Home শিল্প-বাণিজ্য দেবীপক্ষেই নতুন জিএসটি চালু, জেনে নিন কীসের দাম কমছে, বাড়ছেই বা কোন...

দেবীপক্ষেই নতুন জিএসটি চালু, জেনে নিন কীসের দাম কমছে, বাড়ছেই বা কোন পণ্যের

দুবাইয়ে সুপার ফোর ম্যাচে পাকিস্তানকে ৭ বল বাকি থাকতে ৬ উইকেটে হারাল ভারত। ওপেনার অভিষেক শর্মা খেললেন ম্যাচ জেতানো ৭৪ রানের ইনিংস।

New GST
নতুন জিএসটি চালু

দেবীপক্ষের সূচনা মুহূর্তে দেশ জুড়ে কার্যকর হল নতুন পণ্য ও পরিষেবা কর (জিএসটি) ব্যবস্থা। সোমবার, ২২ সেপ্টেম্বর থেকে ১২% এবং ২৮% করের স্তর বাতিল করে কেন্দ্র প্রবর্তন করেছে মাত্র দুটি হারে কর—৫% এবং ১৮%। এর ফলে উৎসবের মরসুমে নিত্যপ্রয়োজনীয় জিনিস থেকে শিক্ষা, স্বাস্থ্য এবং সাজসজ্জা পরিষেবায় মিলছে ছাড়।

গত ৩ সেপ্টেম্বর কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণের নেতৃত্বে জিএসটি কাউন্সিল বৈঠকে এই সিদ্ধান্ত হয়। রবিবার জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একে “দ্বিগুণ দীপাবলি” হিসেবে উল্লেখ করেন।

যে সব পণ্যের দাম কমছে:

  • দুধ, ছানা, পনির, রুটি, পাউরুটি এখন করমুক্ত।
  • মাখন, ঘি, তেল, মাংস, মাছ, চিনি, নুডল্‌স, পাস্তা, চিজ এবং ফলের উপর জিএসটি নামল ১২% থেকে ৫%-এ।
  • মধু, চকোলেট, কর্নফ্লেক্‌স, কেক, আইসক্রিম, মিছরির উপর কর ১৮% থেকে নেমে হল ৫%।
  • টিভি, এসি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, ছোট গাড়ি ও বাইকের দাম কমছে, কারণ কর ২৮% থেকে নামিয়ে আনা হয়েছে ১৮%-এ।
  • শিক্ষা সামগ্রী (পেন্সিল, খাতা, মানচিত্র ইত্যাদি) এবং স্বাস্থ্যবিমার উপর থেকে সম্পূর্ণ কর প্রত্যাহার।
  • জীবনদায়ী ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের জিএসটি কমে হয়েছে ৫%।

যে সব পণ্যের দাম বাড়ছে:

  • বিলাসবহুল গাড়ি, প্রাইভেট জেট, রেসিং কারের উপর ৪০% জিএসটি।
  • পান মশলা, অতিরিক্ত চিনি মেশানো পানীয় ও কার্বনেটেড ড্রিঙ্কের কর ২৮% থেকে বাড়িয়ে করা হয়েছে ৪০%।
  • সিগারেট, চুরুট ও তামাকজাত দ্রব্যের উপরও ৪০% কর।
  • কয়লার উপর জিএসটি বেড়ে হয়েছে ১৮%।

সরকারের দাবি, এই সংস্কারের ফলে সাধারণ মানুষ যেমন স্বস্তি পাবেন, তেমনই বাজারে স্বচ্ছতা ও কর সংগ্রহে বাড়বে কার্যকারিতা।

আরও পড়ুন: জিএসটি সংস্কারকে ‘সাশ্রয়ের উৎসব’ বললেন মোদী, নবরাত্রির প্রাক্কালে জাতির উদ্দেশে ভাষণ

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version