দেবীপক্ষের সূচনা মুহূর্তে দেশ জুড়ে কার্যকর হল নতুন পণ্য ও পরিষেবা কর (জিএসটি) ব্যবস্থা। সোমবার, ২২ সেপ্টেম্বর থেকে ১২% এবং ২৮% করের স্তর বাতিল করে কেন্দ্র প্রবর্তন করেছে মাত্র দুটি হারে কর—৫% এবং ১৮%। এর ফলে উৎসবের মরসুমে নিত্যপ্রয়োজনীয় জিনিস থেকে শিক্ষা, স্বাস্থ্য এবং সাজসজ্জা পরিষেবায় মিলছে ছাড়।
গত ৩ সেপ্টেম্বর কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণের নেতৃত্বে জিএসটি কাউন্সিল বৈঠকে এই সিদ্ধান্ত হয়। রবিবার জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একে “দ্বিগুণ দীপাবলি” হিসেবে উল্লেখ করেন।
যে সব পণ্যের দাম কমছে:
- দুধ, ছানা, পনির, রুটি, পাউরুটি এখন করমুক্ত।
- মাখন, ঘি, তেল, মাংস, মাছ, চিনি, নুডল্স, পাস্তা, চিজ এবং ফলের উপর জিএসটি নামল ১২% থেকে ৫%-এ।
- মধু, চকোলেট, কর্নফ্লেক্স, কেক, আইসক্রিম, মিছরির উপর কর ১৮% থেকে নেমে হল ৫%।
- টিভি, এসি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, ছোট গাড়ি ও বাইকের দাম কমছে, কারণ কর ২৮% থেকে নামিয়ে আনা হয়েছে ১৮%-এ।
- শিক্ষা সামগ্রী (পেন্সিল, খাতা, মানচিত্র ইত্যাদি) এবং স্বাস্থ্যবিমার উপর থেকে সম্পূর্ণ কর প্রত্যাহার।
- জীবনদায়ী ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের জিএসটি কমে হয়েছে ৫%।
যে সব পণ্যের দাম বাড়ছে:
- বিলাসবহুল গাড়ি, প্রাইভেট জেট, রেসিং কারের উপর ৪০% জিএসটি।
- পান মশলা, অতিরিক্ত চিনি মেশানো পানীয় ও কার্বনেটেড ড্রিঙ্কের কর ২৮% থেকে বাড়িয়ে করা হয়েছে ৪০%।
- সিগারেট, চুরুট ও তামাকজাত দ্রব্যের উপরও ৪০% কর।
- কয়লার উপর জিএসটি বেড়ে হয়েছে ১৮%।
সরকারের দাবি, এই সংস্কারের ফলে সাধারণ মানুষ যেমন স্বস্তি পাবেন, তেমনই বাজারে স্বচ্ছতা ও কর সংগ্রহে বাড়বে কার্যকারিতা।
আরও পড়ুন: জিএসটি সংস্কারকে ‘সাশ্রয়ের উৎসব’ বললেন মোদী, নবরাত্রির প্রাক্কালে জাতির উদ্দেশে ভাষণ