Homeশিল্প-বাণিজ্যনতুন তিন স্ল্যাব অনুমোদন করল জিএসটি কাউন্সিল, চলতি মাস থেকেই কার্যকর

নতুন তিন স্ল্যাব অনুমোদন করল জিএসটি কাউন্সিল, চলতি মাস থেকেই কার্যকর

প্রকাশিত

জিএসটি কাঠামোয় এল বড় পরিবর্তন। ৫৬তম বৈঠকের প্রথম দিনেই কেন্দ্র এবং রাজ্যের মধ্যে ঐকমত্যে স্থির হয়েছে, এবার থেকে জিএসটি-তে থাকবে মাত্র তিনটি স্ল্যাব

  • ৫ শতাংশ
  • ১৮ শতাংশ
  • বিশেষ স্ল্যাব ৪০ শতাংশ (বিলাসবহুল পণ্যের জন্য)

পঞ্জাবের মন্ত্রী হরপাল সিং চিমা বৈঠকের পর সাংবাদিকদের জানান, “এখন তিনটি স্ল্যাব থাকবে—৫%, ১৮% এবং একটি বিশেষ স্ল্যাব। একটি স্ল্যাব বাদ দেওয়া হয়েছে। আমরা ক্ষতিপূরণ সেস বাড়ানোর দাবি তুলেছিলাম, কিন্তু কেন্দ্র রাজি হয়নি।”

হিমাচল প্রদেশের মন্ত্রী রাজেশ ধর্মানি-ও এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করে বলেন, “সবাই সর্বসম্মতভাবে জিএসটি রেট সংস্কারের পক্ষে মত দিয়েছেন। ১২% এবং ২৮% স্ল্যাব বাতিল হয়েছে। বিলাসবহুল পণ্যে ৪০% হারে কর দিতে হবে।”

হিমাচল প্রদেশের আর এক মন্ত্রী এবং জিএসটি কাউন্সিল সদস্য হর্ষবর্ধন চৌহান জানান, “সবার উদ্দেশ্য ছিল সাধারণ মানুষের উপরে চাপ কমানো। তাই একসঙ্গে সবাই জিএসটি সংস্কারের পক্ষে ভোট দিয়েছেন।”

চলতি মাসের ২২ তারিখ থেকে ই নতুন কর কাঠামো কার্যকর হবে। এর ফলে ১৭৫টি পণ্যের দাম কমবে ।  বিশেষজ্ঞদের মতে, সাধারণ মানুষের জন্য স্বস্তি মিললেও বিলাসপণ্যের ক্ষেত্রে বাড়তি চাপ তৈরি হবে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

কবি সুভাষের পর শহিদ ক্ষুদিরামেও পরিষেবা কমল, পুজোর মুখে বিপাকে মেট্রো যাত্রীরা

দক্ষিণ কলকাতার শহিদ ক্ষুদিরাম স্টেশনে মেট্রো পরিষেবা কমানোর সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। কবি সুভাষ স্টেশনে সংস্কারের কাজ চলায় আগেই বন্ধ ছিল পরিষেবা। বৃহস্পতিবার লাইনের গণ্ডগোলে অর্ধঘণ্টা বন্ধও থাকল মেট্রো।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণেও ঝড়বৃষ্টি; একাধিক জেলায় সতর্কতা জারি

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যে ঝড়বৃষ্টি। উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, আলিপুরদুয়ারে কমলা সতর্কতা। দক্ষিণবঙ্গেও একাধিক জেলায় হলুদ সতর্কতা জারি।

পাম্প মেরামতির জন্য শনিবার দুপুরে বন্ধ থাকবে হাওড়ার পানীয় জল সরবরাহ

পদ্মপুকুর ইনটেক পয়েন্টে পাম্প মেরামতির জন্য শনিবার দুপুরে হাওড়া পুরসভার সব ওয়ার্ডে বন্ধ থাকবে জল সরবরাহ। সন্ধ্যা থেকে ফের স্বাভাবিক পরিষেবা।

স্বাস্থ্যসাথী কার্ডকে এসআইআরের নথি হিসাবে ব্যবহার করা যাবে না, জানাল নির্বাচন কমিশন

নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে, স্বাস্থ্যসাথী কার্ডকে বিশেষ নিবিড় সমীক্ষা (এসআইআর)-র নথি হিসাবে গণ্য করা যাবে না। নাগরিকত্বের প্রমাণস্বরূপ নথিই কেবল গ্রহণযোগ্য হবে।

আরও পড়ুন

‘৮ বছর দেরিতে এল জিএসটি সংস্কার’— কেন্দ্রকে তোপ চিদম্বরম ও জয়রাম রমেশের

জিএসটি সংস্কারকে কংগ্রেস নেতাদের আক্রমণ। চিদম্বরম বললেন ৮ বছর দেরি, জয়রাম রমেশের দাবি এখনো সত্যিকারের জিএসটি ২.০ আসেনি।

জিএসটি ২.০ সংস্কারে চাঙ্গা বাজার, সেনসেক্স ৫০০ পয়েন্টের বেশি উর্ধ্বমুখী

জিএসটি ২.০ সংস্কারের জেরে টানা দ্বিতীয় দিনে চাঙ্গা সেনসেক্স-নিফটি। বিশেষজ্ঞদের মতে, ভোক্তা চাহিদা বাড়বে, তাতে অর্থনীতি পাবে বড় উত্সাহ।

আমেরিকার ট্যারিফ জুলুম: বিকল্প খুঁজতে রাশিয়া, নেদারল্যান্ডস ও ব্রাজিলের ওষুধ বাজারে নজর ভারতের

ভারতের ফার্মাসিউটিক্যাল শিল্প যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমাতে রাশিয়া, নেদারল্যান্ডস ও ব্রাজিলে রপ্তানি বাড়ানোর পরিকল্পনা নিয়েছে। ২০২৫ অর্থবছরে মার্কিন যুক্তরাষ্ট্রেই ১০.৫ বিলিয়ন ডলার ওষুধ বিক্রি হয়েছে।