Homeশিল্প-বাণিজ্যবন্ধন ব্যাঙ্কের প্রথম ত্রৈমাসিকের রিপোর্ট: ৬৫ শতাংশ কমল নিট লাভ

বন্ধন ব্যাঙ্কের প্রথম ত্রৈমাসিকের রিপোর্ট: ৬৫ শতাংশ কমল নিট লাভ

২০২৫-২৬ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে ৬৫ শতাংশ নিট লাভ কমল বন্ধন ব্যাঙ্কের। পূর্বাঞ্চলে এনপিএ বাড়া ও মাইক্রোফিনান্স ঋণে চাপই মূল কারণ বলে জানাল কর্তৃপক্ষ।

প্রকাশিত

২০২৫-২৬ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে (Q1 FY26) বন্ধন ব্যাঙ্কের নিট মুনাফা দাঁড়াল মাত্র ৩৭২ কোটি টাকা। গত বছরের একই ত্রৈমাসিকে এই লাভ ছিল ১,০৬৩ কোটি টাকা। অর্থাৎ নিট লাভ কমেছে প্রায় ৬৫ শতাংশ। ব্যাঙ্ক জানিয়েছে, ঋণের মান (Asset Quality) দুর্বল হওয়ায় প্রভূত পরিমাণে সংরক্ষণ (Provisioning) করতে হয়েছে, যার ফলে মুনাফায় বড় ধাক্কা এসেছে।

এই সময়ে ব্যাঙ্কের মোট আয় সামান্য বেড়ে হয়েছে ৬,২০১.৪৯ কোটি টাকা, যা আগের বছরের তুলনায় অল্প বেশি (৬,০৮১.৭৩ কোটি টাকা)। তবে নিট সুদ আয় (Net Interest Income বা NII) কমে যাওয়ায় লাভে বড় প্রভাব পড়েছে। পূর্বাঞ্চলে ঋণের পরিশোধে বিঘ্ন এবং মাইক্রোফিনান্স পোর্টফোলিওতে চাপই এই সমস্যার মূল কারণ বলে জানিয়েছে ব্যাঙ্ক।

এই পরিস্থিতিতে ব্যাঙ্ককে আরও বেশি পরিমাণে provisioning করতে হয়েছে, যার প্রভাব পড়েছে নিট আয়ে। ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে তারা সংরক্ষণের দৃষ্টিভঙ্গিতে এগোচ্ছে এবং ক্রেডিট ব্যবস্থাপনা এবং আদায়ের মানোন্নয়নে মন দিচ্ছে।

এনপিএ সংক্রান্ত তথ্যও চিন্তার কারণ হতে পারে। প্রথম ত্রৈমাসিকে ব্যাঙ্কের মোট এনপিএ অনুপাত (Gross NPA ratio) বেড়ে দাঁড়িয়েছে ৫ শতাংশ, যা আগের বছরের তুলনায় (৪.২ শতাংশ) বেশি। নিট এনপিএ (Net NPA) ১.৪ শতাংশে পৌঁছেছে, যা আগের বছরে ছিল ১.১ শতাংশ।

তবে মূলধন পর্যাপ্ততা (Capital Adequacy Ratio) যথেষ্টই ভাল অবস্থানে আছে—১৯.৪ শতাংশ, যা নিয়ন্ত্রক সীমার (১১.৫ শতাংশ) অনেক উপরে।

এই ত্রৈমাসিকে ব্যাঙ্কের মোট সম্পদ ছিল ১,৮৯,৪০৩ কোটি টাকা। সম্পদের উপর রিটার্ন (RoA) ছিল মাত্র ০.২০ শতাংশ।

ব্যবসার দিক থেকে, ব্যাঙ্কের আমানত ১৬ শতাংশ হারে বেড়ে হয়েছে ১.৫৫ লক্ষ কোটি টাকা। রিটেল আমানতের অংশ ৬৮ শতাংশ, যার মধ্যে CASA (কারেন্ট অ্যান্ড সেভিংস অ্যাকাউন্ট) ছিল ৪১,৮৫৮ কোটি টাকা এবং CASA অনুপাত ছিল ২৭.১ শতাংশ। রিটেল টার্ম ডিপোজিটে ৩৪ শতাংশ বৃদ্ধি হয়েছে।

ঋণপ্রদান (Gross Advances) ৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১.৩৪ লক্ষ কোটি টাকা। ঋণের গঠনে বড় পরিবর্তন এসেছে। নিরাপদ ঋণের (Secured Loans) অংশ এক বছর আগে ৪৩ শতাংশ থাকলেও এবার তা বেড়ে ৫২ শতাংশ ছাড়িয়েছে।

ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও পার্থ প্রতিম সেনগুপ্ত বলেন, “চলমান অর্থনৈতিক চ্যালেঞ্জ সত্ত্বেও আমাদের ব্যবসার ভিত মজবুত এবং দৃষ্টিভঙ্গি সুস্পষ্ট। ঝুঁকি ব্যবস্থাপনা ও গ্রাহক পরিষেবায় গুণমান বজায় রেখে আমরা দীর্ঘমেয়াদি মূল্য দেওয়ার দিকেই মনোযোগী।”

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

দুর্গাপুজোর মুখে কলকাতায় প্রধানমন্ত্রী মোদী, ১৪-১৫ সেপ্টেম্বর একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর উপলক্ষে ১৪ ও ১৫ সেপ্টেম্বর কলকাতায় একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ জারি করল পুলিশ। জানুন কোন রাস্তায় কবে নিষেধাজ্ঞা থাকবে।

পূজোর আগে বড় পরিবর্তন, শিয়ালদহ স্টেশনে চালু হচ্ছে যানবাহনের জন্য পৃথক লেন

শিয়ালদহ স্টেশনের সামনে যানবাহনের জন্য আলাদা লেনের পরীক্ষা শুরু করল ইস্টার্ন রেলওয়ে। অটো, ট্যাক্সি, প্রাইভেট কার ও পার্কিং জোনের জন্য থাকছে আলাদা লেন। পূজোর আগেই কার্যকর হবে ব্যবস্থা।

নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে চলেছেন সুশীলা কার্কি

সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি হতে চলেছেন নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। জানুন তাঁর জীবনের পথচলা, সংগ্রাম ও সাফল্যের কাহিনি।

বীরভূমে পাথর খাদানে ধস, মৃত্যু ৬ শ্রমিকের; আহত ৫

বীরভূমের পাথর খাদানে ধস নেমে মৃত্যু হল অন্তত ৬ জন শ্রমিকের। আহত ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধারকাজে নেমেছে পুলিশ ও স্থানীয়রা।

আরও পড়ুন

জিএসটি কমার প্রভাব পড়ল সোনার দামে, এখনই কি সোনা কেনার সঠিক সময়?

জিএসটি হ্রাসে সোনার বাজারে প্রভাব দেখা দিয়েছে। দাম কমতেই বিনিয়োগকারীদের প্রশ্ন—এখনই কি সোনা কেনার সময়? বিশেষজ্ঞরা কী বলছেন জেনে নিন।

‘৮ বছর দেরিতে এল জিএসটি সংস্কার’— কেন্দ্রকে তোপ চিদম্বরম ও জয়রাম রমেশের

জিএসটি সংস্কারকে কংগ্রেস নেতাদের আক্রমণ। চিদম্বরম বললেন ৮ বছর দেরি, জয়রাম রমেশের দাবি এখনো সত্যিকারের জিএসটি ২.০ আসেনি।

জিএসটি ২.০ সংস্কারে চাঙ্গা বাজার, সেনসেক্স ৫০০ পয়েন্টের বেশি উর্ধ্বমুখী

জিএসটি ২.০ সংস্কারের জেরে টানা দ্বিতীয় দিনে চাঙ্গা সেনসেক্স-নিফটি। বিশেষজ্ঞদের মতে, ভোক্তা চাহিদা বাড়বে, তাতে অর্থনীতি পাবে বড় উত্সাহ।