Homeশিল্প-বাণিজ্যবেঙ্গালুরুতে চাকরি সংকট! আইটি সেকটরে ছাঁটাইয়ের ধাক্কায় সঙ্কটে আবাসন বাজার

বেঙ্গালুরুতে চাকরি সংকট! আইটি সেকটরে ছাঁটাইয়ের ধাক্কায় সঙ্কটে আবাসন বাজার

প্রকাশিত

ভারতের প্রযুক্তি রাজধানী বেঙ্গালুরুতে ভয়াবহ চাকরি সংকটের আশঙ্কা তৈরি হয়েছে। ইনশর্টস-এর একটি প্রতিবেদনে জানানো হয়েছে, শহরের আইটি খাতে ব্যাপক ছাঁটাইয়ের সম্ভাবনা রয়েছে, যার প্রধান কারণ হিসেবে উঠে এসেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এবং অটোমেশনের দ্রুত প্রসার।

বেঙ্গালুরুর হাজার হাজার আইটি কর্মী সাধারণত স্বল্পমূল্যের পেইং গেস্ট (PG) বা ভাড়ার অ্যাপার্টমেন্টে বসবাস করেন। কিন্তু এই সংকট শুধু চাকরি হারানোর মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি আবাসন খাত, রিয়েল এস্টেট বিনিয়োগ এবং স্থানীয় অর্থনীতিতেও ভয়াবহ প্রভাব ফেলতে পারে।

আগামী কয়েক সপ্তাহের মধ্যে শহরের বিভিন্ন আইটি সংস্থায় ছাঁটাইয়ের ঢল নামতে পারে। বিশেষ করে জুনিয়র সফটওয়্যার ডেভেলপার এবং টেস্টারদের চাকরি যাওয়ার আশঙ্কা সবচেয়ে বেশি। কম খরচে সফটওয়্যার তৈরি, বাগ ফিক্সিং এবং অপটিমাইজেশনের কাজ এখন দ্রুতগতিতে করছে এআই-ভিত্তিক সিস্টেম, যার ফলে কোম্পানিগুলি খরচ কমানোর স্বার্থে এই কর্মীদের ছাঁটাই করছে।

এর ফলে বেঙ্গালুরুর পেইং গেস্ট (PG) এবং ভাড়ার বাজারে বড়সড় ধাক্কা লাগতে চলেছে। স্বল্পবেতনের কর্মীদের বেশিরভাগই পিজি বা কম ভাড়ার ফ্ল্যাটে থাকেন, ফলে ছাঁটাই হলে অনেকেই শহর ছাড়তে বাধ্য হবেন। এতে ভাড়াটিয়া সংকট দেখা দেবে, যা বাড়ির মালিক ও বিনিয়োগকারীদের আর্থিক চাপে ফেলবে।

বিশেষ করে বেঙ্গালুরুর আউটার রিং রোড (ORR) সংলগ্ন অঞ্চলে রিয়েল এস্টেট বিনিয়োগকারীরা এই সংকটে সবচেয়ে বেশি বিপাকে পড়তে পারেন। কারণ, প্রযুক্তি পার্ক এবং কর্পোরেট অফিসের কাছাকাছি বাড়ির ভাড়া দিয়ে লাভবান হওয়ার পরিকল্পনা করেছিলেন তাঁরা। কিন্তু চাকরি হারানোর কারণে কর্মীরা শহর ছাড়তে শুরু করলে এই বিনিয়োগের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে।

বিশেষজ্ঞদের মতে, বহু কর্মী এখনও এআই-এর দ্রুত বিকাশ ও তার কর্মসংস্থানে প্রভাবকে পর্যাপ্ত গুরুত্ব দিচ্ছেন না। যদিও বাস্তবে এআই এখনই কোডিং, ডিবাগিং এবং সফটওয়্যার টেস্টিংয়ের কাজ অত্যন্ত দক্ষতার সঙ্গে করছে, যা আগামীর চাকরি বাজারে বড়সড় পরিবর্তন নিয়ে আসতে চলেছে।

বেঙ্গালুরুর এই চাকরি সংকট শুধুমাত্র শহরের অর্থনীতিই নয়, বরং গোটা দেশের আইটি খাতের ভবিষ্যৎ নিয়েও নতুন প্রশ্ন তুলছে।

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

শাহবাজের দুর্দান্ত প্রত্যাবর্তন, রঞ্জি ট্রফির ম্যাচে গুজরাতকে চাপে ফেলল বাংলা

কলকাতা: পাঁচ মাসের বিরতির পর চোটমুক্ত হয়ে দুর্দান্ত প্রত্যাবর্তন করলেন বাংলার শাহবাজ আহমেদ। ডান...

বাংলায় শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন, সোমবারই ঘোষণা কমিশনের — ১ নভেম্বর থেকে ঘরে ঘরে বিএলও

নির্বাচন কমিশন সোমবার ঘোষণা করবে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR)-এর দিনক্ষণ। পশ্চিমবঙ্গ-সহ ১৫টি রাজ্যে মঙ্গলবার থেকেই কাজ শুরু। ১ নভেম্বর থেকে বাড়ি বাড়ি যাবেন বিএলও।

অস্ত্র-সহ আলফা (স্বাধীন)-এর সদস্য গ্রেফতার, উদ্ধার আরপিজি ও বিপুল গোলাবারুদ

অরূপ চক্রবর্তী, গুয়াহাটি: নিরাপত্তাবাহিনীর হাতে আবার ধরা পড়ল আলফা (স্বাধীন) সংগঠনের এক দুর্ধর্ষ ক্যাডার।...

স্বাধীনতা-পরবর্তী বাংলা ছোটগল্পের সমাজ ও সময়ের প্রতিফলন — আঠারোটি প্রবন্ধে বৈচিত্র্যে ভরপুর সংকলন

‘স্বাধীনতা-পরবর্তী বাংলা ছোটগল্পে সমাজ ও সময়ের দ্বন্দ্ব’ সংকলনে আঠারোটি প্রবন্ধের মাধ্যমে প্রতিফলিত হয়েছে স্বাধীনোত্তর বাংলার সমাজ, রাজনীতি ও মানুষের অন্তর্জগৎ। সম্পাদনায় ড. রামেন্দ্র দাস।

আরও পড়ুন

দীপাবলিতে বিনিয়োগকারীদের উপহার! চারটি নতুন ডিজিটাল অ্যাপ ও আধুনিক ফিচার নিয়ে এল NSE

এনএসই দীপাবলিতে চালু করল চারটি নতুন মোবাইল অ্যাপ ও এনএসই এমএফ ইনভেস্ট প্ল্যাটফর্মে বড়সড় আপডেট। বিনিয়োগকারীদের জন্য আরও সহজ হল পোর্টফোলিও ট্র্যাকিং, অর্ডার প্লেসমেন্ট ও কমপ্লায়েন্স প্রক্রিয়া।

বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় ভারত, মার্সার রিপোর্টে উদ্বেগজনক তথ্য

মার্সার সিএফএ ইনস্টিটিউট গ্লোবাল পেনশন ইনডেক্স ২০২৫-এ বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় স্থান পেল ভারত। দেশটির রেটিং ‘Grade D’, যেখানে পেনশন কাঠামোয় বড় ঘাটতি নির্দেশ করেছে রিপোর্ট।

ইপিএফও সদস্যদের জন্য বড় পরিবর্তন: সহজ হল টাকার তোলার নিয়ম

ইপিএফও-র নতুন নিয়মে টাকার তোলার প্রক্রিয়া সহজ হলো। এখন মাত্র তিনটি কারণে টাকা তোলা যাবে — প্রয়োজনীয় চাহিদা, বাসস্থান ও বিশেষ পরিস্থিতি। শিক্ষায় ১০ বার এবং বিবাহে ৫ বার পর্যন্ত আংশিক অর্থ তোলা যাবে।