Homeশিল্প-বাণিজ্যসোনার দামে বড় পতন, তবে কি কেনার সঠিক সময় এটাই?

সোনার দামে বড় পতন, তবে কি কেনার সঠিক সময় এটাই?

প্রকাশিত

তিন বছরের মধ্যে সোনার দামে সবচেয়ে বড় সাপ্তাহিক পতন ঘটে গেল। ডলারের শক্তিশালী অবস্থান এবং বিনিয়োগকারীদের পছন্দ বদলের ফলে সোনার এই দরপতন হয়েছে বলে প্রাথমিক অনুমান।

বিশ্ববাজারে প্রতি আউন্স সোনার দাম এখন দাঁড়িয়েছে ২,৫৬২.৬১ ডলার, যা ৮ শতাংশেরও বেশি কম। মার্কিন গোল্ড ফিউচার্সও সামান্য হ্রাস পেয়ে ২,৫৬৭.১০ ডলারে নেমে এসেছে। এ দিকে, দিল্লিতে প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ১,২০০ টাকা কমে ৭৫,৮১৩ টাকায় পৌঁছেছে।

অনেকেই মনে করেন, এই পতনের একটি বড় কারণ ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরোম পাওয়েলের বক্তব্য। তিনি সুদের হার দ্রুত কমানোর সম্ভাবনা নাকচ করেছেন। এতে বিনিয়োগকারীদের ধারণা পাল্টেছে। সিএমই ফেডওয়াচ টুল অনুযায়ী, ডিসেম্বর মাসে সুদের হার কমানোর সম্ভাবনা ৮৩ শতাংশ থেকে কমে ৫৯ শতাংশে নেমে এসেছে।

এছাড়াও ডলারের শক্তিশালী অবস্থান সোনার জন্য আরেকটি বাধা। ডলারের মূল্য বৃদ্ধির কারণে অন্যান্য মুদ্রায় বিনিয়োগকারীদের জন্য সোনা আরও ব্যয়বহুল হয়ে উঠছে। এ দিকে, মার্কিন ট্রেজারি ফলন বৃদ্ধি পাওয়ায় সোনা বিনিয়োগের প্রতি আগ্রহ আরও কমে গেছে।

অক্টোবরে যুক্তরাষ্ট্রে খুচরা বিক্রির পরিসংখ্যান প্রত্যাশার তুলনায় ভালো হওয়ায় অর্থনীতির স্থিতিশীলতা প্রকাশ পেয়েছে। ফলে সোনার নিরাপদ বিনিয়োগের আকর্ষণ কিছুটা কমেছে।

এদিকে, ডলার বৃদ্ধির পাশাপাশি ক্রিপ্টোকারেন্সির প্রতি বিনিয়োগকারীদের ঝোঁক সোনার দামে প্রভাব ফেলেছে। বিশেষ করে, বিটকয়েনের রেকর্ড মূল্যবৃদ্ধি (প্রতি কয়েন ৯৩,০০০ ডলার) অনেকের নজর সোনার থেকে সরিয়ে দিয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, স্বল্পমেয়াদে সোনার বাজারে লাভ কম হতে পারে। তবে দীর্ঘমেয়াদে সোনার দাম বাড়ার সম্ভাবনা রয়েছে। তাই এই দরপতন সোনা কেনার জন্য একটি ভালো সুযোগ হতে পারে।

তবে বিনিয়োগের আগে সুদের হার ও মুদ্রাস্ফীতির অবস্থা খতিয়ে দেখে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

‘চারদিকে শুধু রক্ত!’ লন্ডনগামী ট্রেনে ছুরি নিয়ে হামলা! ১০ জন আহত, ২ অভিযুক্ত গ্রেফতার

লন্ডনগামী ট্রেনে চলন্ত অবস্থায় ছুরিকাঘাতে আতঙ্ক! ১০ জন আহত, যার মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনায় ২ সন্দেহভাজনকে গ্রেফতার করেছে ব্রিটিশ পুলিশ। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।

দিল্লিতে ১৫% মৃত্যুর কারণ বায়ু দূষণ, চাঞ্চল্যকর তথ্য উঠে এল গবেষণায়

২০২৩ সালে দিল্লিতে প্রতি সাতটি মৃত্যুর একটির কারণ বায়ুদূষণ, জানাল ‘গ্লোবাল বার্ডেন অব ডিজিজ’-এর রিপোর্ট। দূষণে বছরে প্রায় ১৭,২০০ মানুষের মৃত্যু এবং ৪.৯ লক্ষ বছরের সুস্থ জীবন নষ্ট হয়েছে, দাবি গবেষকদের।

বাংলাদেশি সন্দেহে কৃষককে চায়ের দোকান থেকে তুলে নিয়ে মারধর! বিএসএফের বিরুদ্ধে অভিযোগ দায়ের নদিয়ায়

বাংলাদেশি সন্দেহে নদিয়ার এক কৃষককে চায়ের দোকান থেকে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ বিএসএফের বিরুদ্ধে। জখম কৃষক রফিকুল মোল্লা থানায় লিখিত অভিযোগ করেছেন, ঘটনার পর উত্তেজনা ছড়িয়েছে চাপড়া সীমান্তে।

২০তম কলকাতা আন্তর্জাতিক ইতিহাস উৎসবের লোগো উদ্বোধন

খবর অনলাইন ডেস্ক: কলকাতা আন্তর্জাতিক ইতিহাস উৎসবের বয়স এবার ২০ হতে চলেছে। এই ২০তম...

আরও পড়ুন

নভেম্বর থেকে বড় পরিবর্তন! স্কুল ফি, ওয়ালেট রিচার্জে নতুন চার্জ চালু করল SBI কার্ড

নভেম্বর ১ থেকে SBI কার্ডে বড়সড় পরিবর্তন। স্কুল ও কলেজ ফি, ডিজিটাল ওয়ালেট রিচার্জে লাগবে অতিরিক্ত ১% চার্জ। জেনে নিন নতুন নিয়মে কী কী পরিবর্তন এসেছে এবং কীভাবে বাঁচবেন বাড়তি খরচ থেকে।

দ্বিতীয় ত্রৈমাসিকে বন্ধন ব্যাঙ্কের মুনাফা গত বছরের তুলনায় ৮৮% কমে ১১২ কোটি টাকা, বাড়ল এনপিএ

বেসরকারি খাতের বন্ধন ব্যাঙ্ক ২০২৬ অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে ৮৮ শতাংশ পতনের মুখে। ব্যাংকের নিট মুনাফা কমে ₹১১২ কোটি। এনপিএ বেড়েছে, সুদের আয় ও CASA অনুপাতেও পতন।

কলকাতায় আত্মপ্রকাশ গোদরেজ হাউসিং ফিন্যান্সের, পূর্ব ভারতে ঋণ পরিষেবায় নতুন দিগন্ত

পূর্ব ভারতে আর্থিক পরিষেবা সম্প্রসারণের লক্ষ্যে কলকাতায় প্রথম শাখা চালু করল গোদরেজ হাউসিং ফিন্যান্স। ৭.৭৫% সুদে হোম লোন, নারীদের জন্য বিশেষ ‘আরোহী হোম লোন’ অফারসহ গ্রাহককেন্দ্রিক পরিষেবা দেবে সংস্থা।