Homeশিল্প-বাণিজ্যদীপবলীর আগে জিএসটি কাঠামোতে বড়সড় সংস্কারের ইঙ্গিত প্রধানমন্ত্রীর, কীসের দাম কমবে, বাড়বেই...

দীপবলীর আগে জিএসটি কাঠামোতে বড়সড় সংস্কারের ইঙ্গিত প্রধানমন্ত্রীর, কীসের দাম কমবে, বাড়বেই কার?

প্রকাশিত

দীপাবলির আগে সাধারণ মানুষকে বড় উপহার দিতে চলেছে কেন্দ্র সরকার। পণ্য ও পরিষেবা কর (জিএসটি)-এর কাঠামোয় বড়সড় সংস্কারের ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর, বর্তমানে জিএসটি-র পাঁচটি স্তর (০, ৫, ১২, ১৮ ও ২৮ শতাংশ) কমিয়ে কেবল দুটি স্তরে আনার পরিকল্পনা চলছে। সেই কাঠামোয় থাকতে পারে ৫ শতাংশ ও ১৮ শতাংশ জিএসটি

তবে সিগারেট, পান মশলা, বিলাসবহুল গাড়ি ও অনলাইন গেমিংয়ের মতো ক্ষতিকর বা ডিমেরিট পণ্যে করের হার বেড়ে হতে পারে ৪০ শতাংশ। বর্তমানে অনলাইন গেমিংয়ে ২৮ শতাংশ জিএসটি প্রযোজ্য। নতুন কাঠামোয় তা আরও বাড়লে বিক্ষোভে নামতে পারে সংস্থাগুলি।

প্রধানমন্ত্রী শুক্রবার লালকেল্লা থেকে স্বাধীনতা দিবসের ভাষণে বলেন—

“এই দীপাবলিতে দেশবাসী একটি বড় উপহার পাবেন। নতুন প্রজন্মের জিএসটি সংস্কার আনছি, এর ফলে সারা দেশে করের বোঝা কমবে।”

কিসের দাম কমতে পারে?

  • ঘি, মাখন, প্যাকেটজাত খাবার, ফলের রস: কর ১২% থেকে নামতে পারে ৫%-এ।
  • হাজার টাকার নীচে পোশাক ও জুতো: কর নামতে পারে ৫%-এ।
  • ছোট গাড়ি ও বাইক (২৫০ সিসি পর্যন্ত): কর ২৮% থেকে নেমে আসতে পারে ১৮%-এ।
  • এসি, ৩২ ইঞ্চি পর্যন্ত টিভি, ডিশওয়াশার: দাম কমতে পারে।
  • সিমেন্ট: কর ২৮% থেকে নেমে আসতে পারে ১৮%-এ, ফলে নির্মাণ খরচ কমবে।
  • স্বাস্থ্য ও জীবন বিমা প্রিমিয়াম: কর ১৮% থেকে নেমে হতে পারে ৫%, কিছু ক্ষেত্রে শূন্যও হতে পারে।

কখন আসছে নতুন ব্যবস্থা?

সূত্রের দাবি, গত ছ’মাস ধরে অর্থ মন্ত্রক নতুন কাঠামোর ওপর কাজ করছে। সেপ্টেম্বর-অক্টোবর থেকে নতুন জিএসটি কাঠামো চালু হতে পারে, যদি জিএসটি কাউন্সিলের অনুমোদন মেলে।

অর্থনীতিবিদদের মতে, এই সংস্কার কার্যকর হলে কর কাঠামো সহজ হবে, বহু নিত্যপ্রয়োজনীয় জিনিস সস্তা হবে এবং মানুষের ক্রয়ক্ষমতা বাড়বে।

আরও পড়ুন: ভারতের তিন দফা উদ্বেগ মেটানোর আশ্বাস চিনের, বৈঠকে জানালেন বিদেশমন্ত্রী ওয়াং ই

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

কলকাতায় সাউথ সিটি মলে স্কেচার্সের নতুন স্টোর উদ্বোধন করলেন কার্তিক আরিয়ান

কলকাতার সাউথ সিটি মলে নতুন স্টোর খুলল স্কেচার্স। উদ্বোধনে উপস্থিত ছিলেন ব্র্যান্ড অ্যাম্বাসাডর কার্তিক আরিয়ান। কমিউনিটি গোল চ্যালেঞ্জে অংশ নিয়ে কেল ফাউন্ডেশনে শিশুদের জন্য জুতো দান করল সংস্থা।

পুজোর আগে সুখবর, সরকারি কর্মীদের জন্য এলটিসি-এইচটিসির মেয়াদ বাড়ল এক বছর

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সিদ্ধান্ত নিল নবান্ন। এলটিসি ও এইচটিসির মেয়াদ বাড়িয়ে ২০২৬ সালের ৩১ অক্টোবর পর্যন্ত করা হল। আগামী এক বছরের মধ্যে যাঁরা সুবিধা নিতে পারেননি, তাঁরা তা ব্যবহার করতে পারবেন।

কবি সুভাষের পর শহিদ ক্ষুদিরামেও পরিষেবা কমল, পুজোর মুখে বিপাকে মেট্রো যাত্রীরা

দক্ষিণ কলকাতার শহিদ ক্ষুদিরাম স্টেশনে মেট্রো পরিষেবা কমানোর সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। কবি সুভাষ স্টেশনে সংস্কারের কাজ চলায় আগেই বন্ধ ছিল পরিষেবা। বৃহস্পতিবার লাইনের গণ্ডগোলে অর্ধঘণ্টা বন্ধও থাকল মেট্রো।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণেও ঝড়বৃষ্টি; একাধিক জেলায় সতর্কতা জারি

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যে ঝড়বৃষ্টি। উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, আলিপুরদুয়ারে কমলা সতর্কতা। দক্ষিণবঙ্গেও একাধিক জেলায় হলুদ সতর্কতা জারি।

আরও পড়ুন

‘৮ বছর দেরিতে এল জিএসটি সংস্কার’— কেন্দ্রকে তোপ চিদম্বরম ও জয়রাম রমেশের

জিএসটি সংস্কারকে কংগ্রেস নেতাদের আক্রমণ। চিদম্বরম বললেন ৮ বছর দেরি, জয়রাম রমেশের দাবি এখনো সত্যিকারের জিএসটি ২.০ আসেনি।

জিএসটি ২.০ সংস্কারে চাঙ্গা বাজার, সেনসেক্স ৫০০ পয়েন্টের বেশি উর্ধ্বমুখী

জিএসটি ২.০ সংস্কারের জেরে টানা দ্বিতীয় দিনে চাঙ্গা সেনসেক্স-নিফটি। বিশেষজ্ঞদের মতে, ভোক্তা চাহিদা বাড়বে, তাতে অর্থনীতি পাবে বড় উত্সাহ।

নতুন তিন স্ল্যাব অনুমোদন করল জিএসটি কাউন্সিল, চলতি মাস থেকেই কার্যকর

জিএসটি কাউন্সিলের ৫৬তম বৈঠকে সিদ্ধান্ত হল—এবার থেকে জিএসটি-তে থাকবে তিনটি স্ল্যাব। ১২% ও ২৮% স্ল্যাব বাতিল, ৪০% হারে কর দিতে হবে বিলাসবহুল পণ্যে।