Homeশিল্প-বাণিজ্যপুরনো কার্ডে কোনও সমস্যা হবে না, নতুন প্রযুক্তির প্যান কার্ড নিয়ে বিভ্রান্তি...

পুরনো কার্ডে কোনও সমস্যা হবে না, নতুন প্রযুক্তির প্যান কার্ড নিয়ে বিভ্রান্তি দূর করতে জানাল কেন্দ্র

প্রকাশিত

নতুন প্রযুক্তির প্যান কার্ড চালু করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। এই কার্ডে থাকবে অত্যাধুনিক ডায়নামিক কিউআর কোড। তবে, পুরনো প্যান কার্ডধারীদের নতুন কার্ডের জন্য আবেদন করতে হবে না বলে স্পষ্ট করেছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। সোমবার কেন্দ্রীয় মন্ত্রিসভার এই সিদ্ধান্তের পর সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি দেখা দেয়।

বিভ্রান্তির অবসান ঘটিয়ে অর্থ মন্ত্রক জানিয়েছে, যাঁদের কাছে বর্তমানে প্যান কার্ড রয়েছে, তাঁদের পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বর (PAN) পরিবর্তনের প্রয়োজন নেই। নতুন কার্ডের জন্য আবেদন করতে হবে না। প্যান কার্ডে থাকা তথ্য— যেমন নাম, ঠিকানা, ই-মেল বা মোবাইল নম্বর পরিবর্তনের প্রয়োজন হলে ‘প্যান ২.০’ চালু হওয়ার পর আবেদন করা যাবে। তবে, আধার সংযুক্ত প্যান কার্ডধারীরা আগেই অনলাইনে সংশোধনের জন্য আবেদন করতে পারেন।

অর্থ মন্ত্রকের আরও বক্তব্য, ডায়নামিক কিউআর কোডের সুবিধা হল, এতে প্যানধারীর সংশোধিত তথ্য— যেমন নাম, ছবি, জন্ম তারিখ ইত্যাদি সহজেই যাচাই করা যাবে। ব্যবসায়ীদের ক্ষেত্রেও এই কার্ড লেনদেনের ক্ষেত্রে কার্যকর হবে।

যাঁদের একাধিক প্যান কার্ড রয়েছে, তাঁদের অতিরিক্ত কার্ড বাতিল করার নির্দেশ দিয়েছে সরকার। নতুন প্রযুক্তির মাধ্যমে এই সমস্যা দূর হবে বলে আশা করা হচ্ছে। ‘প্যান ২.০’ চালু হলে একটি কেন্দ্রীয় পোর্টাল থেকেই সমস্ত প্যান সংক্রান্ত কাজ সম্পন্ন হবে।

আরও পড়ুন: বদলে যাবে প্যান কার্ড, সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় মন্ত্রীসভা

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

১৫ সেপ্টেম্বর থেকে বর্ষা বিদায় রাজস্থানে, পূর্ব ভারতে বাড়ছে বৃষ্টির দাপট; উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা

১৫ সেপ্টেম্বর থেকে রাজস্থান থেকে বর্ষা বিদায় শুরু হবে। পূর্ব ভারতে বৃষ্টির দাপট বাড়বে। উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা, দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।

হীরক জয়ন্তী বর্ষে বেহালা নূতন দল, দর্শনার্থীদের নিয়ে যাবে রাজা বীর সিংহ ও রাই কুমারীর দেশে

বেহালা নূতন দলের এবারের হীরক জয়ন্তী পুজোর থিম ‘শিবাণী ধাম’। রাজা বীর সিংহ ও রাই কুমারীর ঐতিহাসিক কাহিনি মণ্ডপে জীবন্ত হয়ে উঠছে।

দুর্গাপুজোর মুখে কলকাতায় প্রধানমন্ত্রী মোদী, ১৪-১৫ সেপ্টেম্বর একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর উপলক্ষে ১৪ ও ১৫ সেপ্টেম্বর কলকাতায় একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ জারি করল পুলিশ। জানুন কোন রাস্তায় কবে নিষেধাজ্ঞা থাকবে।

পূজোর আগে বড় পরিবর্তন, শিয়ালদহ স্টেশনে চালু হচ্ছে যানবাহনের জন্য পৃথক লেন

শিয়ালদহ স্টেশনের সামনে যানবাহনের জন্য আলাদা লেনের পরীক্ষা শুরু করল ইস্টার্ন রেলওয়ে। অটো, ট্যাক্সি, প্রাইভেট কার ও পার্কিং জোনের জন্য থাকছে আলাদা লেন। পূজোর আগেই কার্যকর হবে ব্যবস্থা।

আরও পড়ুন

জিএসটি কমার প্রভাব পড়ল সোনার দামে, এখনই কি সোনা কেনার সঠিক সময়?

জিএসটি হ্রাসে সোনার বাজারে প্রভাব দেখা দিয়েছে। দাম কমতেই বিনিয়োগকারীদের প্রশ্ন—এখনই কি সোনা কেনার সময়? বিশেষজ্ঞরা কী বলছেন জেনে নিন।

‘৮ বছর দেরিতে এল জিএসটি সংস্কার’— কেন্দ্রকে তোপ চিদম্বরম ও জয়রাম রমেশের

জিএসটি সংস্কারকে কংগ্রেস নেতাদের আক্রমণ। চিদম্বরম বললেন ৮ বছর দেরি, জয়রাম রমেশের দাবি এখনো সত্যিকারের জিএসটি ২.০ আসেনি।

জিএসটি ২.০ সংস্কারে চাঙ্গা বাজার, সেনসেক্স ৫০০ পয়েন্টের বেশি উর্ধ্বমুখী

জিএসটি ২.০ সংস্কারের জেরে টানা দ্বিতীয় দিনে চাঙ্গা সেনসেক্স-নিফটি। বিশেষজ্ঞদের মতে, ভোক্তা চাহিদা বাড়বে, তাতে অর্থনীতি পাবে বড় উত্সাহ।