Homeশিল্প-বাণিজ্যফিউশন সিএক্স -এর নতুন ডেলিভারি সেন্টার শিলিগুড়িতে, ই-কমার্স ও রিটেল গ্রাহক সেবায়...

ফিউশন সিএক্স -এর নতুন ডেলিভারি সেন্টার শিলিগুড়িতে, ই-কমার্স ও রিটেল গ্রাহক সেবায় জোর

প্রকাশিত

কলকাতা, ২১ আগস্ট, ২০২৫: পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে ১,০০০ আসনের (প্রায় ৩,০০০ শিফট সিট), ৫৪,০০০ বর্গফুটের একটি অত্যাধুনিক ডেলিভারি সেন্টার চালু করল গ্লোবাল কাস্টমার এক্সপেরিয়েন্স (CX) এবং বিজনেস প্রসেস ম্যানেজমেন্ট (BPM) পরিষেবার শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান Fusion CX। ই-কমার্স এবং রিটেল খাতে গ্রাহক ও বিক্রেতা পরিষেবাকে কেন্দ্র করে তৈরি এই কেন্দ্রটি ভয়েস, ইমেল, চ্যাট, সোশ্যাল মিডিয়া এবং ইন-অ্যাপ মেসেজিং সহ সর্বাধুনিক ওমনিচ্যানেল সলিউশন দেবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের তথ্যপ্রযুক্তি ও ইলেকট্রনিক্স দফতরের মন্ত্রী শ্রী বাবুল সুপ্রিয়, ফিউশন সিএক্স-এর সহ-প্রতিষ্ঠাতা পঙ্কজ ধানুকা এবং কিশোর সরাওগি

শিলিগুড়িকে কেন্দ্র করে নতুন সম্ভাবনা

গেটওয়ে সিটি হিসেবে দ্রুত উত্থান ঘটছে শিলিগুড়ির। দক্ষ মানবসম্পদ ও শক্তিশালী শিক্ষাগত পরিবেশের কারণে ডিজিটাল-ফার্স্ট এবং নলেজ-ড্রিভেন পরিষেবার জন্য এই শহরকে আদর্শ মনে করছে ফিউশন সিএক্স। নতুন সেন্টারটি শুধু ই-কমার্স গ্রাহক পরিষেবা নয়, ডেটা অ্যানোটেশন, ট্রেনিং ডেটা প্রস্তুতি এবং ইন্ডাস্ট্রি-স্পেসিফিক সলিউশন-এরও হাব হয়ে উঠবে।

অনুষ্ঠানে  বাবুল সুপ্রিয়, মন্ত্রী (আইটি ও ইলেকট্রনিক্স), পশ্চিমবঙ্গ সরকার বলেন,  “শিলিগুড়ির উত্থান বাংলার জন্য এক মাইলস্টোন। এটি বৃহৎ কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে এবং আইটি ও বিপিএম খাতে বাংলার শক্তি দেশ-বিদেশে প্রদর্শন করবে।”
সংস্থার চেয়ারম্যান ও কো-ফাউন্ডার পঙ্কজ ধানুকা বলেন, “শিলিগুড়ি এক্সপ্যানশন আমাদের প্রতিশ্রুতি—ই-কমার্স CX এবং ডেটা-ড্রিভেন পরিষেবায় আগামী দিনের হাব গড়ে তোলার।”

Fusion CX-এর কো-ফাউন্ডার ও সিওও কিশোর সরাওগি বলেন, “শিলিগুড়ির ট্যালেন্ট, সংযোগ এবং শিক্ষা ক্ষেত্রের গভীরতা আমাদের বিশ্বমানের সলিউশন স্কেল করতে এবং দ্রুত প্রসার ঘটাতে সাহায্য করবে।”

babul 1

শিলিগুড়ি ডেলিভারি সেন্টারের উল্লেখযোগ্য বিয়গুলি

  • কাস্টমার ও সেলার সাপোর্ট: এল১ ও এল২ পর্যায়ের অভিযোগ, রিকোয়েস্ট, ক্যাটালগ ম্যানেজমেন্ট, ঋণ পরিষেবা, জালিয়াতি প্রতিরোধ, বিজ্ঞাপন বিক্রি, অনবোর্ডিং এবং প্রশিক্ষণ।
  • কুইক কমার্স সলিউশনস: লিন শিফট, স্প্লিট শিফট, সিজনাল র‍্যাম্প-আপের মতো নমনীয় স্টাফিং।
  • স্কেল ও ক্যাপাসিটি: ৫৪,০০০ বর্গফুট এলাকা, ১,০০০ সিট (প্রায় ৩,০০০ শিফট সিট), ইতিমধ্যেই ৪০০+ ফুলটাইম কর্মী বহুমুখী পরিষেবা চালাচ্ছেন।
  • এআই ও ডেটা সার্ভিসেস: অ্যানোটেশন, ট্রেনিং ডেটা, কমপ্লায়েন্স, অ্যানালিটিক্স—ওমাইন্ডের অটোমেশন দ্বারা পরিচালিত।
  • কর্মীবান্ধব পরিকাঠামো: আধুনিক ট্রেনিং রুম, সহযোগিতামূলক জোন এবং কর্মীদের উন্নয়নমুখী সুবিধা।
  • ওমনিচ্যানেল ডেলিভারি: ভয়েস, চ্যাট, ইমেল, সোশ্যাল এবং ডিজিটাল প্ল্যাটফর্মে নিরবচ্ছিন্ন যোগাযোগ।

ফিউশন সিএক্স-এর এই নতুন পদক্ষেপ শিলিগুড়িকে বিশ্বমানের CX সমাধানের এক নতুন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করবে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

কলকাতায় সাউথ সিটি মলে স্কেচার্সের নতুন স্টোর উদ্বোধন করলেন কার্তিক আরিয়ান

কলকাতার সাউথ সিটি মলে নতুন স্টোর খুলল স্কেচার্স। উদ্বোধনে উপস্থিত ছিলেন ব্র্যান্ড অ্যাম্বাসাডর কার্তিক আরিয়ান। কমিউনিটি গোল চ্যালেঞ্জে অংশ নিয়ে কেল ফাউন্ডেশনে শিশুদের জন্য জুতো দান করল সংস্থা।

পুজোর আগে সুখবর, সরকারি কর্মীদের জন্য এলটিসি-এইচটিসির মেয়াদ বাড়ল এক বছর

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সিদ্ধান্ত নিল নবান্ন। এলটিসি ও এইচটিসির মেয়াদ বাড়িয়ে ২০২৬ সালের ৩১ অক্টোবর পর্যন্ত করা হল। আগামী এক বছরের মধ্যে যাঁরা সুবিধা নিতে পারেননি, তাঁরা তা ব্যবহার করতে পারবেন।

কবি সুভাষের পর শহিদ ক্ষুদিরামেও পরিষেবা কমল, পুজোর মুখে বিপাকে মেট্রো যাত্রীরা

দক্ষিণ কলকাতার শহিদ ক্ষুদিরাম স্টেশনে মেট্রো পরিষেবা কমানোর সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। কবি সুভাষ স্টেশনে সংস্কারের কাজ চলায় আগেই বন্ধ ছিল পরিষেবা। বৃহস্পতিবার লাইনের গণ্ডগোলে অর্ধঘণ্টা বন্ধও থাকল মেট্রো।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণেও ঝড়বৃষ্টি; একাধিক জেলায় সতর্কতা জারি

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যে ঝড়বৃষ্টি। উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, আলিপুরদুয়ারে কমলা সতর্কতা। দক্ষিণবঙ্গেও একাধিক জেলায় হলুদ সতর্কতা জারি।

আরও পড়ুন

‘৮ বছর দেরিতে এল জিএসটি সংস্কার’— কেন্দ্রকে তোপ চিদম্বরম ও জয়রাম রমেশের

জিএসটি সংস্কারকে কংগ্রেস নেতাদের আক্রমণ। চিদম্বরম বললেন ৮ বছর দেরি, জয়রাম রমেশের দাবি এখনো সত্যিকারের জিএসটি ২.০ আসেনি।

জিএসটি ২.০ সংস্কারে চাঙ্গা বাজার, সেনসেক্স ৫০০ পয়েন্টের বেশি উর্ধ্বমুখী

জিএসটি ২.০ সংস্কারের জেরে টানা দ্বিতীয় দিনে চাঙ্গা সেনসেক্স-নিফটি। বিশেষজ্ঞদের মতে, ভোক্তা চাহিদা বাড়বে, তাতে অর্থনীতি পাবে বড় উত্সাহ।

নতুন তিন স্ল্যাব অনুমোদন করল জিএসটি কাউন্সিল, চলতি মাস থেকেই কার্যকর

জিএসটি কাউন্সিলের ৫৬তম বৈঠকে সিদ্ধান্ত হল—এবার থেকে জিএসটি-তে থাকবে তিনটি স্ল্যাব। ১২% ও ২৮% স্ল্যাব বাতিল, ৪০% হারে কর দিতে হবে বিলাসবহুল পণ্যে।