Homeশিল্প-বাণিজ্যগুগলে ফের কর্মী ছাঁটাই, কোপের কবলে ম্যানেজার স্তরের ১০ শতাংশ

গুগলে ফের কর্মী ছাঁটাই, কোপের কবলে ম্যানেজার স্তরের ১০ শতাংশ

প্রকাশিত

গুগল ফের ছাঁটাই করল তাদের কর্মী। ম্যানেজার, ডিরেক্টর এবং ভাইস প্রেসিডেন্ট স্তরের ১০ শতাংশ কর্মীকে ছাঁটাই করা হয়েছে। বুধবার একটি কর্মী বৈঠকে গুগলের CEO সুন্দর পিচাই এই সিদ্ধান্তের কথা জানান।

সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, কিছু কর্মীকে তাদের নতুন দায়িত্বে পুনর্বহাল করা হবে, তবে বেশ কিছু পদের “রোল এলিমিনেশন” করা হবে। এই কর্মী ছাঁটাই গুগলের দীর্ঘমেয়াদি দক্ষতা বৃদ্ধির প্রচেষ্টার অংশ, যা প্রায় দ্বিগুণ দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে করা হচ্ছে।

গুগলের এই সিদ্ধান্ত এমন একটি সময়ে যখন কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এবং প্রতিযোগী সংস্থাগুলির উন্নয়ন বিশ্বজুড়ে প্রযুক্তি জগতে আলোড়ন সৃষ্টি করছে। ওপেনএআই-এর মতো সংস্থা গুগলের ব্যবসার ওপর চাপ সৃষ্টি করছে। গুগল ইতিমধ্যেই প্রতিযোগিতার পাল্টা হিসাবে তাদের পণ্যগুলিতে জেনারেটিভ এআই ফিচার যুক্ত করেছে এবং সম্প্রতি Gemini 2.0 মডেল লঞ্চ করেছে। পিচাই এটিকে ‘একটি নতুন যুগের সূচনা’ হিসেবে উল্লেখ করেছেন।

এই ঘোষণার পরে স্টক মার্কেটে গুগুলের শেয়ার ৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। কোয়ান্টাম চিপ প্রকাশের পরে স্টক আরও ৩.৫ শতাংশ বেড়েছিল।

প্রসঙ্গত, এটি এই বছরের চতুর্থ ছাঁটাই। এর আগে, জানুয়ারিতে বিজ্ঞাপন টিম থেকে কয়েকশো এবং জুনে ক্লাউড ইউনিট থেকে ১০০ কর্মী বাদ দেওয়া হয়েছিল। ২০২২ সালের সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই কার্যকারিতা বৃদ্ধির প্রচেষ্টার অংশ হিসেবে গুগল গত বছর জানুয়ারিতে ১২,০০০ কর্মী ছাঁটাই করেছিল।

সুন্দর পিচাই কর্মীদের জন্য একটি খোলা চিঠিতে জানিয়েছিলেন, “আমাদের দ্রুত বর্ধমান সময়ের জন্য প্রস্তুতি নিতে হয়েছে। কিন্তু এই সিদ্ধান্তগুলি সংস্থার দীর্ঘমেয়াদি উন্নতির জন্য প্রয়োজনীয়।”

বুধবারের বৈঠকে পিচাই কর্পোরেট সংস্কৃতিতে পরিবর্তনের প্রয়োজনীয়তার কথাও বলেন এবং ‘গুগলিনেস’ পুনরায় সংজ্ঞায়িত করার ওপর জোর দেন।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আমেরিকার নন-ইমিগ্রান্ট ভিসার নিয়ম বদল, ভারতীয়দের জন্য বাড়ল বি১-বি২ ভিসার অপেক্ষার সময়

আমেরিকার এনআইভি ভিসার নতুন নিয়মে আবেদনকারীদের নিজের দেশেই ইন্টারভিউ দিতে হবে। ফলে ভারতীয়দের বি১-বি২ ভিসা পেতে আরও বেশি অপেক্ষা করতে হবে।

১৫ সেপ্টেম্বর থেকে বর্ষা বিদায় রাজস্থানে, পূর্ব ভারতে বাড়ছে বৃষ্টির দাপট; উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা

১৫ সেপ্টেম্বর থেকে রাজস্থান থেকে বর্ষা বিদায় শুরু হবে। পূর্ব ভারতে বৃষ্টির দাপট বাড়বে। উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা, দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।

হীরক জয়ন্তী বর্ষে বেহালা নূতন দল, দর্শনার্থীদের নিয়ে যাবে রাজা বীর সিংহ ও রাই কুমারীর দেশে

বেহালা নূতন দলের এবারের হীরক জয়ন্তী পুজোর থিম ‘শিবাণী ধাম’। রাজা বীর সিংহ ও রাই কুমারীর ঐতিহাসিক কাহিনি মণ্ডপে জীবন্ত হয়ে উঠছে।

দুর্গাপুজোর মুখে কলকাতায় প্রধানমন্ত্রী মোদী, ১৪-১৫ সেপ্টেম্বর একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর উপলক্ষে ১৪ ও ১৫ সেপ্টেম্বর কলকাতায় একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ জারি করল পুলিশ। জানুন কোন রাস্তায় কবে নিষেধাজ্ঞা থাকবে।

আরও পড়ুন

জিএসটি কমার প্রভাব পড়ল সোনার দামে, এখনই কি সোনা কেনার সঠিক সময়?

জিএসটি হ্রাসে সোনার বাজারে প্রভাব দেখা দিয়েছে। দাম কমতেই বিনিয়োগকারীদের প্রশ্ন—এখনই কি সোনা কেনার সময়? বিশেষজ্ঞরা কী বলছেন জেনে নিন।

‘৮ বছর দেরিতে এল জিএসটি সংস্কার’— কেন্দ্রকে তোপ চিদম্বরম ও জয়রাম রমেশের

জিএসটি সংস্কারকে কংগ্রেস নেতাদের আক্রমণ। চিদম্বরম বললেন ৮ বছর দেরি, জয়রাম রমেশের দাবি এখনো সত্যিকারের জিএসটি ২.০ আসেনি।

জিএসটি ২.০ সংস্কারে চাঙ্গা বাজার, সেনসেক্স ৫০০ পয়েন্টের বেশি উর্ধ্বমুখী

জিএসটি ২.০ সংস্কারের জেরে টানা দ্বিতীয় দিনে চাঙ্গা সেনসেক্স-নিফটি। বিশেষজ্ঞদের মতে, ভোক্তা চাহিদা বাড়বে, তাতে অর্থনীতি পাবে বড় উত্সাহ।