Homeশিল্প-বাণিজ্যঅক্টোবর মাসে মোট ১৫ দিন ছুটি, পুজোর মাসে কবে কবে বন্ধ থাকবে...

অক্টোবর মাসে মোট ১৫ দিন ছুটি, পুজোর মাসে কবে কবে বন্ধ থাকবে ব্যাঙ্ক?

প্রকাশিত

পুজোর মরশুমে ব্যাঙ্কের ছুটির তালিকা প্রকাশ করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)। আসন্ন অক্টোবর মাসে, সারা দেশজুড়ে মোট ১৫ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। প্রতি মাসের দ্বিতীয় এবং চতুর্থ শনিবার এবং রবিবার ছুটির পাশাপাশি, উৎসব এবং জাতীয় ছুটির দিনগুলোতেও বন্ধ থাকবে ব্যাঙ্ক। তবে উৎসবের কারণে রাজ্যভেদে এই ছুটির তালিকায় তারতম্য দেখা যাবে।

অক্টোবর মাসে ব্যাঙ্ক ছুটির তালিকা

১ অক্টোবর: জম্মু-কাশ্মীরে নির্বাচন উপলক্ষে স্থানীয় ব্যাঙ্কগুলিতে ছুটি।
২ অক্টোবর: গান্ধী জয়ন্তীতে সারা দেশে ব্যাঙ্ক বন্ধ।
৩ অক্টোবর: নবরাত্রি উপলক্ষে শুধুমাত্র জয়পুরে ব্যাঙ্ক বন্ধ।
৬ অক্টোবর: রবিবার, সারা দেশে ছুটি।
১০ অক্টোবর: দুর্গাপুজোর সপ্তমী উপলক্ষে কলকাতা, আগরতলা, গুয়াহাটি ও কোহিমায় ব্যাঙ্ক বন্ধ।
১২ অক্টোবর: দ্বিতীয় শনিবার, সারা দেশে ছুটি।
১৪ অক্টোবর: মহাষ্টমী উপলক্ষে বেঙ্গালুরু, ভুবনেশ্বর, চেন্নাই, গ্যাংটক, রাঁচি ও গ্যাংটকের ব্যাঙ্ককর্মীরা ছুটি পাবেন।
১৬ অক্টোবর: কোজাগরি পূর্ণিমা উপলক্ষে কলকাতা ও আগরতলায় ছুটি।
১৭ অক্টোবর: মহর্ষি বাল্মিকী জয়ন্তী ও কাটি বিহু উপলক্ষে বেঙ্গালুরু, গুয়াহাটি ও সিমলার ব্যাঙ্কে ছুটি।
২০ অক্টোবর: রবিবার, সারা দেশে ছুটি।
২৬ অক্টোবর: চতুর্থ শনিবার, সারা দেশে ছুটি।
২৭ অক্টোবর: রবিবার, সারা দেশে ছুটি।

আরবিআইয়ের নিয়ম অনুযায়ী, প্রতি মাসের দ্বিতীয় এবং চতুর্থ শনিবার এবং রবিবার ব্যাঙ্ককর্মীরা ছুটি পান। এছাড়াও, বিভিন্ন উৎসব এবং জাতীয় ছুটির দিনগুলিতে বন্ধ থাকে ব্যাঙ্ক। তবে উৎসবের ক্ষেত্রে রাজ্যভেদে এই ছুটির তারতম্য থাকে, যা ব্যাঙ্ক পরিষেবায় প্রভাব ফেলে।

অক্টোবর মাসে দুর্গাপুজো, কোজাগরি পূর্ণিমা, মহর্ষি বাল্মিকী জয়ন্তী এবং কাটি বিহুর মতো উৎসবের কারণে বিভিন্ন রাজ্যে এই ছুটি পড়েছে। বিশেষত, দুর্গাপুজোর সময় পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং আসামে ব্যাঙ্ক ছুটি থাকবে বেশি দিন। মহাষ্টমীর দিন বেঙ্গালুরু, ভুবনেশ্বর, চেন্নাই, গ্যাংটক এবং রাঁচির ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।

দুর্গাপুজো সংক্রান্ত সব খবর পড়তে এখানে ক্লিক করুন

অনলাইন ও এটিএম পরিষেবা

যদিও ব্যাঙ্কের শাখা এই দিনগুলোতে বন্ধ থাকবে, তবে গ্রাহকদের সুবিধার্থে এটিএম পরিষেবা এবং অনলাইন ব্যাঙ্কিং চালু থাকবে। তাই ছুটির দিনেও টাকা তোলা বা অনলাইন লেনদেনে কোনও সমস্যা হবে না বলে জানিয়েছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ।

এই ছুটির তালিকা প্রকাশের পর থেকে গ্রাহকদের মধ্যে উৎসবের সময় ব্যাঙ্কিং পরিষেবার পাওয়া নিয়ে কৌতূহল দেখা দিয়েছে। বিশেষ করে, যারা উৎসবের মরশুমে ব্যাঙ্কিং পরিষেবা নিতে চান, তাঁদের জন্য আগে থেকে পরিকল্পনা করে নেওয়া বাঞ্ছনীয়।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বায়ুদূষণ ও স্মার্টফোনে বাড়ছে শিশুদের অ্যাংজাইটি ঝুঁকি

শীত বাড়তেই বায়ুদূষণের প্রভাব পড়ছে মানসিক স্বাস্থ্যে। নয়াদিল্লির এইমস ও সিঙ্গাপুরের গবেষণায় উঠে এসেছে, দূষিত বাতাস ও ছোট বয়সে স্মার্টফোন ব্যবহারে শিশুদের অ্যাংজাইটি ও প্যানিক অ্যাটাকের ঝুঁকি বাড়ছে।

দক্ষিণবঙ্গে শীতে শীর্ষে কল্যাণী, আর কতদিন কনকনে ঠান্ডা?

দক্ষিণবঙ্গে শীতের দাপট চরমে। শ্রীনিকেতনকে পিছনে ফেলে শীতলতম এলাকা হল নদিয়ার কল্যাণী। কলকাতা সহ গোটা রাজ্যে কুয়াশা ও তাপমাত্রা আরও কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

ভারত-নিউজিল্যান্ড প্রথম একদিনের ম্যাচ: বল হাতে জেমিসনের জাদু সত্ত্বেও কোহলি-শুভমন-ঋষভের দাপটে এল জয়

নিউজিল্যান্ড: ৩০০-৮ (ড্যারিল মিচেল ৮৪, হেনরি নিকোলস ৬২, ডেভন কোনওয়ে ৫৪, মহম্মদ সিরাজ ২-৪০,...

পরিবেশ সচেতনতার বার্তা দিতে ‘সবুজপুকুর মেলা’ অনুষ্ঠিত হল ঢাকুরিয়া যুবতীর্থ শিশু উদ্যানে

নিজস্ব প্রতিনিধি:  দীর্ঘ প্রচেষ্টার পর গড়ফা-ঢাকুরিয়া-হালতু অঞ্চলে সবুজপুকুর জলাশয়ের সংরক্ষণ করা সম্ভব হয়েছে। চলতি...

আরও পড়ুন

বিশ্বের সর্বাধিক তেল মজুত ভেনেজুয়েলায়, তবু কেন উৎপাদনে পিছিয়ে দক্ষিণ আমেরিকার দেশটি?

ভেনেজুয়েলার হাতে বিশ্বের সবচেয়ে বড় তেল ভাণ্ডার—প্রায় ৩০৩ বিলিয়ন ব্যারেল। তবু বিনিয়োগ ঘাটতি, নিষেধাজ্ঞা ও প্রযুক্তিগত সমস্যায় তেল উৎপাদন সম্ভাবনার অনেক নীচে।

২০২৬-এও কি টাকার উপর চাপ অব্যাহত থাকবে? কী বলছেন বিশেষজ্ঞরা

বিশেষজ্ঞদের মতে, যদি ভারত-মার্কিন বাণিজ্যচুক্তিতে অগ্রগতি হয় এবং বিদেশি বিনিয়োগ ফিরতে শুরু করে, তবে ২০২৬ সালের শেষভাগে টাকার দাম কিছুটা ঘুরে দাঁড়িয়ে ₹৮৩–₹৮৪ স্তরে স্থিতিশীল হতে পারে।

ইরানে রিয়ালের রেকর্ড পতনে দেশজুড়ে বিক্ষোভ, সেন্ট্রাল ব্যাঙ্ক প্রধানের পদত্যাগ

রিয়ালের ঐতিহাসিক পতনে ইরানে বিক্ষোভ, তেহরানসহ বিভিন্ন শহরে দোকান বন্ধ। সেন্ট্রাল ব্যাঙ্ক প্রধানের পদত্যাগ।