Homeশিল্প-বাণিজ্যলোকসভায় পাশ নতুন ব্যাঙ্কিং আইন সংশোধনী বিল, মিলবে একাধিক নমিনির সুবিধা

লোকসভায় পাশ নতুন ব্যাঙ্কিং আইন সংশোধনী বিল, মিলবে একাধিক নমিনির সুবিধা

প্রকাশিত

গত ৩ ডিসেম্বর ব্যাঙ্কিং আইন (সংশোধনী) বিল পাশ করেছে লোকসভা। নতুন এই আইন অনুযায়ী, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ফিক্সড ডিপোজিট এবং সেভিংস বা লকার অ্যাকাউন্টে এখন থেকে সর্বাধিক চারজন নমিনি নিয়োগ করা যাবে।

রাজ্যসভায় অনুমোদনের অপেক্ষায়

নতুন আইন কার্যকর হতে রাজ্যসভায় এটি পাশ হওয়া প্রয়োজন। এরপর রাষ্ট্রপতির অনুমোদন সাপেক্ষে এর কার্যকরী তারিখ নির্ধারিত হবে।

বর্তমানে ব্যাঙ্ক অ্যাকাউন্টে একক নমিনি নিয়োগের যে ব্যবস্থা রয়েছে, তা পরিবর্তন করে নতুন বিলে চারজন পর্যন্ত নমিনি নিয়োগের বিধান রাখা হয়েছে। এর উদ্দেশ্য হল প্রয়াত অ্যাকাউন্ট হোল্ডারের সম্পদ দ্রুত এবং সহজে বন্টন করা, বিশেষত কোভিড-১৯ মহামারির সময় দেখা দেওয়া এ ধরনের সমস্যাগুলি সমাধান করা।

নমিনি ব্যবস্থার নিয়ম

১. ব্যাঙ্ক ডিপোজিটের ক্ষেত্রে একাধিক নমিনি একসঙ্গে বা পর্যায়ক্রমে নিয়োগ করা যাবে।

২. যদি একাধিক নমিনি একসঙ্গে নিয়োগ করা হয়, তবে নির্ধারিত অনুপাতে সম্পদ বন্টন হবে।

৩. পর্যায়ক্রমে নমিনি নিয়োগ করা হলে, যাঁর নাম উচ্চস্থানে থাকবে, তিনি অগ্রাধিকার পাবেন।

৪. লকার বা ব্যাঙ্কের নিরাপত্তা হেফাজতে রাখা জিনিসপত্রের ক্ষেত্রে শুধুমাত্র পর্যায়ক্রমিক নমিনি মনোনীত সম্ভব।

নমিনির সুবিধা

নমিনিদের মাধ্যমে অ্যাকাউন্ট হোল্ডারের মৃত্যু পরবর্তী সময়ে সঞ্চয় বা লকারে রাখা সম্পদ, উত্তরাধিকারীর প্রমাণপত্র বা উইলের প্রয়োজন ছাড়াই দ্রুত এবং সহজে হস্তান্তর করা সম্ভব।

নমিনেশন কী?

ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের ব্যাখ্যা অনুযায়ী, নমিনেশন হল এমন একটি ব্যবস্থা, যেখানে কোনো ডিপোজিট অ্যাকাউন্ট বা সেভ ডিপোজিট লকারের মালিক তাঁর মৃত্যুর পর ওই সম্পদের দাবিদার হিসেবে একজন (বা এখন থেকে চারজন পর্যন্ত) ব্যক্তিকে মনোনীত করতে পারেন।

এই সংশোধনী ব্যাঙ্কিং গ্রাহকদের জন্য আরও স্বচ্ছতা ও সুবিধা নিশ্চিত করবে বলে আশা করা হচ্ছে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

১৫ সেপ্টেম্বর থেকে বর্ষা বিদায় রাজস্থানে, পূর্ব ভারতে বাড়ছে বৃষ্টির দাপট; উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা

১৫ সেপ্টেম্বর থেকে রাজস্থান থেকে বর্ষা বিদায় শুরু হবে। পূর্ব ভারতে বৃষ্টির দাপট বাড়বে। উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা, দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।

হীরক জয়ন্তী বর্ষে বেহালা নূতন দল, দর্শনার্থীদের নিয়ে যাবে রাজা বীর সিংহ ও রাই কুমারীর দেশে

বেহালা নূতন দলের এবারের হীরক জয়ন্তী পুজোর থিম ‘শিবাণী ধাম’। রাজা বীর সিংহ ও রাই কুমারীর ঐতিহাসিক কাহিনি মণ্ডপে জীবন্ত হয়ে উঠছে।

দুর্গাপুজোর মুখে কলকাতায় প্রধানমন্ত্রী মোদী, ১৪-১৫ সেপ্টেম্বর একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর উপলক্ষে ১৪ ও ১৫ সেপ্টেম্বর কলকাতায় একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ জারি করল পুলিশ। জানুন কোন রাস্তায় কবে নিষেধাজ্ঞা থাকবে।

পূজোর আগে বড় পরিবর্তন, শিয়ালদহ স্টেশনে চালু হচ্ছে যানবাহনের জন্য পৃথক লেন

শিয়ালদহ স্টেশনের সামনে যানবাহনের জন্য আলাদা লেনের পরীক্ষা শুরু করল ইস্টার্ন রেলওয়ে। অটো, ট্যাক্সি, প্রাইভেট কার ও পার্কিং জোনের জন্য থাকছে আলাদা লেন। পূজোর আগেই কার্যকর হবে ব্যবস্থা।

আরও পড়ুন

জিএসটি কমার প্রভাব পড়ল সোনার দামে, এখনই কি সোনা কেনার সঠিক সময়?

জিএসটি হ্রাসে সোনার বাজারে প্রভাব দেখা দিয়েছে। দাম কমতেই বিনিয়োগকারীদের প্রশ্ন—এখনই কি সোনা কেনার সময়? বিশেষজ্ঞরা কী বলছেন জেনে নিন।

‘৮ বছর দেরিতে এল জিএসটি সংস্কার’— কেন্দ্রকে তোপ চিদম্বরম ও জয়রাম রমেশের

জিএসটি সংস্কারকে কংগ্রেস নেতাদের আক্রমণ। চিদম্বরম বললেন ৮ বছর দেরি, জয়রাম রমেশের দাবি এখনো সত্যিকারের জিএসটি ২.০ আসেনি।

জিএসটি ২.০ সংস্কারে চাঙ্গা বাজার, সেনসেক্স ৫০০ পয়েন্টের বেশি উর্ধ্বমুখী

জিএসটি ২.০ সংস্কারের জেরে টানা দ্বিতীয় দিনে চাঙ্গা সেনসেক্স-নিফটি। বিশেষজ্ঞদের মতে, ভোক্তা চাহিদা বাড়বে, তাতে অর্থনীতি পাবে বড় উত্সাহ।