কর্পোরেট আয়কর রিটার্ন জমার সময়সীমা বাড়িয়ে ১৫ নভেম্বর পর্যন্ত করার ঘোষণা করল কেন্দ্রীয় সরকার।
শনিবার অর্থমন্ত্রকের এক বিবৃতিতে জানানো হয়েছে, ২০২৪ সালের আয়কর রিটার্ন জমার জন্য প্রাথমিক সময়সীমা ৩১ অক্টোবর ধার্য করা হয়েছিল। তবে কর্পোরেট করদাতাদের সুবিধার্থে এই সময়সীমা বাড়িয়ে ১৫ নভেম্বর, ২০২৪ করা হয়েছে।
আয়কর আইন, ১৯৬১-এর ধারা ১৩৯(১)-এর আওতাভুক্ত করদাতাদের জন্যই এই সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। সাধারণত কর্পোরেট সংস্থাগুলির জন্য কর রিটার্ন জমা দেওয়ার জন্য নির্দিষ্ট কিছু নিয়মাবলি এবং জটিলতা থাকে, এবং অনেক ক্ষেত্রেই তাদের পক্ষে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ এবং বিশ্লেষণ করতে সময় লেগে যায়। এই সময়সীমা বৃদ্ধি করদাতাদের উপর চাপ কমাতে এবং নির্ভুল রিটার্ন জমা দিতে সাহায্য করবে।
আয়কর বিশেষজ্ঞদের মতে, এই সিদ্ধান্তের ফলে সংস্থাগুলি তাদের হিসাব-নিকাশ আরও সঠিকভাবে প্রস্তুত করতে এবং জমা দেওয়ার জন্য অতিরিক্ত সময় পাবে। এতে আয়কর বিভাগের কাজেও সুবিধা হবে, কারণ সংস্থাগুলি নির্ভুল তথ্য জমা দেওয়ায় কর নির্ধারণ প্রক্রিয়াটি আরও সহজ ও কার্যকর হবে।
বলে রাখা ভালো, কর্পোরেট সংস্থাগুলির জন্য আয়কর রিটার্ন জমা দেওয়া একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া এবং এটি জাতীয় রাজস্ব বৃদ্ধির জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার আশাবাদী যে এই সময়সীমা বৃদ্ধির ফলে করদাতারা আরও সাবধানতার সঙ্গে রিটার্ন জমা করতে সক্ষম হবেন।
কর্পোরেট ট্যাক্স কী?
প্রসঙ্গত, কর্পোরেট ট্যাক্স হল এমন একটি কর, যা কোম্পানির লাভ বা নিট আয়ের উপর ধার্য করা হয়। অর্থাৎ, কোম্পানির মোট আয় থেকে কিছু খরচ বাদ দেওয়ার পর যে পরিমাণ আয় থাকে, তার উপর এই কর দিতে হয়। কর্পোরেট ট্যাক্সের ক্ষেত্রে বাদ দেওয়া খরচগুলোর মধ্যে রয়েছে—পণ্য উৎপাদনের খরচ (COGS), সাধারণ ও প্রশাসনিক খরচ, বিক্রয় ও বিপণন খরচ, অবচয়, গবেষণা ও উন্নয়ন খরচ ইত্যাদি। এসব খরচ সঠিকভাবে ব্যবস্থাপনা করলে কর্পোরেট ট্যাক্স কমানো যায় এবং কোম্পানির লাভের ক্ষতি কিছুটা নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়।