Home শিল্প-বাণিজ্য পাঁচ রাজ্যে একযোগে ১৬টি নতুন শাখা খুলল বন্ধন ব্যাঙ্ক, গ্রামীণ ও আধা-শহরাঞ্চলে...

পাঁচ রাজ্যে একযোগে ১৬টি নতুন শাখা খুলল বন্ধন ব্যাঙ্ক, গ্রামীণ ও আধা-শহরাঞ্চলে জোর

bandhan-bank-legacy-savings-account-launch

দেশের ব্যাংকিং পরিসেবা সম্প্রসারণের লক্ষ্যে আজ বন্ধন ব্যাঙ্ক পাঁচটি রাজ্যে একযোগে ১৬টি নতুন শাখার উদ্বোধন করল। ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড, অন্ধ্রপ্রদেশ ও ছত্তিসগড়ে ছড়িয়ে থাকা এই নতুন শাখাগুলি আধা-শহর ও গ্রামীণ এলাকার গ্রাহকদের পরিষেবা দেবে।

নতুন শাখাগুলির উদ্বোধন করেন ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও শ্রী পার্থপ্রতিম সেনগুপ্ত। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ব্যাঙ্কের ইডি অ্যান্ড সিবিও শ্রী রাজিন্দর কুমার বব্বর, ইডি অ্যান্ড সিওও শ্রী রতনকুমার কেশ এবং অন্যান্য বিশিষ্ট সিনিয়র কর্মকর্তারা।

ওড়িশার নতুন সাতটি শাখা খোলা হয়েছে সুন্দরগড় (বিসরা, বোনাইগড়, হেমগির), কন্ধমল (জি উদয়গিরি), কোরাপুট (কোটপাড়, সেমিলিগুড়া) এবং নবরংপুর (উমেরকোট) জেলায়। অন্ধ্রপ্রদেশের নতুন দুটি শাখা রয়েছে পূর্ব গোদাবরী (নিদাদাভোল) ও বিজয়নগরম (রাজম) জেলায়। বিহারে বাঁকা (বউনসি) ও মুঙ্গের (ধরহারা, সংগ্রামপুর) জেলায় তিনটি শাখা চালু হয়েছে। ঝাড়খণ্ডে ধানবাদ (গোবিন্দপুর), গড়ওয়া (নগরন্তরী) এবং পালামু (পানকি) অঞ্চলে নতুন শাখা চালু করা হয়েছে। ছত্তিসগড়ে কোন্ডাগাঁও জেলায় খোলা হয়েছে একটি নতুন শাখা।

এই সম্প্রসারণের মাধ্যমে ব্যাঙ্কের মোট শাখার সংখ্যা ১৭৩০ ছাড়াল এবং এখন বন্ধন ব্যাঙ্ক ভারতের ৩৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে ৩৫টিতে উপস্থিত। দেশের ৬৩০০-রও বেশি ব্যাংকিং আউটলেটের শক্তিশালী নেটওয়ার্কের মাধ্যমে বন্ধন ব্যাঙ্ক এখন গ্রাহকদের আরও সহজে এবং দক্ষতার সঙ্গে পরিষেবা পৌঁছে দিতে সক্ষম।

এই প্রসঙ্গে শ্রী পার্থপ্রতিম সেনগুপ্ত বলেন, “আমরা পাঁচটি রাজ্যে ১৬টি নতুন শাখা খোলার কথা ঘোষণা করতে পেরে অত্যন্ত আনন্দিত। আমাদের প্রোডাক্ট ও পরিষেবা গ্রাহকদের বদলাতে থাকা প্রয়োজন অনুযায়ী তৈরি করে তাঁদের উন্নততর অভিজ্ঞতা দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এই সম্প্রসারণ আমাদের সরবরাহ নেটওয়ার্ককে আরও শক্তিশালী করার প্রতি দায়বদ্ধতার প্রতিফলন।”

তিনি আরও জানান, বন্ধন ব্যাঙ্ক ভবিষ্যতেও তার দেশজোড়া উপস্থিতি বাড়ানোর কৌশল অব্যাহত রাখবে এবং গ্রাহকদের উন্নততর উদ্ভাবনী পরিষেবা দিতে মনোনিবেশ করবে।

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version