বাধীনতা-পরবর্তী বাংলা ছোটগল্পের সমাজ ও সময়ের প্রতিফলন — আঠারোটি প্রবন্ধে বৈচিত্র্যে ভরপুর সংকলন

‘স্বাধীনতা-পরবর্তী বাংলা ছোটগল্পে সমাজ ও সময়ের দ্বন্দ্ব’ সংকলনে আঠারোটি প্রবন্ধের মাধ্যমে প্রতিফলিত হয়েছে স্বাধীনোত্তর বাংলার সমাজ, রাজনীতি ও মানুষের অন্তর্জগৎ। সম্পাদনায় ড. রামেন্দ্র দাস।

নিম্নচাপ পরিণত হচ্ছে ঘূর্ণিঝড়ে, কবে, কোথায় আছড়ে পড়বে? পশ্চিমবঙ্গে কী প্রভাব?

বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড় ২৮ অক্টোবর অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ার কাছে আছড়ে পড়তে পারে। ঘণ্টায় ৯০-১০০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা। বাংলায় ২৮ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস।

চেরাপুঞ্জির বৃষ্টিতে প্রযুক্তির পাঠ: 5G ও 6G নেটওয়ার্ক উন্নয়নে এনআইটি–নেসাকের গবেষণা অভিযান

অরূপ চক্রবর্তী, গুয়াহাটি: বিশ্বের সর্বাধিক বৃষ্টিপ্রবণ অঞ্চল সোহরায়, যা একসময় চেরাপুঞ্জি নামে পরিচিত ছিল,...

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: ম্যাকলারেনের জোড়া গোলে মোহনবাগান জয়ী, পয়েন্ট খোয়াল ইস্টবেঙ্গল

মোহনবাগান সুপার জায়ান্ট: ২ (জেমি ম্যাকলারেন) চেন্নাইয়িন এফসি: ০ ইস্টবেঙ্গল এফসি: ২ (নাওরেম মহেশ সিং,...

আরও পড়ুন

দীপাবলিতে বিনিয়োগকারীদের উপহার! চারটি নতুন ডিজিটাল অ্যাপ ও আধুনিক ফিচার নিয়ে এল NSE

এনএসই দীপাবলিতে চালু করল চারটি নতুন মোবাইল অ্যাপ ও এনএসই এমএফ ইনভেস্ট প্ল্যাটফর্মে বড়সড় আপডেট। বিনিয়োগকারীদের জন্য আরও সহজ হল পোর্টফোলিও ট্র্যাকিং, অর্ডার প্লেসমেন্ট ও কমপ্লায়েন্স প্রক্রিয়া।

বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় ভারত, মার্সার রিপোর্টে উদ্বেগজনক তথ্য

মার্সার সিএফএ ইনস্টিটিউট গ্লোবাল পেনশন ইনডেক্স ২০২৫-এ বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় স্থান পেল ভারত। দেশটির রেটিং ‘Grade D’, যেখানে পেনশন কাঠামোয় বড় ঘাটতি নির্দেশ করেছে রিপোর্ট।

ইপিএফও সদস্যদের জন্য বড় পরিবর্তন: সহজ হল টাকার তোলার নিয়ম

ইপিএফও-র নতুন নিয়মে টাকার তোলার প্রক্রিয়া সহজ হলো। এখন মাত্র তিনটি কারণে টাকা তোলা যাবে — প্রয়োজনীয় চাহিদা, বাসস্থান ও বিশেষ পরিস্থিতি। শিক্ষায় ১০ বার এবং বিবাহে ৫ বার পর্যন্ত আংশিক অর্থ তোলা যাবে।