Homeশিল্প-বাণিজ্যপাঁচ রাজ্যে একযোগে ১৬টি নতুন শাখা খুলল বন্ধন ব্যাঙ্ক, গ্রামীণ ও আধা-শহরাঞ্চলে...

পাঁচ রাজ্যে একযোগে ১৬টি নতুন শাখা খুলল বন্ধন ব্যাঙ্ক, গ্রামীণ ও আধা-শহরাঞ্চলে জোর

প্রকাশিত

দেশের ব্যাংকিং পরিসেবা সম্প্রসারণের লক্ষ্যে আজ বন্ধন ব্যাঙ্ক পাঁচটি রাজ্যে একযোগে ১৬টি নতুন শাখার উদ্বোধন করল। ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড, অন্ধ্রপ্রদেশ ও ছত্তিসগড়ে ছড়িয়ে থাকা এই নতুন শাখাগুলি আধা-শহর ও গ্রামীণ এলাকার গ্রাহকদের পরিষেবা দেবে।

নতুন শাখাগুলির উদ্বোধন করেন ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও শ্রী পার্থপ্রতিম সেনগুপ্ত। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ব্যাঙ্কের ইডি অ্যান্ড সিবিও শ্রী রাজিন্দর কুমার বব্বর, ইডি অ্যান্ড সিওও শ্রী রতনকুমার কেশ এবং অন্যান্য বিশিষ্ট সিনিয়র কর্মকর্তারা।

ওড়িশার নতুন সাতটি শাখা খোলা হয়েছে সুন্দরগড় (বিসরা, বোনাইগড়, হেমগির), কন্ধমল (জি উদয়গিরি), কোরাপুট (কোটপাড়, সেমিলিগুড়া) এবং নবরংপুর (উমেরকোট) জেলায়। অন্ধ্রপ্রদেশের নতুন দুটি শাখা রয়েছে পূর্ব গোদাবরী (নিদাদাভোল) ও বিজয়নগরম (রাজম) জেলায়। বিহারে বাঁকা (বউনসি) ও মুঙ্গের (ধরহারা, সংগ্রামপুর) জেলায় তিনটি শাখা চালু হয়েছে। ঝাড়খণ্ডে ধানবাদ (গোবিন্দপুর), গড়ওয়া (নগরন্তরী) এবং পালামু (পানকি) অঞ্চলে নতুন শাখা চালু করা হয়েছে। ছত্তিসগড়ে কোন্ডাগাঁও জেলায় খোলা হয়েছে একটি নতুন শাখা।

এই সম্প্রসারণের মাধ্যমে ব্যাঙ্কের মোট শাখার সংখ্যা ১৭৩০ ছাড়াল এবং এখন বন্ধন ব্যাঙ্ক ভারতের ৩৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে ৩৫টিতে উপস্থিত। দেশের ৬৩০০-রও বেশি ব্যাংকিং আউটলেটের শক্তিশালী নেটওয়ার্কের মাধ্যমে বন্ধন ব্যাঙ্ক এখন গ্রাহকদের আরও সহজে এবং দক্ষতার সঙ্গে পরিষেবা পৌঁছে দিতে সক্ষম।

এই প্রসঙ্গে শ্রী পার্থপ্রতিম সেনগুপ্ত বলেন, “আমরা পাঁচটি রাজ্যে ১৬টি নতুন শাখা খোলার কথা ঘোষণা করতে পেরে অত্যন্ত আনন্দিত। আমাদের প্রোডাক্ট ও পরিষেবা গ্রাহকদের বদলাতে থাকা প্রয়োজন অনুযায়ী তৈরি করে তাঁদের উন্নততর অভিজ্ঞতা দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এই সম্প্রসারণ আমাদের সরবরাহ নেটওয়ার্ককে আরও শক্তিশালী করার প্রতি দায়বদ্ধতার প্রতিফলন।”

তিনি আরও জানান, বন্ধন ব্যাঙ্ক ভবিষ্যতেও তার দেশজোড়া উপস্থিতি বাড়ানোর কৌশল অব্যাহত রাখবে এবং গ্রাহকদের উন্নততর উদ্ভাবনী পরিষেবা দিতে মনোনিবেশ করবে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

স্বামীজির জন্মদিনের পুণ্য প্রভাতে বালির ইটভাটার শ্রমিকদের হাতে কম্বল তুলে দিল ‘গড়িয়া সহমর্মী সোসাইটি’

সুব্রত গোস্বামী ১২ জানুয়ারি বিশ্ববরেণ্য বীর সন্ন্যাসী, ভারতমায়ের অমৃতসন্তান স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্মবার্ষিকী পালিত হল।...

বায়ুদূষণ ও স্মার্টফোনে বাড়ছে শিশুদের অ্যাংজাইটি ঝুঁকি

শীত বাড়তেই বায়ুদূষণের প্রভাব পড়ছে মানসিক স্বাস্থ্যে। নয়াদিল্লির এইমস ও সিঙ্গাপুরের গবেষণায় উঠে এসেছে, দূষিত বাতাস ও ছোট বয়সে স্মার্টফোন ব্যবহারে শিশুদের অ্যাংজাইটি ও প্যানিক অ্যাটাকের ঝুঁকি বাড়ছে।

দক্ষিণবঙ্গে শীতে শীর্ষে কল্যাণী, আর কতদিন কনকনে ঠান্ডা?

দক্ষিণবঙ্গে শীতের দাপট চরমে। শ্রীনিকেতনকে পিছনে ফেলে শীতলতম এলাকা হল নদিয়ার কল্যাণী। কলকাতা সহ গোটা রাজ্যে কুয়াশা ও তাপমাত্রা আরও কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

ভারত-নিউজিল্যান্ড প্রথম একদিনের ম্যাচ: বল হাতে জেমিসনের জাদু সত্ত্বেও কোহলি-শুভমন-ঋষভের দাপটে এল জয়

নিউজিল্যান্ড: ৩০০-৮ (ড্যারিল মিচেল ৮৪, হেনরি নিকোলস ৬২, ডেভন কোনওয়ে ৫৪, মহম্মদ সিরাজ ২-৪০,...

আরও পড়ুন

বিশ্বের সর্বাধিক তেল মজুত ভেনেজুয়েলায়, তবু কেন উৎপাদনে পিছিয়ে দক্ষিণ আমেরিকার দেশটি?

ভেনেজুয়েলার হাতে বিশ্বের সবচেয়ে বড় তেল ভাণ্ডার—প্রায় ৩০৩ বিলিয়ন ব্যারেল। তবু বিনিয়োগ ঘাটতি, নিষেধাজ্ঞা ও প্রযুক্তিগত সমস্যায় তেল উৎপাদন সম্ভাবনার অনেক নীচে।

২০২৬-এও কি টাকার উপর চাপ অব্যাহত থাকবে? কী বলছেন বিশেষজ্ঞরা

বিশেষজ্ঞদের মতে, যদি ভারত-মার্কিন বাণিজ্যচুক্তিতে অগ্রগতি হয় এবং বিদেশি বিনিয়োগ ফিরতে শুরু করে, তবে ২০২৬ সালের শেষভাগে টাকার দাম কিছুটা ঘুরে দাঁড়িয়ে ₹৮৩–₹৮৪ স্তরে স্থিতিশীল হতে পারে।

ইরানে রিয়ালের রেকর্ড পতনে দেশজুড়ে বিক্ষোভ, সেন্ট্রাল ব্যাঙ্ক প্রধানের পদত্যাগ

রিয়ালের ঐতিহাসিক পতনে ইরানে বিক্ষোভ, তেহরানসহ বিভিন্ন শহরে দোকান বন্ধ। সেন্ট্রাল ব্যাঙ্ক প্রধানের পদত্যাগ।