Homeশিল্প-বাণিজ্যদীপাবলির আগে আসছে ‘নেক্সট জেনারেশন’ জিএসটি সংস্কার! 'কর কমবে' নিত্যপ্রয়োজনীয় জিনিসে, জানুন...

দীপাবলির আগে আসছে ‘নেক্সট জেনারেশন’ জিএসটি সংস্কার! ‘কর কমবে’ নিত্যপ্রয়োজনীয় জিনিসে, জানুন সবিস্তারে

প্রকাশিত

দীপাবলির আগেই দেশে আসতে চলেছে পণ্য ও পরিষেবা কর (জিএসটি) ব্যবস্থায় বড়সড় পরিবর্তন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বাধীনতা দিবসের ভাষণে যে “নেক্সট জেনারেশন” সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিলেন, বৃহস্পতিবার সকালে সেই পরিকল্পনার তিন স্তম্ভভিত্তিক খসড়া প্রকাশ করেছে কেন্দ্র। প্রস্তাবটি ইতিমধ্যেই রাজ্য মন্ত্রীদের গোষ্ঠীর (GoM) কাছে পাঠানো হয়েছে এবং আগামী জিএসটি কাউন্সিল বৈঠকে তা আলোচনায় আসবে।

‘ডাবল দীপাবলি’ প্রতিশ্রুতি

মোদীর ভাষণে জিএসটি সংস্কারকে “দীপাবলির উপহার” বলে উল্লেখ করা হয়। ২০১৭ সালের ১ জুলাই চালু হওয়া এই কর ব্যবস্থার আট বছর পূর্তিতে এবার সময় এসেছে পুনর্বিবেচনার, বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। উচ্চস্তরের একটি কমিটি গঠন করে রাজ্যগুলির সঙ্গে আলোচনা সেরে কেন্দ্র নতুন সংস্কার পরিকল্পনা এনেছে।

সংস্কারের তিন স্তম্ভ

১. স্ট্রাকচারাল রিফর্মস (Structural Reforms) – নির্দিষ্ট ক্ষেত্রে ইনভার্টেড ডিউটি স্ট্রাকচারের সংশোধন, শ্রেণিবিন্যাস সংক্রান্ত জটিলতা সমাধান, স্থিতিশীল ও পূর্বানুমেয় করব্যবস্থা গড়ে তোলা।
২. রেট র‌্যাশনালাইজেশন (Rate Rationalisation) – নিত্যপ্রয়োজনীয় পণ্য এবং কিছু ‘আকাঙ্ক্ষিত পণ্য’-তে কর হ্রাস, করহার স্থিতিশীল রাখা, কর স্ল্যাব কমিয়ে আনা।
৩. ইজ অব লিভিং (Ease of Living) – স্টার্টআপ ও ক্ষুদ্র ব্যবসার জন্য নিবন্ধন সহজীকরণ, প্রি-ফিল্ড রিটার্ন, দ্রুত রিফান্ড প্রক্রিয়া।

সাধারণ মানুষের লাভ

অর্থ মন্ত্রকের দাবি, এই পদক্ষেপগুলি সাধারণ মানুষের করের বোঝা কমাবে, নিত্যপ্রয়োজনীয় পণ্য সস্তা করবে, এমএসএমই বা ক্ষুদ্র সংস্থার ক্ষেত্রে গতি আনবে এবং অর্থনীতিকে চাঙ্গা করবে। ইনভার্টেড ডিউটি স্ট্রাকচার সংশোধনের ফলে ইনপুট ও আউটপুট ট্যাক্সের ভারসাম্য তৈরি হবে,কর সংক্রান্ত বিরোধ কমবে এবং উৎপাদনে দেশীয় মূল্য সংযোজন বাড়বে।

করহার সরলীকরণের মাধ্যমে সাশ্রয়ী হবে পণ্যের দাম, বৃদ্ধি পাবে চাহিদা। সরকারের লক্ষ্য একটি সহজ করব্যবস্থা গঠন, যেখানে মূলত দুইটি স্ল্যাব থাকবে—স্ট্যান্ডার্ড ও মেরিট, এবং বিশেষ হার কেবল কিছু নির্বাচিত পণ্যের জন্য।

ব্যবসা সহজীকরণ

স্টার্টআপ ও ক্ষুদ্র ব্যবসার নিবন্ধন প্রক্রিয়া আরও সহজ হবে, প্রি-ফিল্ড রিটার্নের মাধ্যমে ম্যানুয়াল হস্তক্ষেপ কমবে। রপ্তানিকারক ও ইনভার্টেড ডিউটি স্ট্রাকচারভুক্তদের জন্য রিফান্ড প্রক্রিয়া হবে দ্রুত ও স্বয়ংক্রিয়।

সরকার জানিয়েছে, দ্রুত বাস্তবায়নের জন্য সর্বোচ্চ চেষ্টা চালানো হবে। জিএসটি-কে একটি সহজ, স্থিতিশীল ও স্বচ্ছ করব্যবস্থায় রূপান্তর করার প্রতিশ্রুতিও দিয়েছে কেন্দ্র।

আরও পড়ুন: আইসিআইসিআই ব্যাঙ্কের পর এবার এইচডিএফসি, নতুন সেভিংস অ্যাকাউন্ট খুললেই ন্যূনতম ব্যালেন্স রাখতে হবে ₹২৫,০০০

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

মোবাইল নম্বর নয়, এবার ইউজারনেম দিয়েই চ্যাট করা যাবে হোয়াটসঅ্যাপে! আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ফিচার

হোয়াটসঅ্যাপে আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ইউজারনেম ফিচার। মোবাইল নম্বর শেয়ার না করেই চ্যাট করা যাবে। নতুন এই ফিচার দেখা গেছে হোয়াটসঅ্যাপের বিটা ভার্সন ২.২৫.২৮.১২ তে। ইউজারনেম সেট করতে থাকবে কিছু নিয়মও।

সতর্ক থাকুন! পেঁপের সঙ্গে এই খাবারগুলো খেলেই বাড়বে বিপদ

ভিটামিন ও ফাইবারে ভরপুর পেঁপে যতটা উপকারী, ভুল খাবারের সঙ্গে খেলে ততটাই ক্ষতিকর। কমলালেবু, শশা, টমেটো, দই বা মধুর সঙ্গে পেঁপে খাওয়া হজমে সমস্যা, অ্যাসিডিটি ও অ্যালার্জির কারণ হতে পারে।

রাজ্যে শুরু টোটোর রেজিস্ট্রেশন, প্রথম দুই দিনে মাত্র ৯৫০ গাড়ি নথিভুক্ত ! দীপাবলির পর বাড়বে সাড়া আশা পরিবহণ দফতরের

রাজ্যে ব্যাটারি চালিত টোটো ও ই-রিকশার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। প্রথম দুই দিনে মাত্র ৯৫০টি গাড়ি নথিভুক্ত হয়েছে। পরিবহণ দফতর আশা করছে দীপাবলির পর এই সংখ্যা দ্রুত বাড়বে। রাজ্যে আনুমানিক টোটোর সংখ্যা ১০ লক্ষেরও বেশি।

২০০২ বনাম ২০২৫! ৭ জেলার ভোটার তালিকায় ৫১% থেকে ৬৫% মিল, কোথায় সবচেয়ে কম জানেন?

রাজ্যের সাতটি জেলায় ২০০২ ও ২০২৫ সালের ভোটার তালিকার মধ্যে ৫১% থেকে ৬৫% নামের মিল পাওয়া গিয়েছে। সর্বাধিক মিল কালিম্পংয়ে, সর্বনিম্ন ঝাড়গ্রামে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নতুনভাবে বিশেষ ভোটার তালিকা সংশোধন (SIR) শুরু করতে চলেছে নির্বাচন কমিশন।

আরও পড়ুন

ইপিএফও সদস্যদের জন্য বড় পরিবর্তন: সহজ হল টাকার তোলার নিয়ম

ইপিএফও-র নতুন নিয়মে টাকার তোলার প্রক্রিয়া সহজ হলো। এখন মাত্র তিনটি কারণে টাকা তোলা যাবে — প্রয়োজনীয় চাহিদা, বাসস্থান ও বিশেষ পরিস্থিতি। শিক্ষায় ১০ বার এবং বিবাহে ৫ বার পর্যন্ত আংশিক অর্থ তোলা যাবে।

আরও আধুনিক ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা! গ্লোবাল ফিনটেক ফেস্টে ৩ নতুন সুবিধা ঘোষণা করল আরবিআই

গ্লোবাল ফিনটেক ফেস্ট ২০২৫-এ তিনটি বড় ডিজিটাল পেমেন্ট উদ্ভাবন ঘোষণা করল রিজার্ভ ব্যাঙ্ক। এবার স্মার্ট গ্লাসেই পেমেন্ট, যৌথ অ্যাকাউন্টে UPI, আর বিদেশি মুদ্রা কেনা সম্ভব হবে সরাসরি অ্যাপে।

কমিশনে ‘কোটি টাকার ক্ষতি’ নয়! ‘শেষ করপাস’ বিভ্রান্তি ভাঙলেন মিউচ্যুয়াল ফান্ড বিশেষজ্ঞ বরুণ বৈদ

“৩০ বছরে ৩ কোটি!”—এই ভাইরাল বিনিয়োগ প্রতিশ্রুতির অঙ্কে বড় ভুল আছে বলে জানালেন বিনিয়োগ বিশেষজ্ঞ বরুণ বৈদ। তাঁর দাবি, কমিশনে কোটি টাকার ক্ষতি নয়, আসল বিপদ ইনফ্লেশন ও ট্যাক্সে। ‘শেষ করপাস’ বা Final Corpus-এর ভুল ব্যাখ্যাতেই তৈরি হচ্ছে বিভ্রান্তি।