Homeশিল্প-বাণিজ্যক্যানসারের ওষুধ ও মুখরোচক খাবারে কমল জিএসটি, গবেষণায় পরিষেবায় মিলল ছাড়

ক্যানসারের ওষুধ ও মুখরোচক খাবারে কমল জিএসটি, গবেষণায় পরিষেবায় মিলল ছাড়

প্রকাশিত

সোমবার ৫৪তম জিএসটি কাউন্সিলের বৈঠকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয় হয়েছে। এই বৈঠকের পর কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করেছেন, ক্যানসারের ওষুধে জিএসটি হার ১২% থেকে কমিয়ে ৫% করা হয়েছে। এছাড়াও, নোনতা এবং অন্যান্য মুখরোচক খাবারের জিএসটি হার ১৮% থেকে কমিয়ে ১২% করা হয়েছে।

এছাড়াও, জিএসটি কাউন্সিল মেডিক্যাল এবং স্বাস্থ্য বিমার উপর কর কমানোর জন্য একটি নতুন মন্ত্রিগোষ্ঠী তৈরি করেছে, যার নেতৃত্বে থাকবেন বিহারের উপমুখ্যমন্ত্রী। এই গোষ্ঠী তাদের সুপারিশ অক্টোবরের শেষে জমা দেবে এবং আগামী নভেম্বরের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে।

বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তসমূহ:

১. ক্যানসার ওষুধে জিএসটি হ্রাস: ক্যানসার ওষুধ যেমন ট্রাস্টুজুমাব ডেরুক্সটেকান, ওসিমার্টিনিব এবং ডুরভালুমাবের উপর জিএসটি হার ১২% থেকে কমিয়ে ৫% করা হয়েছে।

২. নোনতা খাবারে জিএসটি হ্রাস: নোনতা এবং অন্যান্য মুখরোচক খাবারে জিএসটি হার ১৮% থেকে কমিয়ে ১২% করা হয়েছে।

৩. স্বাস্থ্য বিমার উপর মন্ত্রিগোষ্ঠী গঠন: স্বাস্থ্য বিমার জিএসটি কমানোর সুপারিশের জন্য একটি নতুন মন্ত্রিগোষ্ঠী গঠিত হয়েছে, যার রিপোর্ট অক্টোবরের শেষে জমা দেওয়া হবে এবং নভেম্বরে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

৪. সরকারি শিক্ষা প্রতিষ্ঠান এবং গবেষণা পরিষেবায় জিএসটি অব্যাহতি: সরকারি এবং আয়কর ছাড়প্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান ও গবেষণা কেন্দ্রের জন্য গবেষণা পরিষেবায় জিএসটি মকুব করা হয়েছে। এই প্রতিষ্ঠানগুলি সরকারি ও বেসরকারি উভয় উৎস থেকে গবেষণার তহবিল গ্রহণ করতে পারবে, এবং তাদের জিএসটি দিতে হবে না।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ভারতে এল এআই ফিচার সহ স্যামসাঙের Galaxy Tab S10, দাম কত থেকে শুরু?

স্যামসাঙ লঞ্চ করল নতুন Galaxy Tab S10 Lite। 6GB/8GB RAM, বড়ো ডিসপ্লে, 8,000mAh ব্যাটারি, S Pen ও AI ফিচার সহ মিলবে এই ট্যাবলেট। দাম ২০-২২ হাজার টাকার মধ্যে।

আমেরিকার নন-ইমিগ্রান্ট ভিসার নিয়ম বদল, ভারতীয়দের জন্য বাড়ল বি১-বি২ ভিসার অপেক্ষার সময়

আমেরিকার এনআইভি ভিসার নতুন নিয়মে আবেদনকারীদের নিজের দেশেই ইন্টারভিউ দিতে হবে। ফলে ভারতীয়দের বি১-বি২ ভিসা পেতে আরও বেশি অপেক্ষা করতে হবে।

১৫ সেপ্টেম্বর থেকে বর্ষা বিদায় রাজস্থানে, পূর্ব ভারতে বাড়ছে বৃষ্টির দাপট; উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা

১৫ সেপ্টেম্বর থেকে রাজস্থান থেকে বর্ষা বিদায় শুরু হবে। পূর্ব ভারতে বৃষ্টির দাপট বাড়বে। উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা, দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।

হীরক জয়ন্তী বর্ষে বেহালা নূতন দল, দর্শনার্থীদের নিয়ে যাবে রাজা বীর সিংহ ও রাই কুমারীর দেশে

বেহালা নূতন দলের এবারের হীরক জয়ন্তী পুজোর থিম ‘শিবাণী ধাম’। রাজা বীর সিংহ ও রাই কুমারীর ঐতিহাসিক কাহিনি মণ্ডপে জীবন্ত হয়ে উঠছে।

আরও পড়ুন

জিএসটি কমার প্রভাব পড়ল সোনার দামে, এখনই কি সোনা কেনার সঠিক সময়?

জিএসটি হ্রাসে সোনার বাজারে প্রভাব দেখা দিয়েছে। দাম কমতেই বিনিয়োগকারীদের প্রশ্ন—এখনই কি সোনা কেনার সময়? বিশেষজ্ঞরা কী বলছেন জেনে নিন।

‘৮ বছর দেরিতে এল জিএসটি সংস্কার’— কেন্দ্রকে তোপ চিদম্বরম ও জয়রাম রমেশের

জিএসটি সংস্কারকে কংগ্রেস নেতাদের আক্রমণ। চিদম্বরম বললেন ৮ বছর দেরি, জয়রাম রমেশের দাবি এখনো সত্যিকারের জিএসটি ২.০ আসেনি।

জিএসটি ২.০ সংস্কারে চাঙ্গা বাজার, সেনসেক্স ৫০০ পয়েন্টের বেশি উর্ধ্বমুখী

জিএসটি ২.০ সংস্কারের জেরে টানা দ্বিতীয় দিনে চাঙ্গা সেনসেক্স-নিফটি। বিশেষজ্ঞদের মতে, ভোক্তা চাহিদা বাড়বে, তাতে অর্থনীতি পাবে বড় উত্সাহ।