Homeশিল্প-বাণিজ্যইজরায়েল-হামাস যুদ্ধে ভারত কি কোনো ভাবে লাভবান হতে পারে?

ইজরায়েল-হামাস যুদ্ধে ভারত কি কোনো ভাবে লাভবান হতে পারে?

প্রকাশিত

গত সপ্তাহের শেষ দিক থেকে নতুন করে যুদ্ধ পরিস্থিতি পশ্চিম এশিয়ায়। প্যালেস্তেনীয় সশস্ত্র সংগঠন হামাসের সঙ্গে যুদ্ধ শুরু ইজরায়েলের। যত দিন গড়াচ্ছে, যুদ্ধের প্রভাব বিস্তৃত হচ্ছে।

গত সপ্তাহে, শনিবার ইজরায়েলে রকেট হানা চালায় হামাস। যা কি না, শেষ পাঁচ দশকের সবচেয়ে ভয়াবহ হামলা। এর পরই হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। অনেকের আশঙ্কা, এই যুদ্ধ অনেকটাই স্থায়ী হতে পারে। যে কারণে, বেশ কিছু সংস্থা ইজরায়েল থেকে নিজেদের ব্যবসা স্থানান্তরের কথাও চিন্তাভাবনার মধ্যে রাখছে।

ইকনোমিকস টাইমস-এর একটি রিপোর্ট অনুযায়ী, কয়েকটি আন্তর্জাতিক প্রযুক্তি সংস্থার অফিস রয়েছে ইজরায়েলে। কিন্তু বর্তমানে অশান্ত পরিস্থিতির মধ্যে তাদের কাজকর্ম প্রভাবিত হচ্ছে। যদি ইজরায়েল এবং হামাসের মধ্যে চলমান যুদ্ধ ক্রমশ চলতে থাকে, তবে সেই সংস্থাগুলি তাদের কাজকর্ম ইজরায়েল থেকে ভারত বা অন্যান্য দেশে স্থানান্তর করতে পারে। টিসিএস এবং উইপ্রোর মতো ভারতীয় আইটি সংস্থাগুলিও এই পরিস্থিতিতে তাদের কাজ ভারতে স্থানান্তর করতে পারে।

পরিসংখ্যান অনুসারে, পাঁচশোর বেশি বহুজাতিক সংস্থার অফিস রয়েছে ইজরায়েলে। ইন্টেল, মাইক্রোসফ্‌ট এবং গুগলের মতো বড় সংস্থাগুলিও সেই তালিকার মধ্যে রয়েছে। সংস্থাগুলির এই অফিসগুলি গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার এবং রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারের আকারে পরিচালনা করে। যেখানে ১ লক্ষেরও বেশি কর্মী কাজ করেন।

বিশেষজ্ঞদের মন্তব্য উদ্ধৃত করে ইকনোমিকস টাইমস-এর রিপোর্টে বলা হয়েছে, ইজরায়েলে অফিস পরিচালনাকারী সংস্থাগুলি প্রয়োজনে তাদের কাজকর্ম এমন জায়গায় স্থানান্তর করতে পারে যেগুলির আঞ্চলিক সময় ইজরায়েলের মতোই। ভারত ছাড়াও পশ্চিম এশিয়ার অন্যান্য দেশ বা পূর্ব ইউরোপীয় দেশগুলিকেও বিবেচনা করতে পারে সংস্থাগুলি।

বিশেষজ্ঞদের মতে, যুদ্ধ পরিস্থিতি যদি দীর্ঘস্থায়ী হয় তা হলে ব্যবসায়িক কাজে প্রভাব এড়ানোর জন্য বিকল্প অবস্থান খতিয়ে দেখতে পারে সংস্থাগুলি। সেক্ষেত্রে বিকল্প স্থান হিসেবে ভারত এবং পূর্ব ইউরোপ লাভবান হতে পারে।

ইজরায়েল-হামাস যুদ্ধ

ইজরায়েলের সঙ্গে হামাসের রক্তক্ষয়ী সংঘর্ষে ইতিমধ্যে প্রাণ গেছে কয়েক হাজার মানুষের। এর সূত্রপাত গত শনিবার, ইসরায়েলের ভূখণ্ডে হামাসের নজিরবিহীন রকেট হামলার মধ্য দিয়ে। মাত্র ২০ মিনিটে হাজার পাঁচেক রকেট ছুড়ে নিজেদের শক্তির জানান দিয়েছে হামাস। ভেদ করেছে ইজরায়েলের নিশ্ছিদ্র সুরক্ষাবলয়কে।

শুধু তাই নয়, সীমান্ত পেরিয়ে ইজরায়েলে ঢুকে পড়েছে হামাসের যোদ্ধারা। শুরুতে হতবাক হলেও দ্রুত পাল্টা জবাব দেয় ইজরায়েল। পাল্টা আক্রমণ করে গাজা উপত্যকায়। এর পর থেকে মুহুর্মুহু বোমা পড়ছে। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, ‘এটা দীর্ঘ ও জটিল একটি যুদ্ধ’। জানা গিয়েছে, যুদ্ধে এখনও পর্যন্ত সাড়ে তিন হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: লাইনচ্যুত নর্থ ইস্ট এক্সপ্রেস, বিহারে রেল দুর্ঘটনায় মৃত অন্তত ৪

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

অতিরিক্ত লঙ্কা খাওয়ায় ক্যানসারের ঝুঁকি! নতুন গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

ঝাল খাবার খেতে ভালোবাসেন? সাবধান! নতুন গবেষণায় দেখা গেছে, অতিরিক্ত লঙ্কা খেলে পাকস্থলী, কোলোন ও খাদ্যনালীর ক্যানসারের ঝুঁকি বাড়ে। তবে সীমিত পরিমাণে খেলে লঙ্কা শরীরের পক্ষে উপকারী।

শান্ত থাকুন, তাড়াহুড়ো নয়, নিরাপদে গন্তব্যে পৌঁছোন: ক্রিকেটনায়িকা জেমিমাকে কেন্দ্র করে কলকাতা পুলিশের নতুন বার্তা

খবর অনলাইন ডেস্ক: অসাধারণ পারফরম্যান্সে ভারতীয় মহিলা ক্রিকেট দলকে বিশ্বকাপ ফাইনালে পৌঁছে দিয়েছেন জেমিমা...

ভারতের প্রথম চরম দারিদ্র্যমুক্ত রাজ্য কেরল: মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের ঐতিহাসিক ঘোষণা

খবর অনলাইন ডেস্ক: কেরল পিরাভি দিবসের দিনেই ইতিহাস গড়ল রাজ্য সরকার। শুক্রবার (১ নভেম্বর)...

দক্ষিণবঙ্গে শনিবার বৃষ্টি, উত্তরবঙ্গে ধীরে ধীরে স্বস্তি; দুর্বল মোন্থা এখন ঝাড়খণ্ডে নিম্নচাপে

কলকাতাসহ দক্ষিণবঙ্গের ছয় জেলায় শনিবারও বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে কমেছে বৃষ্টি। ঘূর্ণিঝড় মোন্থা শক্তি হারিয়ে ঝাড়খণ্ডের কাছে নিম্নচাপে পরিণত হয়েছে। রবিবার থেকে রাজ্যে আবহাওয়া স্বাভাবিক হওয়ার ইঙ্গিত।

আরও পড়ুন

দ্বিতীয় ত্রৈমাসিকে বন্ধন ব্যাঙ্কের মুনাফা গত বছরের তুলনায় ৮৮% কমে ১১২ কোটি টাকা, বাড়ল এনপিএ

বেসরকারি খাতের ব্যান্ডন ব্যাংক ২০২৬ অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে ৮৮ শতাংশ পতনের মুখে। ব্যাংকের নিট মুনাফা কমে ₹১১২ কোটি। এনপিএ বেড়েছে, সুদের আয় ও CASA অনুপাতেও পতন।

কলকাতায় আত্মপ্রকাশ গোদরেজ হাউসিং ফিন্যান্সের, পূর্ব ভারতে ঋণ পরিষেবায় নতুন দিগন্ত

পূর্ব ভারতে আর্থিক পরিষেবা সম্প্রসারণের লক্ষ্যে কলকাতায় প্রথম শাখা চালু করল গোদরেজ হাউসিং ফিন্যান্স। ৭.৭৫% সুদে হোম লোন, নারীদের জন্য বিশেষ ‘আরোহী হোম লোন’ অফারসহ গ্রাহককেন্দ্রিক পরিষেবা দেবে সংস্থা।

দীপাবলিতে বিনিয়োগকারীদের উপহার! চারটি নতুন ডিজিটাল অ্যাপ ও আধুনিক ফিচার নিয়ে এল NSE

এনএসই দীপাবলিতে চালু করল চারটি নতুন মোবাইল অ্যাপ ও এনএসই এমএফ ইনভেস্ট প্ল্যাটফর্মে বড়সড় আপডেট। বিনিয়োগকারীদের জন্য আরও সহজ হল পোর্টফোলিও ট্র্যাকিং, অর্ডার প্লেসমেন্ট ও কমপ্লায়েন্স প্রক্রিয়া।