Home খেলাধুলো ফুটবল বাণিজ্যিক অংশীদার খুঁজে পেল না এআইএফএফ, অনিশ্চয়তায় আইএসএলের ভবিষ্যৎ

বাণিজ্যিক অংশীদার খুঁজে পেল না এআইএফএফ, অনিশ্চয়তায় আইএসএলের ভবিষ্যৎ

নতুন বাণিজ্যিক অংশীদার খুঁজতে যে টেন্ডার প্রক্রিয়া শুরু করেছিল এআইএফ এফ, তা ব্যর্থ হয়েছে। সময়সীমা শেষ হলেও কোনো সংস্থা বিড জমা দেয়নি।

বর্তমান আইএসএল চ্যাম্পিয়ন। ছবি 'X' থেকে নেওয়া।

খবর অনলাইন ডেস্ক: ভারতের সর্বোচ্চ ফুটবল লিগ, ইন্ডিয়ান সুপার লিগের (আইএসএল, ISL) ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে গভীর অনিশ্চয়তা। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ, AIFF) নতুন বাণিজ্যিক অংশীদার খুঁজতে যে টেন্ডার প্রক্রিয়া শুরু করেছিল, তা ব্যর্থ হয়েছে। শুক্রবার ‘রিকোয়েস্ট ফর প্রোপোজাল’ (RFP) জমা দেওয়ার সময়সীমা শেষ হলেও কোনো সংস্থা বিড জমা দেয়নি।

ডিসেম্বরে শেষ হচ্ছে এআইএফএফ-এর বর্তমান বাণিজ্যিক অংশীদার, রিলায়েন্সের সহযোগী প্রতিষ্ঠান ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেডের (FSDL) সঙ্গে চুক্তি। এর পরই নতুন অংশীদার খুঁজতে উদ্যোগী হয় ফেডারেশন। অক্টোবরের মাঝামাঝি এআইএফএফ ১৫ বছরের জন্য নতুন বাণিজ্যিক অংশীদার নির্বাচনের টেন্ডার আহ্বান করে, যা সুপ্রিম কোর্টের অনুমোদনের পর গৃহীত নতুন গঠনতন্ত্রের  ভিত্তিতে শুরু হয়।

প্রথম দিকে কয়েকটি সংস্থা আগ্রহ দেখালেও পরে তারা পিছিয়ে যায়। ফেডারেশনের পক্ষ থেকে সব প্রশ্নের উত্তর দেওয়া হলেও কেউই প্রস্তাব জমা দেয়নি। জানা গিয়েছে, এআইএফএফ-এর বার্ষিক ৩৭.৫ কোটি টাকার দাবির পাশাপাশি প্রযোজনা, বিপণন ও সম্প্রচার অধিকার-সহ একাধিক শর্ত সম্ভাব্য বিডারদের নিরুৎসাহিত করেছে।

ফেডারেশনের এক বিবৃতিতে বলা হয়েছে, “এআইএফএফ বিড ইভ্যালুয়েশন কমিটি সপ্তাহান্তে বৈঠকে বসবেন। কমিটির চেয়ারম্যান জাস্টিস এল এন রাও এবং সদস্য হিসেবে আছেন এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবে। তাঁরা বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ ঠিক করবেন।”

এখন নজর থাকবে, দেশের শীর্ষ ফুটবল প্রতিযোগিতা আইএসএল-এর ভবিষ্যৎ কী ভাবে গড়ে তোলেন এআইএফএফ কর্তৃপক্ষ।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version