Homeশিল্প-বাণিজ্যদেবীপক্ষেই নতুন জিএসটি চালু, জেনে নিন কীসের দাম কমছে, বাড়ছেই বা কোন...

দেবীপক্ষেই নতুন জিএসটি চালু, জেনে নিন কীসের দাম কমছে, বাড়ছেই বা কোন পণ্যের

দুবাইয়ে সুপার ফোর ম্যাচে পাকিস্তানকে ৭ বল বাকি থাকতে ৬ উইকেটে হারাল ভারত। ওপেনার অভিষেক শর্মা খেললেন ম্যাচ জেতানো ৭৪ রানের ইনিংস।

প্রকাশিত

দেবীপক্ষের সূচনা মুহূর্তে দেশ জুড়ে কার্যকর হল নতুন পণ্য ও পরিষেবা কর (জিএসটি) ব্যবস্থা। সোমবার, ২২ সেপ্টেম্বর থেকে ১২% এবং ২৮% করের স্তর বাতিল করে কেন্দ্র প্রবর্তন করেছে মাত্র দুটি হারে কর—৫% এবং ১৮%। এর ফলে উৎসবের মরসুমে নিত্যপ্রয়োজনীয় জিনিস থেকে শিক্ষা, স্বাস্থ্য এবং সাজসজ্জা পরিষেবায় মিলছে ছাড়।

গত ৩ সেপ্টেম্বর কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণের নেতৃত্বে জিএসটি কাউন্সিল বৈঠকে এই সিদ্ধান্ত হয়। রবিবার জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একে “দ্বিগুণ দীপাবলি” হিসেবে উল্লেখ করেন।

যে সব পণ্যের দাম কমছে:

  • দুধ, ছানা, পনির, রুটি, পাউরুটি এখন করমুক্ত।
  • মাখন, ঘি, তেল, মাংস, মাছ, চিনি, নুডল্‌স, পাস্তা, চিজ এবং ফলের উপর জিএসটি নামল ১২% থেকে ৫%-এ।
  • মধু, চকোলেট, কর্নফ্লেক্‌স, কেক, আইসক্রিম, মিছরির উপর কর ১৮% থেকে নেমে হল ৫%।
  • টিভি, এসি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, ছোট গাড়ি ও বাইকের দাম কমছে, কারণ কর ২৮% থেকে নামিয়ে আনা হয়েছে ১৮%-এ।
  • শিক্ষা সামগ্রী (পেন্সিল, খাতা, মানচিত্র ইত্যাদি) এবং স্বাস্থ্যবিমার উপর থেকে সম্পূর্ণ কর প্রত্যাহার।
  • জীবনদায়ী ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের জিএসটি কমে হয়েছে ৫%।

যে সব পণ্যের দাম বাড়ছে:

  • বিলাসবহুল গাড়ি, প্রাইভেট জেট, রেসিং কারের উপর ৪০% জিএসটি।
  • পান মশলা, অতিরিক্ত চিনি মেশানো পানীয় ও কার্বনেটেড ড্রিঙ্কের কর ২৮% থেকে বাড়িয়ে করা হয়েছে ৪০%।
  • সিগারেট, চুরুট ও তামাকজাত দ্রব্যের উপরও ৪০% কর।
  • কয়লার উপর জিএসটি বেড়ে হয়েছে ১৮%।

সরকারের দাবি, এই সংস্কারের ফলে সাধারণ মানুষ যেমন স্বস্তি পাবেন, তেমনই বাজারে স্বচ্ছতা ও কর সংগ্রহে বাড়বে কার্যকারিতা।

আরও পড়ুন: জিএসটি সংস্কারকে ‘সাশ্রয়ের উৎসব’ বললেন মোদী, নবরাত্রির প্রাক্কালে জাতির উদ্দেশে ভাষণ

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

কেন্দ্রীয় হারে ডিএ দেয় না ১২ রাজ্য! সুপ্রিম কোর্ট তালিকা দিয়ে জানাল রাজ্য, বেশিরভাগ বিজেপি শাসিত

সুপ্রিম কোর্টে লিখিত বক্তব্যে জানাল পশ্চিমবঙ্গ, দেশের অন্তত ১২টি রাজ্য কেন্দ্রীয় হারে ডিএ দেয় না। রাজ্যের দাবি, ডিএ কোনও মৌলিক অধিকার নয়, তা নির্ভর করে আর্থিক সামর্থ্য ও নীতির উপর। মামলাকারীরা পাল্টা জবাব দেবেন শীঘ্রই।

পুজোর মুখে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়ার সম্ভাবনা, উত্তাল হতে পারে সমুদ্র

পুজো ঘনিয়ে আসতেই দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। ২৫ সেপ্টেম্বর থেকে উত্তাল হতে পারে সমুদ্র, মৎস্যজীবীদের দেওয়া হয়েছে সতর্কবার্তা। উত্তরবঙ্গে বৃষ্টি কমছে।

এশিয়া কাপ: অভিষেক-শুভমনের দুর্দান্ত ব্যাটিং, পাকিস্তানের বিরুদ্ধে আবার জয় পেল ভারত

পাকিস্তান: ১৭১-৫ (সাহিবজাদা ফারহান ৫৮, সইম আয়ুব ২১, শিবম দুবে ২-৩৩) ভারত: ১৭৪-৪ (অভিষেক শর্মা...

৮৩তম বছরে হাজরা পার্ক দুর্গোৎসবের নিবেদন ‘দৃষ্টিকোণ’

৮৩তম বছরে হাজরা পার্ক দুর্গোৎসবের থিম ‘দৃষ্টিকোণ’। শিল্পী বিমান সাহার সৃজনে রঙের বহুমাত্রিকতা ও দেবীর রঙিন রূপে সাজবে কলকাতার ঐতিহ্যবাহী এই পুজো।

আরও পড়ুন

RBI-র নতুন নিয়মে বন্ধ হল ক্রেডিট কার্ডে ভাড়া দেওয়া, PhonePe–Paytm-এ পরিষেবা বন্ধ

RBI-র নতুন নিয়মে PhonePe, Paytm, Cred-এর মতো ফিনটেক অ্যাপে বন্ধ হল ক্রেডিট কার্ডে ভাড়া দেওয়ার সুবিধা। এখন থেকে ব্যাঙ্ক ট্রান্সফার বা চেকেই ভাড়া মেটাতে হবে।

জিএসটি কমার প্রভাব পড়ল সোনার দামে, এখনই কি সোনা কেনার সঠিক সময়?

জিএসটি হ্রাসে সোনার বাজারে প্রভাব দেখা দিয়েছে। দাম কমতেই বিনিয়োগকারীদের প্রশ্ন—এখনই কি সোনা কেনার সময়? বিশেষজ্ঞরা কী বলছেন জেনে নিন।

‘৮ বছর দেরিতে এল জিএসটি সংস্কার’— কেন্দ্রকে তোপ চিদম্বরম ও জয়রাম রমেশের

জিএসটি সংস্কারকে কংগ্রেস নেতাদের আক্রমণ। চিদম্বরম বললেন ৮ বছর দেরি, জয়রাম রমেশের দাবি এখনো সত্যিকারের জিএসটি ২.০ আসেনি।